| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চিরতার রস
	ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh
♥
ও গার্ল, ইউ মাইন,
বি মাই-
ভ্যালেনটাইন।।।
♥♥
লাভ means হেভি রিক্স,
লেকিন হামারা দিল
তুমহারা দিলমে ফিক্স।।।
♥♥♥
চোখে চোখে চোখাচোখি,
হাত ধরে হাটাহাটি,
চুপি চুপি বলাবলি,
মিছে মিছি রাগারাগি,
আনমনে বলে ফেলি-
লাভ ইউ বুলবুলি।।।
♥♥♥♥
একটুশখানি হাসি
বসে পাশাপাশি,
হাত দু'খানি ধরে
বলছি ভালবাসি।।।
♣ পরিশেষে, আমার প্রিয় কবি হেলাল হাফিজের একটি কবিতা ♣
একবার ডাক দিয়ে দেখো কতোটা কাঙাল আমি,
কতো হুলুস্থূল অনটন আজম্ন ভেতরে আমার।
তুমি ডাক দিলে
নষ্ঠ কষ্ঠ সব নিমিষেই ঝেড়ে মুছে
শব্দের অধিক দ্রুত গতিতে পৌছুবো
পরিণত প্রণয়ের উৎসমূল ছোঁব
পথে এতোটুকু দেরিও করবো না।
তুমি ডাক দিলে
সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরোদ্যান হবো,
তুমি রাজি হলে
যুগল আহলাদে এক মনোরম আশ্রম বানাবো।
একবার আমন্রণ পেলে
সব কিছু ফেলে
তোমার উদ্দেশে দেবো উজাড় উড়াল,
অভয়ারণ্য হবে কথা দিলে
লোকালয়ে থাকবো না আর
আমরণ পাখি হয়ে যাবো, -খাবো মৌনতা তোমার।
♥♥♥ সবাইকে ভেলেন্টাইন ডে এর শুভেচ্ছা ♥♥♥
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:০২
চিরতার রস বলেছেন: কে বলে ভাল বাসা নাই ?
বারিধারা, গুলশানে অনেক ভালবাসা আছে, তবে ভাড়া একটু বেশি।।। 
২| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:৫৬
স্পাইসিস্পাই001 বলেছেন: লাগলো খুব ভাল ...।
অনুকাব্য তো মন ভরালো....
+++++
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:০৩
চিরতার রস বলেছেন: মন ভরেছে। পেট ভরেছে কি ???
৩| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৩৭
 আমিনুর রহমান বলেছেন: অনুকাব্যে +++
অনেক অনেক ভালোবাসা রইল। 
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৩
চিরতার রস বলেছেন: এইডা লন।
৪| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৩৮
s r jony বলেছেন: ভাল লাগল  
  
 
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৪
চিরতার রস বলেছেন: ভাল লাগতেই হইব। বয়সটা যে ভাল লাগার। যা দেহি ভাললাগে। হেহেহেহে।।।
কেউ কি আইজ গুলাপ ফুল দিছেনি ???
৫| 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৮:৩৫
একজন আরমান বলেছেন: 
লাভ means হেভি রিক্স,
লেকিন হামারা দিল
তুমহারা দিলমে ফিক্স।।।
চমৎকার। 
 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:০৫
চিরতার রস বলেছেন: দিনকাল ভালই চলছে ?
৬| 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:৪৬
একজন আরমান বলেছেন: 
নাহ। যেমনটা বললেন ঠিক তার উল্টো !
আপনার খবর কি?
কেমন আছেন? 
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:০৪
চিরতার রস বলেছেন: কেন কি হৈছে ? এনিথিং রং ?
আমি ভালই আছি। রোজ ব্যায়াম করি  
 
৭| 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:৪৯
shfikul বলেছেন: +++
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:০৪
চিরতার রস বলেছেন: অনেক দিন পড়ে আপনরে দেখলাম ভাইজান। কৈ ছিলেন ?
৮| 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:৪১
একজন আরমান বলেছেন: 
হা হা।
নাথিং রং বাট নাথিং কালারফুল। 
৯| 
০৭ ই মার্চ, ২০১৩  সন্ধ্যা  ৭:৪০
মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।
এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link
দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।  
 
০৭ ই মার্চ, ২০১৩  রাত ৯:৩৬
চিরতার রস বলেছেন: কাহিনীডা বুঝবার পারলাম নাহ। খোলাসা করেন ছে...........
শায়মাকি আমারে নিয়া ল্যাকছেনি ????
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:৫১
ঘুমন্ত আমি বলেছেন: আহা ভালোবাসা
কবিতা হয়েছে খাসা