| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চিরতার রস
	ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh
থামো।
এই মুহুর্তে থেমে যাও।
তুমি নিথর হয়ে যাও।
তুমি মিশে যাও।
মুহুর্তেই শেষ হয় অহংকারী কাঁদামাটির গল্প।
 
২৩ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:২০
চিরতার রস বলেছেন: গহীনে, শব্দের গভীরে; লুকায়ে রয় জীবনের সর্বোচ্চ অনুভুতি।।।
২| 
২৩ শে জুন, ২০১৩  রাত ৯:৪২
শাওণ_পাগলা বলেছেন: ছোট কিন্তু ঝাঁঝালো!
 
২৩ শে জুন, ২০১৩  রাত ১০:১০
চিরতার রস বলেছেন: ঝাঁঝটা টের পাওয়ার জন্য সাধুবাদ। ভাল থাকবেন সব সময়।।
৩| 
২৩ শে জুন, ২০১৩  রাত ১১:২৬
 আমিনুর রহমান বলেছেন: 
অনন্য +++
 
২৪ শে জুন, ২০১৩  দুপুর ২:১১
চিরতার রস বলেছেন: ধন্যবাদ দাদাজি। ভাল আছেন ?
৪| 
২৪ শে জুন, ২০১৩  সকাল ৯:১৪
তাহমিনা তুলি বলেছেন: অসাধারণ । ছোট খাটো একটা এটম বোম। +++++
 
২৪ শে জুন, ২০১৩  দুপুর ২:১২
চিরতার রস বলেছেন: এটম বোম !!!  
  
  
 হায় হায়।।।
৫| 
২৪ শে জুন, ২০১৩  সকাল ১০:০৮
মর্ডান এরিস্টটল বলেছেন: একজন আরমান বলেছেন:
অণু কাব্য কিংবা অণু কথন কিন্তু গভীরতা অনেক। 
 
২৪ শে জুন, ২০১৩  দুপুর ২:২৫
চিরতার রস বলেছেন: মর্ডান এরিস্টটল !!!! ওয়াও আমরা তাহলে একজন মর্ডান দার্শনীক পেলাম।।। শিয্য হৈতে মুঞ্চায়।।।
৬| 
০৩ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:৩৭
~মাইনাচ~ বলেছেন: পিচ্ছি হলেও কবিতার গভীরতা আছে ,
 
০৪ ঠা জুলাই, ২০১৩  দুপুর ১২:৪৭
চিরতার রস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মাইনাচ। ভাগ্যিস মাইনাচ দেন নাই  
 
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৩  বিকাল ৫:০৪
একজন আরমান বলেছেন:
অণু কাব্য কিংবা অণু কথন কিন্তু গভীরতা অনেক।