নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh
ভাল-মন্দ মিক্সিং অভিজ্ঞতা লইয়া ঢাহা শহর ওয়াপাছ আইলাম। অভিজ্ঞতাগুলান শেয়ার করা যাইতে পারে-
-বিজয়া দশমীর দিন গেরামে গিয়া দেহি এক পাগলা কুত্তায় অলরেডি ৩১ জনরে কামরাইয়া নাভির গোড়ায় ১৪ডা কইরা ইনজেকশন দেওয়ার ব্যবস্থা কইরা ফালাইছে।
-এর পরে কারেন্টের তার ছিরা এক ছেমরি মরতে মরতেও বাঁইচা গেলো। প্রায় ৫ মিনিট শকের উপ্রে ছিল (ছেমরির কৈ মাছের জান)
-দশমীতে আধুনিক উপায়ে ব্যাপুক মাস্তি হৈলো।
-পাগলা গরু কিনা ২ দিন হের লগে বিরাট কুস্তাকুস্তি করলাম। আকাশ ভাইঙ্গা বৃষ্টি নামার ফলে কুস্তাকুস্তিডা আরো জমছিল।
-ঈদের দিন নামাজ পইড়া কুপাইলাম।
-বিকালে মাংস বিলি কইরা আসার সময় এলাকা থাইক্কা ৩ মাইল দূরে হুন্ডার চাক্কা পাংচার হৈলো। হ্যারে ঠেইলা ঠেইলা আনতে দারুন মজা লাগিলো।
-বিকালে এক অত্যান্ত সুন্দরী মাইয়ার সাক্ষাত লাভ করিলাম। মনে মনে হ্যারে বিয়া করবার লিগা ঠিক করিলাম। লেকিন এক বন্দুর মারফত জানতে পারিলাম তিনি অলরেডি ৮ জনের লগে তার বিরাট মনখানা ভাগাভাগি করছে। আমি আর ৯ নং প্রার্থী হওয়ার রিক্স লইলাম নাহ।
-এলাকার তরুন পোলাপানের লগে ছিটিং বিটিং ক্রিকেট খেললাম। খেইলা ফিলিং হৈলো - অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা দেইনাই।
-আমাগোর দেশের বাড়িতে এহন গ্যাদাগ্যাদা পোলাপানের সংখ্যা আনুমানিক ২০ জন। এরা বিচ্ছু বাহিনীরেও হার মানায়। আমি তাদের কাছে হার মাইনা ঢাহা ফিরা আইলাম। আই হেট পিচ্ছি পোলাপান।
সবাইরে ঈদ এবং দূর্গা পূঁজার শুভেচ্ছা।
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৬
চিরতার রস বলেছেন: থ্যাংকু বর্ষণ।
২| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭
চিরতার রস বলেছেন: হেহেহে.........
৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
মামুন রশিদ বলেছেন: ঈদে-পূজায় বাড়িতে ব্যাপক মজা করেছেন । আপনার অভিজ্ঞতা পড়ে ভাল লাগল ।
লেইট ঈদ শুভেচ্ছা ।
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭
চিরতার রস বলেছেন: ঈদ শুভেচ্ছা মামুন ভাই।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১১
মাহবু১৫৪ বলেছেন: ভাল লাগলো
ঈদের শুভেচ্ছা থাকলো
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮
চিরতার রস বলেছেন: ধন্যবাদ বদ্দা।
৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ব্যাপক অভিজ্ঞতা লইয়া ফিরা আইলেন !!
১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৭
চিরতার রস বলেছেন: হরে ভাই।
৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮
এম আর ইকবাল বলেছেন: আমার কোন গ্রাম নাই ।
সেরকম ফিলিংস পাই না ।
১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮
চিরতার রস বলেছেন: কন্কি ভাই ? পুরা দেশই তো আমাগো। তাই দেশের সব গ্রামই তো আম্গো........
৭| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯
রহস্যময়ী কন্যা বলেছেন:
১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৯
চিরতার রস বলেছেন: মহিলা কবির আগমন শুভেচ্ছা স্বাগতম.......
৮| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈদ মোবারাক
১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৯
চিরতার রস বলেছেন: আমি আগেই দিছি। আপ্নে লেট।
৯| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক।
১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০০
চিরতার রস বলেছেন: ঈদ মুবারক্স সেলিম ভাই।
১০| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৪
পরোবাশি২০১৩ বলেছেন: আমি আর ৯ নং প্রার্থী হওয়ার রিক্স লইলাম নাহ। /
No 9 hoilei parten..luck 9
১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০১
চিরতার রস বলেছেন: মারামারিও নাকি হৈসে কয়েকবার। বুঝেন তাইলে।
১১| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১
আমিনুর রহমান বলেছেন:
দেরীতে ঈদ মোবারক
২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
চিরতার রস বলেছেন: কুরবানীর ঈদ ৭ দিন থাকে।
১২| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩
শীলা শিপা বলেছেন: বিকালে মাংস বিলি কইরা আসার সময় এলাকা থাইক্কা ৩ মাইল দূরে হুন্ডার চাক্কা পাংচার হৈলো। হ্যারে ঠেইলা ঠেইলা আনতে দারুন মজা লাগিলো।
ব্যপক অভিজ্ঞতা... দারুন!!!
২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
চিরতার রস বলেছেন: সুন্দরী মাইয়াদের সামনে নিজের ইমেজও পাংচার হৈয়া গেছিলো.............
১৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ওই ভাই লেট হইছি ত কি হইছে ঈদ মোবারাক দিছি এইটাই আসল।
২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
চিরতার রস বলেছেন: আপ্নে এইবার গরু না খাসি ?
১৪| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
ওই ভাই লেট হইছি ত কি হইছে ঈদ মোবারাক দিছি এইটাই আসল।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৩
চিরতার রস বলেছেন: ফ্রিজে গরুর মাংস আছে নি ?
দাওয়াত দিলে দিবার পারেন।
১৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬
এ্যাপোলো৯০ বলেছেন: অগ্রীম ঈদ মুবারক
আই অলছো ডিজলাইক পিচ্চি পুলাপাইনয
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
চিরতার রস বলেছেন: ঈদের পরে অগ্রিম ঈদ মুবারক্স ?
আপনার পুলাপাইন বিচ্ছুটাইপ হৈলে কি করবাইন???
১৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
এ্যাপোলো৯০ বলেছেন: সাম্নের রোজার ঈদের শুভেচ্ছা দিয়েছিলাম, কিন্তু যদিও আমি জানতাম আপ্নি বোকা ছেলে কিন্তু এত বোকা জানলে বুঝায় বলতাম
আমার পুলাপাইন তো দুরের কথা, বিয়াই করুম না
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
চিরতার রস বলেছেন: আমিও জানতাম আপ্নে চালাক। কিন্তু এতো বেশি চালাক জানলে আর জিগাইতামই নাহ।
আপ্নে বিয়া না কর্লে আপ্নার জামাইর কি হপে ?
১৭| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১
এ্যাপোলো৯০ বলেছেন: িয়া না করলে জামাই কি আসমান থন আইবো ?
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০০
চিরতার রস বলেছেন: না মানে, যার কপালে আপনার সাথে বিয়া লেখা ছিল তার ভাগ্যটা খারাপ হৈয়া গেলো না ?
আমারতো মনে হয় আপনার এক গন্ডা পুলাপাইন থাকবো।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভেচ্ছা!