| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চিরতার রস
	ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh
ভাল-মন্দ মিক্সিং অভিজ্ঞতা লইয়া ঢাহা শহর ওয়াপাছ আইলাম। অভিজ্ঞতাগুলান শেয়ার করা যাইতে পারে-
-বিজয়া দশমীর দিন গেরামে গিয়া দেহি এক পাগলা কুত্তায় অলরেডি ৩১ জনরে কামরাইয়া নাভির গোড়ায় ১৪ডা কইরা ইনজেকশন দেওয়ার ব্যবস্থা কইরা ফালাইছে। 
-এর পরে কারেন্টের তার ছিরা এক ছেমরি মরতে মরতেও বাঁইচা গেলো। প্রায় ৫ মিনিট শকের উপ্রে ছিল (ছেমরির কৈ মাছের জান) ![]()
-দশমীতে আধুনিক উপায়ে ব্যাপুক মাস্তি হৈলো।
-পাগলা গরু কিনা ২ দিন হের লগে বিরাট কুস্তাকুস্তি করলাম। আকাশ ভাইঙ্গা বৃষ্টি নামার ফলে কুস্তাকুস্তিডা আরো জমছিল। ![]()
-ঈদের দিন নামাজ পইড়া কুপাইলাম। ![]()
-বিকালে মাংস বিলি কইরা আসার সময় এলাকা থাইক্কা ৩ মাইল দূরে হুন্ডার চাক্কা পাংচার হৈলো। হ্যারে ঠেইলা ঠেইলা আনতে দারুন মজা লাগিলো। ![]()
-বিকালে এক অত্যান্ত সুন্দরী মাইয়ার সাক্ষাত লাভ করিলাম। 
 মনে মনে হ্যারে বিয়া করবার লিগা ঠিক করিলাম। লেকিন এক বন্দুর মারফত জানতে পারিলাম তিনি অলরেডি ৮ জনের লগে তার বিরাট 
 মনখানা ভাগাভাগি করছে। আমি আর ৯ নং প্রার্থী হওয়ার রিক্স লইলাম নাহ। ![]()
-এলাকার তরুন পোলাপানের লগে ছিটিং বিটিং ক্রিকেট খেললাম। খেইলা ফিলিং হৈলো - অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা দেইনাই। ![]()
-আমাগোর দেশের বাড়িতে এহন গ্যাদাগ্যাদা পোলাপানের সংখ্যা আনুমানিক ২০ জন। এরা বিচ্ছু বাহিনীরেও হার মানায়। আমি তাদের কাছে হার মাইনা ঢাহা ফিরা আইলাম। আই হেট পিচ্ছি পোলাপান।  ![]()
সবাইরে ঈদ এবং দূর্গা পূঁজার শুভেচ্ছা।
 
১৭ ই অক্টোবর, ২০১৩  রাত ১০:১৬
চিরতার রস বলেছেন: থ্যাংকু বর্ষণ।
২| 
১৭ ই অক্টোবর, ২০১৩  রাত ৯:৪০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:  
  
  
  
 
 
১৭ ই অক্টোবর, ২০১৩  রাত ১০:১৭
চিরতার রস বলেছেন: হেহেহে.........
৩| 
১৭ ই অক্টোবর, ২০১৩  রাত ৯:৫৬
মামুন রশিদ বলেছেন: ঈদে-পূজায় বাড়িতে ব্যাপক মজা করেছেন । আপনার অভিজ্ঞতা পড়ে ভাল লাগল ।
লেইট ঈদ শুভেচ্ছা ।
 
১৭ ই অক্টোবর, ২০১৩  রাত ১০:১৭
চিরতার রস বলেছেন: ঈদ শুভেচ্ছা মামুন ভাই।
৪| 
১৭ ই অক্টোবর, ২০১৩  রাত ১০:১১
মাহবু১৫৪ বলেছেন: ভাল লাগলো 
ঈদের শুভেচ্ছা থাকলো 
 
১৭ ই অক্টোবর, ২০১৩  রাত ১০:১৮
চিরতার রস বলেছেন: ধন্যবাদ বদ্দা।
৫| 
১৭ ই অক্টোবর, ২০১৩  রাত ১০:৩০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ব্যাপক অভিজ্ঞতা লইয়া ফিরা আইলেন !!  
  
 
 
১৮ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:৫৭
চিরতার রস বলেছেন: হরে ভাই।
৬| 
১৭ ই অক্টোবর, ২০১৩  রাত ১০:৫৮
এম আর ইকবাল বলেছেন: আমার কোন গ্রাম নাই ।
সেরকম ফিলিংস পাই না ।
 
১৮ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:৫৮
চিরতার রস বলেছেন: কন্কি ভাই ? পুরা দেশই তো আমাগো। তাই দেশের সব গ্রামই তো আম্গো........
৭| 
১৭ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:০৯
রহস্যময়ী কন্যা বলেছেন:  
  
  
  
  
 
 
১৮ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:৫৯
চিরতার রস বলেছেন: মহিলা কবির আগমন শুভেচ্ছা স্বাগতম.......
৮| 
১৮ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন: 
ঈদ মোবারাক 
 
১৮ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:৫৯
চিরতার রস বলেছেন: আমি আগেই দিছি। আপ্নে লেট।
৯| 
১৮ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক। 
 
 
১৮ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:০০
চিরতার রস বলেছেন: ঈদ মুবারক্স সেলিম ভাই।
১০| 
১৮ ই অক্টোবর, ২০১৩  রাত ১:০৪
পরোবাশি২০১৩ বলেছেন: আমি আর ৯ নং প্রার্থী হওয়ার রিক্স লইলাম নাহ। /![]()
 
No  9 hoilei parten..luck 9
 
১৮ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:০১
চিরতার রস বলেছেন: মারামারিও নাকি হৈসে কয়েকবার। বুঝেন তাইলে।
১১| 
১৮ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:৩১
 আমিনুর রহমান বলেছেন: 
দেরীতে ঈদ মোবারক ![]()
 
২০ শে অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৭
চিরতার রস বলেছেন: কুরবানীর ঈদ ৭ দিন থাকে। ![]()
১২| 
১৯ শে অক্টোবর, ২০১৩  দুপুর ২:৩৩
শীলা শিপা বলেছেন: বিকালে মাংস বিলি কইরা আসার সময় এলাকা থাইক্কা ৩ মাইল দূরে হুন্ডার চাক্কা পাংচার হৈলো। হ্যারে ঠেইলা ঠেইলা আনতে দারুন মজা লাগিলো।
ব্যপক অভিজ্ঞতা... দারুন!!! 
 
 
২০ শে অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৮
চিরতার রস বলেছেন: সুন্দরী মাইয়াদের সামনে নিজের ইমেজও পাংচার হৈয়া গেছিলো............. ![]()
১৩| 
১৯ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৩:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন: 
ওই ভাই লেট হইছি ত কি হইছে ঈদ মোবারাক দিছি এইটাই আসল। 
 
২০ শে অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৯
চিরতার রস বলেছেন: আপ্নে এইবার গরু না খাসি ? ![]()
১৪| 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৩:৪৪
অস্পিসাস প্রেইস বলেছেন: 
ওই ভাই লেট হইছি ত কি হইছে ঈদ মোবারাক দিছি এইটাই আসল। 
 
২২ শে অক্টোবর, ২০১৩  রাত ৮:৪৩
চিরতার রস বলেছেন: ফ্রিজে গরুর মাংস আছে নি ?  
  
  
  
 
দাওয়াত দিলে দিবার পারেন।
১৫| 
০৮ ই নভেম্বর, ২০১৩  দুপুর ১:০৬
এ্যাপোলো৯০ বলেছেন: অগ্রীম ঈদ মুবারক ![]()
আই অলছো ডিজলাইক পিচ্চি পুলাপাইনয  
 
 
১৮ ই নভেম্বর, ২০১৩  দুপুর ১২:৫৬
চিরতার রস বলেছেন: 
 ঈদের পরে অগ্রিম ঈদ মুবারক্স ? ![]()
আপনার পুলাপাইন বিচ্ছুটাইপ হৈলে কি করবাইন???
১৬| 
১৮ ই নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:১৬
এ্যাপোলো৯০ বলেছেন: সাম্নের রোজার ঈদের শুভেচ্ছা দিয়েছিলাম, কিন্তু যদিও আমি জানতাম আপ্নি বোকা ছেলে কিন্তু এত বোকা জানলে  বুঝায় বলতাম ![]()
আমার পুলাপাইন তো দুরের কথা, বিয়াই করুম না  
 
 
২০ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:২৯
চিরতার রস বলেছেন: আমিও জানতাম আপ্নে চালাক। কিন্তু এতো বেশি চালাক জানলে আর জিগাইতামই নাহ।  
  
 
আপ্নে বিয়া না কর্লে আপ্নার জামাইর কি হপে ?  
  
  
 
১৭| 
২০ শে নভেম্বর, ২০১৩  রাত ১০:৪১
এ্যাপোলো৯০ বলেছেন: িয়া না করলে জামাই কি আসমান থন আইবো ?
 
২০ শে নভেম্বর, ২০১৩  রাত ১১:০০
চিরতার রস বলেছেন: না মানে, যার কপালে আপনার সাথে বিয়া লেখা ছিল তার ভাগ্যটা খারাপ হৈয়া গেলো না ?  
  
  
 
আমারতো মনে হয় আপনার এক গন্ডা পুলাপাইন থাকবো।  
  
  
 
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৩  রাত ৯:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভেচ্ছা!