| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিরতার রস
ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh
এরশাদ ফ্যাক্ট
![]()
ওরে সবুজ, ওরে আমার চাচা, ![]()
দুই বুবুরে ভালই দিলি নাঁচা।
ডিজ্যুস কন্যা ফ্যাক্ট
![]()
ছেলেদের জিন্স, শার্ট
নিলে সবই কাড়ি,
সেভটাও করো শুরু
উঠবে গোফ আর দাড়ি। ![]()
সেলিব্রেটি ব্লগার ফ্যাক্ট
![]()
মাল্টি দিয়া লাইকাই
নিজ নিজ পোস্টে, ![]()
![]()
লাইকটা যে কম পেলে
মরি খুব কষ্টে। ![]()
![]()
![]()
ছাইয়া ফ্যাক্ট
![]()
ছাইয়া তুমি ফাঁদটি পেতে
ভাঙছো শত মন,
দেখবে হঠ্যাৎ চেকিং করে
আসল জিনিস GONE ![]()
![]()
বিলাইপ্রেমী ফ্যাক্ট
![]()
আমার মিয়াও সবচে কিউট
এত্তোগুলা শিশু, ![]()
বাকি বিলাই আস্তো খবিস
সোফায় করে হিসু ![]()
কী-বোর্ড ফ্যাক্ট
![]()
নাম, ট্যাব, ফাংশন
প্রেস করি ধীরে,
এন্টারে এলে পরে
বল যায় বেড়ে । ![]()
![]()
পুনশ্চঃ অনুকাব্যগুলি অনুর্বর মস্তিস্কের আউটপুট মাত্র এবং কাকতালীয়ভাবে কারো কারো জীবনের সাথে মিলে যেতেই পারে। তাই বলে দুঃখ পাওয়ার কিছু নেই
![]()
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২
চিরতার রস বলেছেন: চ এর উপর চাপলো ম
ম এর হলো জয়,
চমৎকারের বাজলো বারো
শব্দ হলো ক্ষয় ![]()
২|
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮
তোমোদাচি বলেছেন: ছাইয়া তুমি ফাঁদটি পেতে
ভাঙছো শত মন,
দেখবে হঠ্যাৎ চেকিং করে
আসল জিনিস GONE
খাড়ান! আগে হাইস্যা লই
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫
চিরতার রস বলেছেন:
আইচ্ছা খাড়াইছি
৩|
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০০
অদ্ভুতছেলেটি বলেছেন: ভাই অস্থির হইছে! আমিও কাল কিছু লিখব, পড়বেন কিন্তু!
)
)
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩
চিরতার রস বলেছেন: অকে।
৪|
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, জোস হৈসে।
আমার আরো বেশী লাইক চাই, আরো কয়েকটা মাল্টি লাগবে ||
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২
চিরতার রস বলেছেন: আমার ব্লগের লাইক বাটন কাম করেনা।
ট্রাই কৈরা দেকতে পারেন। কেউ চাইলেও লাইক দিতে পারেনা। ![]()
৫|
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১
মাথা ঠান্ডা বলেছেন:
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩
চিরতার রস বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
৬|
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪
ইউরো-বাংলা বলেছেন:
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫
চিরতার রস বলেছেন: আত্মহত্যা কৈরালাইলে মজা লইবে কেডা ? তাই করে নাই ![]()
![]()
![]()
৭|
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১
বিডি আমিনুর বলেছেন: জটিলস![]()
![]()
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪
চিরতার রস বলেছেন: থ্যাংকু আমিনুর ভাই ![]()
৮|
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬
ভিটামিন সি বলেছেন: @এর-স্বাদ: নাচার সময় বুবুদের শাড়ি ছিল কাছা,
এমন নাচন জীবনে প্রথম দেখলাম রে বাছা।
নাচতে নাচতে বুবু আমার হারাইলো যে বেইল,
তাইতো বুবু দেখাই দিলো ইলেকশানের খেইল।
এক বুবুতে গো ধরেছে, খেলতাম না ইলেকশন..
আরেক বুবু একা-একাই নিয়া গেছে পারমিশন।
সময় মতো চাচা মিয়া ধরলো আবার ভং-
চাচার হাটুর জোড়ায় নাকি ধরেছিলো জং।
চাচা জানে না, চাচী জানে না, জানে এক বুবু
তাইতো চাচা সিএমএইচে হইয়া গেল কাবু।
ভং ধইরাও চাচা মিয়া করলো ইলেকশান
মাঝখানে উষ্টা খাইল জি এম কাদের সোনার চান।
চাচা জিতল, চাচী জিতল, জিতল চাটুকার
তাইতো চাচা এইবার হইছে বিরোধী দল @সরকার।
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬
চিরতার রস বলেছেন:
চ্রম ভিটামিন সি ![]()
৯|
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬
লাবনী আক্তার বলেছেন:
![]()
সেরাম হইছে রস সাহেব!
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬
চিরতার রস বলেছেন: মাঝে মাঝে একটু রসিকতা করতে হয় আর কি
১০|
১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
মশিকুর বলেছেন:
সবগুলাই মজার হইছে। হা হা
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১১
চিরতার রস বলেছেন: থ্যাংকু মশিকুর ভাই ![]()
১১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
মামুন রশিদ বলেছেন: হাহাহা, মজার হৈছে!
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১
চিরতার রস বলেছেন:
থ্যাংকু মামুন ভাই
১২|
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০
জনাব মাহাবুব বলেছেন: ছেলেদের জিন্স, শার্ট
নিলে সবই কাড়ি,
সেভটাও করো শুরু
উঠবে গোফ আর দাড়ি। ![]()
নাম, ট্যাব, ফাংশন
প্রেস করি ধীরে,
এন্টারে এলে পরে
বল যায় বেড়ে । ![]()
![]()
চরম হইছে। হাজার হাজার লাইক হবে
১৩|
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০
জনাব মাহাবুব বলেছেন: ছেলেদের জিন্স, শার্ট
নিলে সবই কাড়ি,
সেভটাও করো শুরু
উঠবে গোফ আর দাড়ি। ![]()
নাম, ট্যাব, ফাংশন
প্রেস করি ধীরে,
এন্টারে এলে পরে
বল যায় বেড়ে । ![]()
![]()
চরম হইছে। হাজার হাজার লাইক হবে
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২
চিরতার রস বলেছেন: আমার ব্লগের লাইক বাটনই কাজ করেনা। লাইক দিবেন ক্যামনে ? ![]()
১৪|
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৫
শাকিল ১৭০৫ বলেছেন: হা! হা! মজার হইছে!
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯
চিরতার রস বলেছেন: শাকিল বানান কি শ না স ? ![]()
![]()
![]()
১৫|
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহ! জটিল হইছে রস ভাই!!! বেশ রসালো!!!!!!!
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১১
চিরতার রস বলেছেন: দুঃখ আমার বডিটা আপ্নের মতো রসালো হৈলো না
শরীর রসালো বানানোর কিছু টিপস্ কি হবে দাদা ? ![]()
১৬|
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০২
মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়ে মজা পাইছি ![]()
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২
চিরতার রস বলেছেন: ![]()
![]()
![]()
![]()
১৭|
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪
এহসান সাবির বলেছেন: ব্যাপক বিনুদন...........
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২
চিরতার রস বলেছেন: ৫০০ ট্যাকা দেন তাইলে। ![]()
১৮|
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪
বটবৃক্ষ~ বলেছেন:
হাহহাহ!! অন্নেক মজার হইসে!!!
আমার মিয়াও সবচে কিউট
এত্তোগুলা শিশু, ![]()
বাকি বিলাই আস্তো খবিস
সোফায় করে হিসু
আমার টিংকুরে কিছু কইলেন মুনেহয়!!??
খুব খিয়াল কইরা!!
টীংকু নাইলে আপনার ব্লগে হিসু করে দিবে!! হিহিহি!!
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪
চিরতার রস বলেছেন: টিংকু তো বিলাই সমাজের উদয়মান মডেল। উনাকে নিয়া কি কিছু কইতে পারি ? ![]()
১৯|
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন: াহাহাহ ! সব গুলাই দুর্দান্ত হইছে , আপনি মিয়া আসলেই রসালো
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫
চিরতার রস বলেছেন: সুন্দরীরা এইডা বুঝলনারে মনা ![]()
২০|
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৭
আমিই মিসিরআলি বলেছেন: লাইকটা যে কম পেলে
মরি খুব কষ্টে।
(
(
(
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬
চিরতার রস বলেছেন: ইয়ে মানে আপ্নেও কি চেলিব্রেটি ?
২১|
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৮
দিবা স্বপ্ন বলেছেন: বেসম্ভব রস পোস্ট। রস টুপটুপ কইরা পড়তাছে। অনুকাইব্য পইড়া আমি আনন্দে বিমোহিত হইলাম। লন ভাই.....পোস্টে যোগ লন।
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮
চিরতার রস বলেছেন: রসের অপচয় করা ভালা না। টুপটুপ কইরা যে রসগুলা পড়তাছে সেগুলা বোতলে ভইরা রাখেন। অবসর সময়ে গায়ে মাইখেন ![]()
২২|
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৮
খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯
চিরতার রস বলেছেন: থ্যাংকু ওস্তাদ ![]()
২৩|
১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১০
এ কে এম রেজাউল করিম বলেছেন: আমি কিন্তু হাসতে হাসতে - - - - - - - - - - - - - (মাইনাস)
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯
চিরতার রস বলেছেন: পৃথিবী থাইক্কা আবার মাইনাচ হৈয়া যাইয়েন না আবার ![]()
২৪|
১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:২৪
মন্জুরুল আলম বলেছেন: জট্টিল লাগসে পরমানু কাব্য.....
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২০
চিরতার রস বলেছেন: মন্জু ভাই শুকরিয়া ![]()
২৫|
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: চিরতার রস তিতা কিন্তু আপনার পোস্ট ত মিঠা আর মিঠা।
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২১
চিরতার রস বলেছেন:
![]()
২৬|
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫
এম মশিউর বলেছেন: রস ভাই, আপনার পোস্টে তো রসের ছড়াছড়ি!
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩
চিরতার রস বলেছেন: ভাই আপ্নেরা গুরুগম্ভীর পোস্ট দিয়া মাইনসেরে খালি কান্দান। তাই আমি এক্টু হাসানোর ট্রাই মারলাম আর কি ![]()
২৭|
১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
হাসতেই আছি পোস্ট পড়ে
১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩
চিরতার রস বলেছেন:
![]()
২৮|
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
সায়েম মুন বলেছেন: সেইরাম অবস্থা। হাসতিয়াছি।
১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪
চিরতার রস বলেছেন:
২৯|
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: চরম হইসে
১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩
চিরতার রস বলেছেন: থ্যাংকু রাজকুমার ভাই ![]()
৩০|
২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
শাকিল ১৭০৫ বলেছেন: হওয়ার কথা 'শ' কিন্তু আমি সবজায়গায় ব্যাবহার করি 'স'
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯
চিরতার রস বলেছেন: এইডা কি ইসমার্টনেস নাকি ভাই ? ![]()
![]()
![]()
৩১|
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫
শাকিল ১৭০৫ বলেছেন: না ভাই!! ভুল কইরা আইডি কার্ডে দিয়া লাইছিলাম স
তাই আর কি করার এখন এইডাই দেয়া লাগে সবজায়গায়
২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
চিরতার রস বলেছেন: স ই ইসমার্ট। শ খ্যাত খ্যাত। ভুল হইয়া ভালই হৈচে ![]()
৩২|
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২
শাকিল ১৭০৫ বলেছেন:
০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৭
চিরতার রস বলেছেন: ভ্যা ভ্যা ভ্যা ![]()
৩৩|
০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪১
ইমিনা বলেছেন: হা হা হা ...
হাসি যে থামতেই চায় না।
এরশাদ কাক্কুরটা সেরাম হইছে ।
০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৬
চিরতার রস বলেছেন: আপ্নের হাসি দিয়া বিদ্যুৎ উৎপাদন করা যায় কিনা দেখা উচিত। একটা অফুরান এনার্জি সোর্স
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫
কোবিদ বলেছেন:
মচৎকার!!!