নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh
পোস্ট আপডেট হতে থাকবে.............
আপডেট ৬-
আপনাদের আবারো মনে করিয়ে দিচ্ছি আজকের প্রতিবাদ কর্মসূচিতে সার্বিকভাবে অংশগ্রহণ করার জন্য।
দিন: ২৫/০১/২০১৪, শনিবার, সময়: বিকাল ৪ টা।
স্থান: শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে।
বিসিবির অবস্থানে হতাশ প্রকাশ করেছেন সাবের হোসেন চৌধুরী বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় ও পরিচিত এক মুখ সাবের হোসেন চৌধুরী। ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। তারপরও ক্রিকেটের প্রতি তার ভালোবাসা অফুরান। তার আমলেই ক্রিকেটের কুলীন শ্রেণীর (টেস্ট স্ট্যাটাস) সদস্য হয়েছে বাংলাদেশ। কুলীন শ্রেণীর সদস্য হতে তার ক্রিকেট কূটনীতির অবদানও ছিল বিশাল।
বিস্তারিত জানতে - http://www.bd-pratidin.com/2014/01/25/39832
আপডেট ৫-
সর্বস্তরের মানুষেকে আগামীকালের প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণের আহবান জানানো যাইতেছে।
দিন: ২৫/০১/২০১৪, শনিবার, সময়: বিকাল ৪ টা।
স্থান: শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে।
বিস্তারিত দিকভ্রান্ত*পথিক এর ব্লগে পাবেন। ব্লগ লিংক-
তিন ক্রিকেট বোর্ডের অন্যায্য প্রস্তাবনার বিরুদ্ধে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ - ২৫ জানুয়ারি বিকেল ৪ টা।
কর্মসূচী নিয়ে ফেসবুকে ইভেন্ট তৈরি করা হয়েছে। লিংক-
তিন ক্রিকেট বোর্ডের অন্যায্য প্রস্তাবনার বিরুদ্ধে বিসিবি কার্যালয়ের সামনে প্রতিবাদ।
আপডেট ৪-
ফেসবুকে আর একটি ইভেন্ট চালু করেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। এই ইভেন্টের মাধ্যমে টুইটারে সম্মিলিত প্রতিবাদের একটি আহবান জানানো হয়েছে। যেটি বিশ্ববাসীর নজর কারতে ভূমিকা পালন করবে বলে মনে হচ্ছে। লিংক-
ICC, Please do not split Test Cricket - Save Bangladesh's Cricket
কালকের বিসিবির সভা থেকে এটাই প্রতিয়মান হচ্ছে যে, তারা এখনই কোন সিদ্ধান্ত নিতে পারছেনা। এমনকি এখন কোন প্রকার মন্তব্যও তারা করছেনা। আগের বারের মতই তারা সময় পার করার মতন থিওরিতেই আছে।
আপডেট ৩-
চট্রগ্রামের ক্রিকেটপ্রেমী বন্ধুরা আগামীকাল চট্টগ্রাম প্রেস ক্লাব স্বাধীনতা চত্বরে কর্মসূচী দিয়েছে। এটা নিয়ে ফেসবুকে একটা ইভেন্টও ওপেন করা হয়েছে।
বাংলাদেশের টেস্ট ক্রিকেট ধ্বংসের পায়তারা, চলো রুখে দেই ভারতসহ ওদের ষড়যন্ত্র
আপডেট ২-
ভারতের নতুন নাটক শুরু- প্রয়োজনে আইসিসি ছেড়ে বেরিয়ে আসার কথা ভাবছে ভারত/আনন্দবাজার পত্রিকার রিপোর্ট
আপডেট ১-
খসড়া প্রস্তাব প্রত্যাহারের দাবি দক্ষিণ আফ্রিকার
টেস্টের বাকি সাত দেশ জোটবদ্ধ হোওয়ার আহবান জানিয়েছে ফিকা
মূলপোস্ট
======================
আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলাদেশের ক্রিকেটকে পংগু করে দেওয়ার একটা স্পষ্ট ষড়যন্ত্র চলছে। তাই সময় হয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রূখে দাড়াবার। যারা দেশকে ভালবাসেন, ক্রিকেটকে ভালবাসেন, তাদেরকে অনুরোধ করা হচ্ছে যার যার অবস্থান থেকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। ১৬কোটি মানুষের দাবীকে বিশ্বের দোয়ারে পৌচ্ছে দিতে সকলের অংশগ্রহণ একান্ত কাম্য। আলাদা আলাদাভাবে প্রতিবাদ কর্মসূচীর উদ্দ্যোগ নেওয়ার পাশাপাশি সকল কর্মসূচীকে একই সুতোয় বাঁধার চেষ্টা করে যেতে হবে। আমরা যেসব পদক্ষেপ নিতে পারি তা হলো-
১) সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ, পত্রিকায় বিভিন্ন রকম প্রতিবাদ কর্মসূচী, ইভেন্ট, পেজ ওপেন করতে পারি।
২) দ্রুত কার্যকর ভূমিকা পালন করতে বিসিবিকে খোলা চিঠি, স্মারকলীপি দিতে পারি এবং তাদেরকে বাধ্য করতে পারি।
৩) ইতিমধ্যে যেসকল ইভেন্ট/পেজ তৈরি করা হয়েছে সেগুলো সবার মাঝে প্রতিদিন শেয়ার করতে পারি এবং বন্ধুদের আলাদা আলাদাভাবে ইনভাইট করতে পারি অংশ নেওয়ার জন্য।
৪) জনমত তৈরি করে রাজপথে অবস্থান নিতে পারি (যদি প্রয়োজন পড়ে)
তাই আর দেরি না করে এই মুহুর্ত হতেই সকল ক্রিকেটপ্রেমী ভালবোনদেরকে তাদের নিজ নিজ অবস্থান থেকেই পদক্ষেপ গ্রহণের আহবান জানাচ্ছি। ইতিমধ্যে যেসকল পেজ এবং ইভেন্ট তৈরি করা হয়েছে সেগুলো এই ব্লগে শেয়ার করতে থাকুন। যেসব ইভেন্টে, পেজে ব্যাপক সাড়া পাওয়া যাবে যেগুলোতে সবাইকে জয়েন করতে বলা হবে। বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র যে মেনে নেয়া হবেনা তা সবাইকে বুঝিয়ে দিতে হবে আমাদের সকলের সম্মিলিত প্রতিবাদের মাধ্যমে। আমাদের মনে রাখতে হবে আমাদের নিস্কৃয়তার ফলেই কিন্তু আমাদের ক্রিকেটের উপড় নেমে আসতে পারে কালো অন্ধকার যা আগামী এক যুগেও দূর করা যাবেনা। কেননা ষড়যন্ত্রকারীরা আগামী এক দশকের প্লান করে বসে আছে।
সবাইকে বিভিন্ন রকম আইডিয়া শেয়ার করতে আহবান জানানো হচ্ছে। সকলের মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
যে চার দফা দাবি নিয়ে সঙ্ঘাত
১) আইসিসি-র আয় থেকে ভারতকে আরও বেশি ভাগ দিতে হবে।
২) আইসিসি প্রেসিডেন্ট পদের পাশাপাশি চেয়ারম্যানের পদ তৈরি করতে হবে।
৩) তিন বছর অন্তর ভারতে কোনও আইসিসি টুর্নামেন্ট দিতে হবে।
৪) ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে অনেক বেশি ক্ষমতা দিতে হবে বাকিদের তুলনায়।
কি আছে খসড়া প্রস্তাবে এবং কি হবে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ভাগ্যে যদি এই প্রস্তাব গৃহিত হয় ?
মাহমুদুল হাসান কায়রোর ব্লগ হতেও বিস্তারিত তথ্য পাবেন। লিংক-
জেনে নিন ক্রিকেট বিশ্বে চলমান সংকট কি এবং কেন? এবং এর সাথে ভারতের কি কি স্বার্থ বিদ্যমান।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬
চিরতার রস বলেছেন: বোর্ডের এখনো অনেক কিছু করার আছে। কিন্তু তাদের তেমন একটা তোড়জোর দেখছিনা। তাই আমাদের উচিত হবে বোর্ডকে চাপ প্রয়োগ করে দাবি আদায় করা। ১০টি পূর্ণ সদস্য দেশের মাত্র ৩জনের দাবি তো মেনে নেওয়ার মত নয়। ক্রিকেটবোর্ড বাকি দেশগুলোর সাথেও যোগাযোগ করে একটা ইউনিটি করতে পারে। দক্ষিণ আফ্রিকাতো অলরেডি এই খসড়া প্রস্তাব নাকচ করে দিয়েছে।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২
Eisenheim বলেছেন: আমাদের উচিত হবে বোর্ডকে চাপ দেয়া, যেনো তারা আনুষ্ঠানিকভাবে আইসিসিতে এই ব্যাপারে প্রতিবাদ জানায় আর এর বিপক্ষে অবস্থান ধরে রাখে।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮
চিরতার রস বলেছেন: সেটাই। কিভাবে বোর্ডকে চাপ দিতে হবে এবং আমাদের করনীয় কি হবে সেটা নিয়েই সকলের অংশগ্রহণ এবং মতামত আশা করছি।
আজকের মধ্যেই আমাদের উচিত হবে দেশবাসীর অবস্থান বোর্ডকে পরিষ্কার করে দেওয়া।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬
একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে ভারত। আমাদের সরকার ভারতের বিরুদ্ধে কিছু বলার সম্ভাবনা শতকরা শূন্য ভাগ। ভয়ে আছি সরকার না আবার দাদাদের সমর্থন দিয়ে বসে। যা করার ক্রিকেট প্রেমীদেরকেই করতে হবে। রাজনীতি যার যার ক্রিকেট আমাদের সবার।
সামু কতৃপক্ষকে এই বিষয় নিয়ে একটি পোস্ট স্টিকি করার জোর দাবী জানাচ্ছি।
ভারত সবসময় টাইগারদের অপমান করেছে। একটার পর একটা ষড়যন্ত্র করেই যাচ্ছে। সর্বশেষ আমাদের ক্রিকটকে ধ্বংষ করার যে জাল তারা বুনেছে সে ষড়যন্ত্র রুখতেই হবে। এরা কিছুদিন আগে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির দোহায় দিয়ে টি-২০ বিশ্বকাপ এর আয়োজন তাদের ওখানে করতে চেয়েছিলো। এখন চাচ্ছে টাইগারদের টেস্ট স্ট্যাটাস কেড়ে নিতে।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬
চিরতার রস বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। পরবর্তী কার্যক্রমে পাশে থাকার অনুরোধ জানানো যাচ্ছে।
বিভিন্ন ইভেন্ট, খবরাখবর শেয়ার করার আহবান জানানো যাচ্ছে।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১
লাবনী আক্তার বলেছেন:
পোস্টটা স্টিকি করা উচিত।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩
চিরতার রস বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ। পোস্ট স্টিকি বা নির্বাচিত হোক না হোক আমাদের প্রতিবাদ করে যেতে হবে। সবগুলো অনলাইন প্লাটফ্রমকেই আমাদের ইউজ করতে হবে। গড়ে তুলতে হবে জনমত।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩
একাকী বাংলাদেশি বলেছেন: ভাই মাইন্ড কইরেননা প্লীজ। কিন্তু সত্যি কথা হইলো এই ভারতমাতা'কে যতখন পর্যন্ত না পঙ্গু করা যাবে ততখন এরকম নানা দিক থেকে ষড়যন্ত্র চলতেই থাকবে।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬
চিরতার রস বলেছেন: মাইন্ড করার কিছু নাই। বন্ধুপ্রতীম দেশ (!!!) এর বর্তমান কার্যকলাপ আমাদের সাধারণ পাবলিকদের যথেষ্ট ভাবিয়ে তুলেছে। তার থেকে বেশি মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে আমাদের বাঙালীমুখোশ ধারী বেঈমানদের কার্যকলাপ।
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২
শরৎ চৌধুরী বলেছেন: পঙ্গু, হবে।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২০
চিরতার রস বলেছেন: সরি, ঠিক করে দিচ্ছি। বাংলায় কিঞ্চিৎ কাঁচা
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪
ফিলিংস বলেছেন: অবশ্য্ই এব্যাপারে আমাদের সোচ্চার হওয়া উচৎ। ভা্ই একটা অনুরোধ-দয়া করে এটিকে রাজনিতী মুক্ত রেখে শোচ্চার হউন। ক্রিকট ভালোবাসি আমরা খেলি আমরা, তাহলে কেন সরকারের জন্য বসে থা কা। একবার যদি এ ধরনের নিয়ম চালু হয়েযাই, সরকার পতন করেও আর ফিরিয়ে আনা যাবেনা। তা্ই দল মত নির্বিশেষে সবই মিলে এগিয়ে যাওয়া উচিৎ। অবারও অনুরোধ আমাদের নোংরা রাজনিতী এর গায়ে যেন না লাগে সেব্যাপারে সচেতন থাকবেন।
সামু কতৃপক্ষকে এই বিষয় নিয়ে একটি পোস্ট স্টিকি করার জোর দাবী জানাচ্ছি।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯
চিরতার রস বলেছেন: দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। এই পোস্টে কেউ রাজনীতি জড়াতে চাইলে তার পশ্চাৎদেশ দিয়া রাজনীতি ঢুকিয়ে দেয়া হবে। ক্রিকেট নিয়ে কোন রাজনীতি না। অন্যান্য বিষয়ে যথেষ্ট ছাড় দেয়া হয়েছে। ক্রিকেট আমাদের গৌরব। বিশ্বের দরবারে এই একটি জিনিসই আমাদেরকে অন্যন্য স্থানে নিয়ে গেছে। তাই এটাকে আমাদের যে কোন মূল্যে রক্ষা করতে হবে।
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১
ক্যাচালবাজ বলেছেন: দলবাজি নয় এখন দেশবাজির সময়, আমাদের অস্তীত্ব নিয়ে আপোষের সুযোগ কই?
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭
চিরতার রস বলেছেন: ক্রিকেটের স্বার্থে দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে। ভেদাভেদের সুযোগ নেই।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭
চিরতার রস বলেছেন: ক্রিকেটের স্বার্থে দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে। ভেদাভেদের সুযোগ নেই।
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: রাজপথে নামতে হবে কীবোর্ড এ ঝড় তোলা যথেষ্ট হবেনা! বিসিবিকে শক্তিশালী ভাবে এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে অন্য দেশগুলোর সাথে জোট হতে আমরা আহবান জানাতে পারি!
রাজপথে মানব বন্ধনের আগে সচেতনতা বাড়ানোর জন্য চমৎকার পোস্ট টি স্টিকি করা উচিৎ! সময় খুব কম। ফেসবুক ইভেন্ট হোক, আর সেখানে সব লিখা ইংরেজীতে করলে ভালো হয় কেননা ব্যাপারটা আন্তর্জাতিক!!!
২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১
চিরতার রস বলেছেন: ধন্যবাদ অভি। মনে হয় তেমনটি না করলে আর হচ্ছেনা। বিসিবির ভূমিকা যথেষ্টই অপরিষ্কার।
ইভেন্ট চালু করো। দরকার হলে সবগুলো পোস্টের ইংরেজি ভার্সন দেওয়া হবে। আর আন্দর্জাতিক পত্রপত্রিকারও নজর লাভের দরকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮
পদ্মা নদী বলেছেন: পোস্টটা স্টিকি করা উচিত।
ক্রিকেটের স্বার্থে দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে।
২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৪
চিরতার রস বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ। নিজ নিজ অবস্থান থেকে ঐক্যমত গড়ে তুলুন।
১১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাথে আছি। প্রতিবাদ চলুক রাজপথে, প্রতিবাদ চলুন অনলাইনে।
এই ধরনের নিম্নমানের গাঁজাখুঁচি সিদ্ধান্তের প্রতিবাদ জানাই।
২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬
চিরতার রস বলেছেন: ধন্যবাদ কাভা ভাই। আজকের মধ্যেই অনলাইনে আমাদের আন্দোলন ছড়িয়ে দিতে হবে। বিসিবির সভা আশানুরূপ না হলে রাজপথই হবে আমাদের ভরসা।
১২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বাংলাদেশের ক্রিকেটকে পঙ্গু করার চলমান ষড়যন্ত্র রুখতেই হবে।
২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮
চিরতার রস বলেছেন: সময় কিন্তু বেশি নেই।
১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমার একটা প্রস্তাব আছে যদি মানা যায় তবে ফল ভাল হবে।
প্রস্তাবটি হলো:
এই তিন নব্য ‘জমিদার’ ব্যাতিত বাকি সমস্ত দেশ যদি আইপিএল বয়কট করতে পারে তাহলে ইন্ডিয়ার তেল কমে যাবে। তখন বাকিদের ফালাফালি ও বন্ধ হয়ে যাবে, ফর শিউর।
২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯
চিরতার রস বলেছেন: ভারত নাকি অভিমান করে বলেছে তাদের দাবী না মানলে তারা আইসিসি থেকে বের হয়ে যাবে। হোয়াট এ জোক।
এখনও যথেষ্ট সুযোগ রয়েছে বাকি ৭টি দেশের ক্রিকেটবোর্ডের সাথে কথাবার্তা বলে একটি জোড় নিন্দা প্রস্তাব পেশ করার । দেখা যাক আমাদের ক্রিকেট বোর্ড কি উদ্যোগ নেয়। কালকেই তাদের মতিগতি বোঝা যাবে। আমাদেরও প্রস্তুত থাকতে হবে অন্যায় আবদারের বিরুদ্ধে রুখে দাড়াবার জন্য।
১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০
মো: ইলিয়াস বলেছেন: নতুন আই-সি-সি গড়তে চাই
ফেসবুকের এই পেজটা চালানোর জন্য নতুন এডমিন চাই।
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রতিবাদে আসুন রাজপথে নামি।
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪
চিরতার রস বলেছেন: সেটাই এখন একমাত্র উপায়। বিসিবির ভূমিকা যথেষ্ট প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে।
১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
সোজা কথা বলেছেন: আমাদের দেশের ক্রিকেটকে পঙ্গু করার হীন মানসিকতা যারা পোষণ করে সেইসব বাংলী বেঈমানদের পঙ্গু করে ফেলা উচিত।এরা সম্পূর্ণভাবেই দেশদ্রোহী।যাহোক সবধরনের প্রতিবাদে সমর্থন জানাই আর পাশে থাকার ইচ্ছা পোষণ করি।
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮
চিরতার রস বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য। আশাকরি সর্বজনীন কর্মসূচীতে আপনাদের পাশে পাবো।
১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
রন৬৬৬ বলেছেন: Latest news: Cricket New Zealand already joined with Aus, Eng & Ind. So, there are 6 countries remained. Don't expect any good decision from Bangladesh Cricket Board. They are bunch of donkeys and full of corrupted people. Corruption is wide spread. Bangladesh Cricket Board (mean minded people) is not in a position to take side against Indian Cricket Board. That's not going to happen.
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯
চিরতার রস বলেছেন: আমাদের কি করা উচিত বলে মনে করেন ? সকলের মতামত আহবান করা হচ্ছে।
১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২
*কুনোব্যাঙ* বলেছেন: যদিও ক্রিকেট আমার পছন্দের খেলা হয় তবও খেলাটাকে ভালোবাসি কারণ এই একমাত্র খেলা যেটা নিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে নিজেকে গৌরবের সাথে উপস্থাপন করতে পারে। বিশ্ব দরবারে সগৌরবে বাংলাদেশের পতাকা উত্তোলনের একমাত্র পথটিও বন্ধ হওয়ার পথে
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫০
চিরতার রস বলেছেন: বিসিবির সভা সমাবেসের চিত্র দেইখা তো মনে হইতাছে তারা ভারতের আবদার আন্তরিকতার সাথেই গ্রহণ করতে প্রস্তুত
১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
মামুন রশিদ বলেছেন: জনমতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাবেনা বলেই বিশ্বাস করি । তবু তাদের ঝিম মেরে থাকাটা মোটেই পছন্দ হচ্ছে না ।
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫২
চিরতার রস বলেছেন: শুধুতো ঝিম মেরে আছে না। তারা খুব খোশমেজাজেই আছে। তাদের কথাবার্তায় কোন টেনশন নাই। যেন ভারত একটা লাভজনক প্রস্তাব দিয়েছে। আর তারা এটা গ্রহণ করতে খুবই আগ্রহী
২০| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
একজন ঘূণপোকা বলেছেন: বাল জাগরন কই, এখন একটু ইন্ডিয়ান দূতাবাসটা ঘেরাও করে দেখাক না। নাকি ভাসুরের নাম নিতে লজ্জা লাগে
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩
চিরতার রস বলেছেন: দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ কাম্য। কোন দলীয় স্বার্থে দেশের যারা বারটা বাজায় তাদের দেশত্যাগ করা উচিত।
২১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৮
বোধহীন স্বপ্ন বলেছেন: এখনি প্রতিবাদ জানানো উচিৎ।
.......পোস্ট স্টিকি করা হোক.....
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫
চিরতার রস বলেছেন: প্রতিবাদ তুমুল আকার ধারণ করেছে অনলাইন দুনিয়ায়। কিন্তু সেগুলোকে এক সুতোয় বাঁধতে হবে আরকি।
২২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২
দিবা স্বপ্ন বলেছেন: এই ধরনের একটি পোস্টের খুব প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। বিসিবির কাছে চাওয়া থাকবে তারা যেন ভারতমাতার কাছে নিজেদের স্বার্থ বিলিয়ে না দেয়। কোন ভাবেই এই প্রস্তাব সমর্থন করা তো যাবেই না, এমনকি নিরব না থেকে এই প্রস্তাবের বিরুদ্ধে জোর গলায় কথা বলতে হবে। দরকার হলে ঐ তিন জমিদারদের বাদ দিয়ে আলাদা কোন জোট গঠন করা যায় কিনা তাও খতিয়ে দেখতে হবে।
পোস্টটিকে স্টিকি করার দাবী জানাচ্ছি।
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
চিরতার রস বলেছেন: ধন্যবাদ দিবা স্বপ্ন আপনার গঠনমূলক মতামতের জন্য। বিসিবির আচরণ আমাদের সবাইকে আশাহত করেছে। এখন তাদেরকে দাবী আদায়ে বাধ্য করা হবে।
২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪
তন্দ্রা বিলাস বলেছেন: আমাদের রাস্তায় নামতে হবে।
ক্রিকেট আমাদের আবেগ, আমাদের ভালবাসা। আমরা যে কত ক্রিকেট পাগল তা শুধু আমরাই জানি। একটি খেলা কে কেন্দ্র করে আমাদের দেশের সকল মানুষ দল মত নির্বিশেষে একাকার হয়ে যায়। আমার বাবা পড়াশোনা জানে না তারপরেও দেশের খেলা হলেই আর টিভি সেটের সামনে থেকে নড়েন না বার বার জিজ্ঞাস করেন কত রান, কত রান? আমাদের এই আবেগ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। আসুন আমরা সবাই যে যার স্থান থেকে এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলি।
জয় আমাদের হবেই। ইনশাআল্লাহ।
২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭
চিরতার রস বলেছেন: সুচিন্তিত মতামতের ধন্যবাদ তন্দ্রা বিলাস। আমাদের ভয়তো এখন আমাদের নিজেদেরকে নিয়েই। বিসিবির ভূমিকা যথেষ্ট অস্পষ্ট এবং অপরিপক্ক।
২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
রহস্যময় ফয়সাল বলেছেন: পোস্টটা এই সময় খুব দরকাছিল, স্টিকি হোক 8-)
২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
রহস্যময় ফয়সাল বলেছেন: পোস্টটা এই সময় খুব দরকার ছিল, স্টিকি হোক 8-)
২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮
চিরতার রস বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ। নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করুন।
২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
মাহমুদ০০৭ বলেছেন: ভারত এমন একটা বন্ধু দেশ যেই দেশে এখনো বাংলাদেশ খেলার সুযোগ পায়নি ।
আর আইসিসি যে কত বড় মেরুদণ্ডহীন একটা প্রতিষ্ঠান এই ঘটনাতেই প্রমাণ হয় । কেমন করে এমন একটা প্রস্তাব তোলার সাহস করা হয় ?
মুখে মুখে তাদের বিশ্বায়নের বুলি । আইসিসির কুরসিতে বসা এই সব অস্ট্রেলিয়া , ইংল্যান্ড , ভারতের কুতুব রা খুব আন্তরিকতার সাথেই চায় না
অন্য কোন দেশ উঠে আসুক । এক চীনকে নিয়ে তাদের যত মাতামাতি , অন্য কোন দেশের জন্য তাদের ছিটেফোঁটাও দেখা যায় না । উপযুক্ত পরিকল্পনা নিলে আজ আমরা আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকটা দেশ কে দেখতে পেতাম ।
আজকের বাংলাদেশ কিন্তু খেলে খেলেই তৈরি হয়েছে । এবং আজ আমরা একটা পর্যায়ে গেছি এই ক্রমাগত খেলে যাওয়ার সুযোগ পাওয়ার কারণেই । দুঃখের বিষয় যখনই আমাদের আরো ভাল করার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল ,
তখনই খেলার সুযোগটাও গেল কমে ।
আজকে আয়ারল্যান্ড , কেনিয়া , আফগানিস্থান দের উপযুক্ত সুযোগ দেয়া হোক , ওদের কপালে পরাজয়ের তিলক পড়তে বেশিদিন দেরি হবে না ।
যা হোক , এ ইস্যুকে আমাদের খুব ভালভাবেই ডিল করতে হবে । শুধু আমাদের জন্য নয় , আজ আমরা নন টেস্ট প্লেয়িং দেশগুলার বাতিঘর এটাও আমাদের উপলব্ধি করতে হবে । ভবিষ্যত প্রতিবন্ধকতার যে সব পথ - যা আমরা দেখছি
, অনুমান করতে পারছি , তার জন্য এখন থেকেই ব্যবস্থা নেয়া হোক ।
সময়উপযোগী পোস্ট দেবার জন্য চিরতা ভাইকে ধন্যবাদ ।
ভাল থাকুন ভাই ।
২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯
চিরতার রস বলেছেন: সুন্দর গোছানো একটি বক্তব্যের জন্য ধন্যবাদ মাহমুদ ভাই। ভয় এখন নিজেদের লোকদের নিয়েই। বিসিবি কি করতে চাচ্ছে কিছু বলতে পারেন ??????
২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৮
*কুনোব্যাঙ* বলেছেন: আগের কমেন্টে দেখি বানান ভুল হইসে
*কুনোব্যাঙ* বলেছেন: যদিও ক্রিকেট আমার পছন্দের খেলা নয় তবুও
এটা হবে
২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯
চিরতার রস বলেছেন: হুমম। বুঝতে পারছিলাম।
২৮| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৫
সাইলেন্স বলেছেন:
২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০
চিরতার রস বলেছেন: খাইয়া ফালাইলেই তো সমাধান না। খারাপ জিনিস হজম করতে কষ্ট হয়
২৯| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৫
জেরিফ বলেছেন: সাথে আছি , থাকবো
২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২
চিরতার রস বলেছেন: ধন্যবাদ জেরিফ। পারলে একটা ইভেন্ট তৈরি করুন। যেটা বিশ্বের সবার চোখেই পড়ে। প্রতিবাদটা যেন সার্বিকরূপ লাভ করে। আমি আজ একটু নেটের বাইরে বাইরে থাকবে। তানা হলে আমিই ওপেন করতাম। পোস্টটা ফলোআপ করার জন্য অনুরোধ করা হলো।
৩০| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৪
বেঈমান আমি. বলেছেন: ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া তিন দল মিলে কিছু করতে পারবে না।এত টেনশান করার কিছু নাই।
২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭
চিরতার রস বলেছেন: ভাই ভারত হচ্ছে করাপটেড একটা দেশ, করাপটেড একটা জাতি। এরা অন্যকেও করাপটড্ করতে ভালই জানে। ভবিষ্যতে ভুড়ি ভুড়ি টাকা কামানোর লোভে এখন তারা যে কিছু পয়সাপাতি অন্য দেশের ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের খাওয়াবেনা তার তো কোন গ্যারান্টি নাই, তাইনা। দেখা গেল আসল জায়গায় গিয়াই সবাই ভারতের প্রস্তাবের সমর্থন দিল। কিচ্ছা কাহিনী বানানো তো আর কঠিন না। এটাই এখন ট্রু ফ্যাক্ট হয়ে গেছে। এখন খারাপ জিনিসগুলো খারাপ লোকেরা খুব সহজেই করে ফেলতে পারছে। কিন্তু একটা ভাল কাজ করতে অনেক কষ্ট পোহাতে হয়। আর সবাইকে পাওয়াও যায়না।
৩১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৮
এহসান সাবির বলেছেন: বাংলাদেশের ক্রিকেটকে পঙ্গু করার চলমান ষড়যন্ত্র রুখতেই হবে। সাথে আছি।
২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭
চিরতার রস বলেছেন: ধন্যবাদ সাবির ভাই। সময় থাকতেই কিছু করতে হবে। পরে কান্নাকাটি করে লাভ নেই
৩২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮
ইসতিয়াক অয়ন বলেছেন: পোস্টটিকে স্টিকি করার দাবী জানাচ্ছি।
২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮
চিরতার রস বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ অয়ন। নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানান।
৩৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: একটি দেশের কোটি কোটি জনগনের আবেগ নিয়ে খেলার ওই তিন দেশের বা আইসিসির কোন অধিকার নেই । ক্রিকেট আমাদের আবেগ,আনন্দ ও প্রেরণা। ক্রিকেট নিয়েই আমরা যা স্বপ্ন দেখি।
আর ভারত, অস্টেলিয়া ও ইংল্যান্ড এর বিরুদ্ধে বাকি সাত দেশ রুখে দাড়াবে আমার মনে হয়। এটা বিশ্ব ক্রিকেট ধংস্ব করার একটা পরিকল্পণা।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২
চিরতার রস বলেছেন: অনেক গেমই হচ্ছে। দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়...
৩৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: আসলে বাংলাদেশকে অনেক কিছু দিয়ে ক্রিকেট।সুতরাং আমাদের ক্রিকেটের স্বার্থে কাজ করা উচিৎ।দারুণ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
ক্রিকেটকে রাঘব বোয়ালদের হাত থেকে রক্ষা করতে হবে।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩
চিরতার রস বলেছেন: হুমম। ঠিক বলেছেন সেলিম ভাই। ধন্যবাদ মতামতের জন্য।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪
কিছু বলার বাকি বলেছেন: অাগামীকাল বিসিবির মিটিং তাই চলুন আমরা সবাই যারা ক্রিকেট প্রেমী আছি তারা বোর্ডের সামনে সোচ্চার হই কেননা সিদ্ধান্ত নেওয়ার আগে এর বিরুদ্ধে জনগনের যে দাবী তাদের অবশ্যই জানাতে হবে ।