নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি ভাল'র দলে

গালিগালাজ ও ক্যাচালমুক্ত ব্লগ

চিরতার রস

ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh

চিরতার রস › বিস্তারিত পোস্টঃ

◙ ঈশপের গল্প ◙ আধুনিক ভার্সন ◙ পর্ব ১

১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:২৩

শিয়াল ও কাক







এক কাক এক টুকরো মাংস চুরি করে এক উঁচু গাছের ডালে গিয়ে বসল। মাংসের টুকরোটা তার দু’ ঠোঁটের মাঝখানে ধরা। এই সময় এক শেয়াল তাকে দেখতে পেয়ে এক শয়তানী ফন্দী আঁটল। উদ্দেশ্য, ঐ মাংসের টুকরোটা হাতিয়ে নেওয়া।



কাককে উদ্দেশ্য করে আফসোস করার ভঙ্গি করে বলতে লাগলো- "ইস কি সুন্দর তোমার চেহারা, খাড়া ঠোট, চকচকে কালো গায়ের রং। ব্লাক ডায়মন্ড বললেও যেন ভুল হবেনা। কিন্তু আফসোস, ফেসবুকে তোমার কোন একাউন্ট নাই। থাকলে আমার মতও তুমি সেলফি তুলে আপলোড করতে পারতে। কিন্তু কি আর করবে তোমার তো আর স্মার্টফোন নেই যে সেলফি তুলে আমার মতো আপলোড করবে। এক কাজ করতে পারো। নিচে আসো। আমার ফোন দিয়ে দুইজনে মিলে একটা সেলফি তুলে আমার আইডিতে শেয়ার করে দিচ্ছি। এরপর তোমাকে একটা আইডি ওপেন করে দিয়ে প্রমোট করে দিচ্ছি। দেখবে চোখের পলকেই তোমার হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে। আর চাইলে তুমি মাঝে মাঝে এসে আমার সেট থেকেই নটিফিকেশন চেক করতে পারবে। স্ট্যাটাসও দিতে পারবে। আমি মাইন্ড করবো না।"



এতোক্ষণ ধরে কাক শিয়ালের কথা শুনে রাগে ফোস ফোস করতেছিল। শালার কোথাকার কোন শিয়ালের কত বড় সাহস ! আমাকে এইভাবে অপমান করে? কাক তার পকেট থেকে তার নকিয়া লুমিয়া ৭২০ সেটখানা বের করে শিয়ালকে দেখিয়ে বললে লাগলো- "ওরে বেক্কল শিয়াল, এই যুগে কি কারো কাছে স্মার্টফোন না থাকে? এই দেখ আমিও স্মার্টফোন চালাই। আর আমিও সেই ২০০৮ থাইক্কা ফেসবুক ইউজাই। আমার ফলোয়ারের সংখ্যা কত জানো চান্দু ? ৫০হাজার !!! আর তুমি আইছো আমারে ফেসবুক শিখাতে !!"



শিয়ালকে কথাগুলি শুনিয়ে কাক খুব মজা পেল। কিন্তু কখন যে তার ঠোঁট থেকে মাংসের টুকরাটা নিচে পড়ে গেছে সেটা সে খেয়ালই করেনি। শিয়াল মাংসের টুকরাটা নিজের কব্জায় নিয়ে তাচ্ছিল্য ভরে বলতে লাগলো- "ওরে বোকা কাক, তোর স্মার্টফোন থাকতে পারে, ফেসবুকে হাজারও ফলোয়ার থাকতে পারে, কিন্তু তুই নিজে একটুও স্মার্ট না। একটা হাদারাম মাত্র। হাহাহা !!!"



বলেই শিয়াল মাংসের টুকরা মুখে নিয়ে বনের ভেতরে চলে গেলো।



আধুনিক মোরালঃ স্মার্টফোন থাকলেই স্মার্ট হওয়া যায় না।



শিয়াল ও চিতাবাঘ







এক শেয়াল আর এক চিতাবাঘের মধ্যে তর্ক চলছিল কে বেশী সুন্দর তাই নিয়ে। চিতাবাঘ তার গায়ের একটার পর একটা বাহারী ছবির মত দাগ দেখিয়ে প্রমাণ করতে লাগলো সে দেখতে কত সুন্দর। শেয়ালকে সে বলতে লাগলে- "তুমি জানো আমার ফটোতে কয়টা করে লাইক পড়ে? সে সম্পর্কে তোমার কোন ধারনাই নাই।"



শিয়াল বললো- "আমিতো কোন ফটোই আপলোড করিনা। আমার লেখা রোমান্টিক গল্প আর কবিতা পড়েই শিয়ালীরা আমার প্রেমে পড়ে যায়। ওরে সুদর্শন চিতাবাঘ, শুধু সুন্দর চেহারা থাকলেই প্রেম করা যায়না। ভেতরে রোমান্স থাকতে হয়রে পাগলা। আমিতো জানি, তুই এই পর্যন্ত একটাও প্রেম করতে পারিস নাই। আর আমার পিছে শিয়ালীদের লাইন লেগে থাকে।"







শিয়ালের কথা শুনে চিতাবাঘের মনটাই খারাপ হয়ে গেলো। সত্যিই তো সে এ পর্যন্ত একটা প্রেমও করতে পারলোনা। আর ওর চোখের সামনে দেখিয়ে দেখিয়ে একটার পর একটা প্রেম করে যাচ্ছে শিয়াল।



চিতাবাঘকে তার স্মার্টফোনে একটি সুন্দরী শিয়ালীর ছবি দেখিয়ে শিয়াল বলতে লাগলো- "এই দেখ এর নাম নায়লা। আজ ওর সাথে ফাস্ট ডেটিংয়ে যাচ্ছি। দোয়া রাখিস।"



বলেই শিয়াল নায়লাকে রিপ্লাই করলে- " সো, তাহলে আজ দেখা হচ্ছে?"



আধুনিক মোরালঃ ফেসবুকে সুন্দর ছবি আপলোড করলেই প্রেম করা যায়না।

মন্তব্য ৫৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাাহা।

১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৪

চিরতার রস বলেছেন: ;) ;)

২| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৪

দালাল০০৭০০৭ বলেছেন: খারাপ লাগে নাই

১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৫

চিরতার রস বলেছেন: শুনে ভাল লাগলো যে খারাপ লাগে নাই ;)

৩| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার নাম দেইখা লগইন করলাম। সিরাম হইছে। আরও দেন কয়েকটা। জটিল +++++ লন।

১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৭

চিরতার রস বলেছেন: অনেক ধন্যবাদ কষ্ট করে লগিন করার জন্য ইভান ভাই। আশা রাখছি পর্বটা চালিয়ে যাব।

ধন্যবাদ।

৪| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৪২

রহস্যময়ী কন্যা বলেছেন: নায়লা শেয়ালের জি এফ??
করেছেন কি!!!!
=p~ =p~ =p~

১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৯

চিরতার রস বলেছেন: নাম নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না আপু ;) ;) ;)

মুগলি নামের কার্টুনে সুন্দরী নায়লা/লায়লা নামে একটা শিয়ালী ক্যারেকটার ছিলো। ওইখান থেকেই নামটা দিয়েছি।

৫| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৩

সোহানী বলেছেন: অসাধারন !!!!!!!!!!!!!

১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৯

চিরতার রস বলেছেন: ধন্যবাদ সোহানী। ভাল থাকবেন।

৬| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:৪০

শ্রাবণধারা বলেছেন: "ওরে বেক্কল শিয়াল, এই যুগে কি কারো কাছে স্মার্টফোন না থাকে? এই দেখ আমিও স্মার্টফোন চালাই। আর আমিও সেই ২০০৮ থাইক্কা ফেসবুক ইউজাই। আমার ফলোয়ারের সংখ্যা কত জানো চান্দু ? ৫০হাজার !!! আর তুমি আইছো আমারে ফেসবুক শিখাতে !!"

দূর্দান্ত হইছে বস, চালায়ে যান...........।

১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৪১

চিরতার রস বলেছেন: ধন্যবাদ শ্রাবণধারা। চলবে ইনশাল্লাহ :)

৭| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:৪২

স্বপ্নছায় বলেছেন: :) ;) :) ;)

১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৪২

চিরতার রস বলেছেন: ;) ;) :) :)

৮| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: :) :) :)

১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৪২

চিরতার রস বলেছেন: খিক খিক। অভি ভালাচ?

৯| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:১১

মামুন রশিদ বলেছেন: হেহে, দারুণ দারুণ !!

১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৪২

চিরতার রস বলেছেন: হি হি। থাংকু থাংকু :)

১০| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:২১

নিজাম বলেছেন: ধন্যবাদ নীতিবাক্য গল্প আধুনিকায়নের জন্য।

১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৪৩

চিরতার রস বলেছেন: পড়ার জন্য থাংকু নিজাম ভাই।

১১| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:১৩

জেরিফ বলেছেন: মোরালঃ গল্প পড়ে হাস্তেই আছি ।


চমৎকার হইছে

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:০৭

চিরতার রস বলেছেন: ধন্যবাদ জেরিফ খান :)

১২| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:৪০

মতিন রহমান বলেছেন: মজা পাইলাম

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:০৮

চিরতার রস বলেছেন: :) শুনে ভাল্লাগলো।

১৩| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৭

“অন্ধ নিরাঙ্গম” বলেছেন: =p~ =p~ =p~

+++++++

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:০৯

চিরতার রস বলেছেন: =p~=p~=p~=p~

১৪| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: স্মার্টফোন থাকলেই স্মার্ট হওয়া যায় না।

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:০৯

চিরতার রস বলেছেন: কথা কিন্তু সত্য =p~ =p~ =p~

১৫| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

ফা হিম বলেছেন: B-)) B-)) B-)) B-))

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:১০

চিরতার রস বলেছেন: =p~ =p~ =p~

১৬| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নে একটা জিনিস ।
আর নাম দিছেন চিরতা ।
চিনির সিরা নাম দেন মিয়া ।
হাসতে হাসতে শেষ । B-) B-) :D

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:১১

চিরতার রস বলেছেন: =p~ =p~ =p~
তাহলে তো আবার আকীকা দিতে হয়।

১৭| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০০

নীদ্রাহীন বলেছেন:
ঠিক =p~ =p~ =p~

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:১১

চিরতার রস বলেছেন: =p~

১৮| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০২

সানড্যান্স বলেছেন: দারুণ হইছে!!! সিকুয়েল এর অপেক্ষা রইল!!

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:১২

চিরতার রস বলেছেন: থ্যাংকু ভাই। হুম চলবে ইনশাল্লাহ।

১৯| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: =p~ =p~ =p~

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:১২

চিরতার রস বলেছেন: ;) ;)

২০| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

জনাব মাহাবুব বলেছেন:
সেইরাম হইছে।


বিঃদ্রঃ এই পোষ্ট পড়লে হাসবেন না পড়লে পস্তাইবেন ;) ;) ;) ;)

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:১৩

চিরতার রস বলেছেন: বিঃদ্রঃ এই পোষ্ট পড়লে হাসবেন না পড়লে পস্তাইবেন

:) :) :)

২১| ১৫ ই মে, ২০১৪ রাত ৮:৩৪

শুঁটকি মাছ বলেছেন: খুবই সময়োপযোগী ঈশপের গল্প হইছে! :)

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:১৪

চিরতার রস বলেছেন: পড়ার জন্য থ্যাংকু আপি।

২২| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: =p~ =p~ =p~

দুটি মোরালই যুতসই হয়েছে ব্রাতা...

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:১৪

চিরতার রস বলেছেন: বাচ্চাদের মোরালগুলি শিখাতে ভুইলেন না যেন ;)

২৩| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:৩২

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:১৫

চিরতার রস বলেছেন: পেলাচ লইলাম :)

২৪| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:২১

সুইট এঞ্জেল বলেছেন: উফ আই লাইক ইট।

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:১৬

চিরতার রস বলেছেন: থ্যাংকু পিচ্চি সুইটি ;)

২৫| ১৬ ই মে, ২০১৪ রাত ২:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: জটিল আধুনিক ইশপীয় আর তার জটিল মোরাল =p~

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:১৭

চিরতার রস বলেছেন: হেহেহে ;) ;)

২৬| ১৬ ই মে, ২০১৪ সকাল ৯:৪৩

এস. রাহাত Introspective বলেছেন: অসাধারণ! !! কিন্তু মোরাল গুলা এইরকম কেন?





আমি বললাম, এই রকম জোস কেন?

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:১৭

চিরতার রস বলেছেন: শিশুদের এই মোরালগুলি শিখানো উচিত ;)

২৭| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৩:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা!

১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

চিরতার রস বলেছেন: হো হো হো :)

২৮| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৩:২৫

মোঃ তালেব বলেছেন: Right

১৯ শে মে, ২০১৪ সকাল ৯:০৭

চিরতার রস বলেছেন: উকে ;)

২৯| ১৯ শে মে, ২০১৪ সকাল ৭:০৭

ইমিনা বলেছেন: আপনি তো দেখছি ঈশপ কে চ্যালেঞ্জ এর মুখে ফেলে দিয়েছেন। বেচারা বেঁচে থাকলে না জানি কি রকম কান্না-কাটি করতো ;)

১৯ শে মে, ২০১৪ সকাল ৯:০৯

চিরতার রস বলেছেন: হুম। ঈসপ বেচারাকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছি। তার সব গল্পই আপডেট করবো ;)
দেখা যাক কার গল্প মানুষ বেশি পছন্দ করে। হাহাহা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.