নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh
বর্তমান ফিফা Ranking: ৪
সর্বোচ্চ ফিফা Ranking: ১ (ব্রাজিলই একমাত্র টিম যারা সবচাইতে বেশি সময় ধরে ১নং পজিশন ধরে রেখেছিল।)
সর্বনিম্ন ফিফা Ranking: ২২ (জুন ২০১৩) (খুব খারাপ সময় গেছে)
বর্তমান কোচঃ Luiz Felipe Scolari
বর্তমান ক্যাপ্টেনঃ Thiago Silva (ডিফেন্ডার)
ব্রাজিলের পতাকা-
যারা এখনো স্মৃতিতে উজ্জলঃ গারিঞ্চা, পেলে, রোনাল্ডো, রোমারিও, রোনালদিনহো, কাকা, রিভালদো, জিকো, রবার্তো কার্লোস, কাফু, লুসিও।
প্রথম আন্তর্জাতিক ম্যাচঃ
(Buenos Aires, Argentina; September 20, 1914)
ফলাফলঃ Argentina 3–0 Brazil
সবচাইতে বড় জয়ঃ
Brazil 14–0 Nicaragua
(Estadio Azteca, Mexico; October 17, 1975)
সবচাইতে বড় পরাজয়ঃ
Uruguay 6–0 Brazil
(Viña del Mar, Chile; September 18, 1920)
বিশ্বকাপে আগমনঃ ১৯৩০সালে
পূর্ববর্তী রেকর্ড সমূহঃ
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের অবস্থান-
ফিফা কনফেডারেশন কাপে ব্রাজিলের অবস্থান-
লাটিন আমেরিকার সবচাইতে বড় আসরে ব্রাজিলের অবস্থান-
দেখা যাক ব্রাজিলের জার্সি গায়ে কে কয়টা গোল করেছেন-
ব্রাজিলে হয়ে সবচাইতে বেশি ম্যাচ খেলা প্লেয়াররা-
কাফু-ব্রাজিলের হয়ে সবচাইতে বেশি ম্যাচ খেলার রেকর্ড করেছেন।
বিংশ শতাব্দীতে ব্রাজিলের শ্রেষ্ঠ খেলোয়ার বাছাইয়ের ভোটে কার কি অবস্থান দেখে নিন-
পেলে
ব্রাজিলের সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়ার।
ফোকাস ২০১৪ বিশ্বকাপ-
এবারের বিশ্বকাপে ব্রাজির গ্রুপ এ তে খেলবে। আসুন দেখা যাক গ্রুপ এ এর অবস্থা-
২৩জনের ব্রাজিল দলের অবস্থা দেখে নিন-
Goalkeeper:
Júlio César, Jefferson, Victor.
Defender:
Dani Alves, Maicon, Thiago Silva, David Luiz, Marcelo, Dante, Maxwell, Henrique.
Midfielder:
Ramires, Oscar, Paulinho, Hernanes, Luiz Gustavo, Bernard, Fernandinho, Willian.
Forward:
Neymar, Hulk, Fred, Jo.
ওহ আর একটা জরুরী কথাঃ ব্রাজির দলটি এবারের আসরের সবচাইতে দামি দল। প্রতিটি খেলোড়ারের দাম সহ পুরো ব্রাজিল টিমের বর্তমান বাজার মূল্য নিচের লিংকে দেখে নিন।
market value:
Click This Link
নজর থাকবে যাদের ঘিরে- নেইমার, ফ্রেড, হাল্ক, দানি আলভেস, ওস্কার, মার্সেলো।
নেইমার
ব্রাজিল দলের প্রাণভোমরা। হয়ে উঠতে পারেন এবারের আসরের সেরা খেলোয়ার। গোল্ডেন বল/গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে থাকবেন বলে আসা করা যাচ্ছে।
বর্তমান ক্লাবঃ বার্সেলোনা, স্পেন।
আগে খেলোছেনঃ সান্তোস, ব্রাজিল এর হয়ে। গত মৌসুমে সান্তোসকে শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছিলেন একাই।
ব্রাজিলের হয়ে ৪৭ ম্যাচে ৩০গোল করেছেন।
ফ্রেড
গোল করার কাজে ওস্তাদ। নেইমারের সাথে গোলের যুদ্ধে সমানে সমানে থাকার সম্ভাবনা আছে। বর্তমানে দারুন ফর্মে আছেন।
হাল্ক
ফিগার দেখছেন নাকি? পুরাই কমান্ডো একটা। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ঘাম ঝরাইতে ওস্তাদ।
রামিরেস
বর্তমানে খেলছেন চেলসির হয়ে। দারুন একজন মিডফিল্ডার। নেইমার হাল্কদের বল বানিয়ে দেওয়ার মূল কারিগরের একজন হবেন রামিরেস।
মার্সেলো
বর্তমানে খেলছেন রিয়াল মাদ্রিদের হয়ে। পুরো মাঠের খেলোয়ার। আগা গোড়া পর্যন্ত খেটে খেলা একজন প্লেয়ার।
দানি আলভেস
বর্তমানে খেলছেন বার্সেলোনার হয়ে। পুরো মাঠ দাপিয়ে বেড়ানো খেলোয়ার। রবার্তো কার্লোসের যোগ্য উত্তরসূরী।
ওস্কার
বর্তমানে আছেন চেলসিতে। গোলের বল বানিয়ে দেওয়ার কারিগর। নিজের গোল করতে পারদর্শী। কাকা, এলানো, রোনালদিনহোর অভাব পূরণ করতে তার অবদান রাখা জরূরী।
এই সেই ট্রফি যেটা ব্রাজিলের ঘরে আবারও যাওয়ার পথে। বাকি দল পারলে ঠেকাও !!!
বিঃদ্রঃ পোস্টটি আরো আপডেট করা হবে। ব্রাজিলের সমর্থকরা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করুন।
১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৪৩
চিরতার রস বলেছেন: আর্জেনটাইনদের ডিফেন্স নিয়ে মহা ঘাপলা আছে ভাউ
গোল তারা ঠিকই করবে, কিন্তু খাবে তার বেশি
উরুগুয়েরও একই অবস্থা
তবে মেসি বার্সেলোনা টিমমেটদের আর্জেটিনা দলে পাইলে কাপটা জিতলেও জিততে পারতো
২| ১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৪৭
হাসান বিন নজরুল বলেছেন: বাহ তথ্যের বাহার!!! তবে আমি কিন্তু ব্রাজিল না
জেনে ভালো লাগলো
১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৫৬
চিরতার রস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্রাজিলের সাপোর্ট করতেই হবে এমন কোন কথা নাই তবে সুন্দর ফুটবলের গুনগান আপনাকে করতেই হবে। ব্রাজিল ছন্দের ফুটবল খেলে। ফুটবল শৈলীর সুনিপুন কারিগর তারা
৩| ১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৪৯
বৃতি বলেছেন: সুন্দর পোস্টে +++
১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৫৭
চিরতার রস বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ
পুত্তম সহ সাপোর্টার পাইলাম। হেহেহে
৪| ১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৫৮
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: আপনার মাধ্যমে এবারের বিশ্বকাপে অংশগ্রহণকৃত সবগুলো দল সম্পর্কে জানা যাবে। খুব ভাল উদ্যোগ।
১৯ শে মে, ২০১৪ সকাল ১১:০৩
চিরতার রস বলেছেন: হেহেহে। নারে ভাই, এতো এনার্জি নাই
ব্রাজিল দলরে ভালা পাই, তাই এই পোস্ট দেওয়া আরকি আর একটা কারণ হচ্ছে যারা এখনও ব্রাজিল টিম সম্পর্কে ভাল ভাবে জানেনা, তাদের অবগত করা।
তবে বিশ্বকাপ উপলক্ষ্যে নানা রকম ফিচার পোস্ট দেওয়ার আসা রাখছি। পরবর্তী পোস্ট দিবো বিশ্বকাপের সম্ভাস্য সেরা খেলোয়ারদের নিয়ে।
৫| ১৯ শে মে, ২০১৪ সকাল ১১:০৯
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: দুঃখিত। আমি বুঝতে পারিনি।
১৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫৩
চিরতার রস বলেছেন: দুঃখিত হওয়ার কিছু নেই ভ্রাতা
ভাল থাকবেন সবসময়।
৬| ১৯ শে মে, ২০১৪ সকাল ১১:১১
দুষ্টু ছেলেটি বলেছেন: অস্থির ++
১৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫৪
চিরতার রস বলেছেন: থ্যাংকু দুষ্টু ছেলে
৭| ১৯ শে মে, ২০১৪ সকাল ১১:১৭
বিডি_রক বলেছেন: অসাধারণ একটা পোস্ট! সোজা প্রিয়তে !!
সাফল্য বলুন, বা গ্রেট খেলোয়াড়, কোন কিছুতে ফুটবল বিশ্বে ব্রাজিলের ধারে-কাছে কেউ নেই । আমি ব্রাজিলের ডাই হার্ড ফ্যান, তারপরও অনেক নতুন তথ্য পেলাম । এবারের ব্রাজিল টিমটা ভালো হয়েছে, কাপটা তাদেরই জেতা উচিত । ব্রাজিল ফর হেক্সা!!
১৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫৪
চিরতার রস বলেছেন: ব্রাজিল ফর হেক্সা
পারলে ঠেকাও
৮| ১৯ শে মে, ২০১৪ সকাল ১১:৩৫
নিজাম বলেছেন: অনেক কষ্ট করে তথ্য সংগ্রহ করার জন্য ধন্যবাদ। কিন্তু এবার ব্রাজিলের জন্য মেসি একটা বিরাট চ্যালেঞ্জ। দেখা যাক, কী হয় শেষ পর্যন্ত।
১৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫৮
চিরতার রস বলেছেন:
এই হলো ব্রাজিল আর্জেন্টিনার সর্বশেষ ১১ ম্যাচের ফলাফল। মাত্র ২টায় তারা কষ্টকরে জয় পাইছে। আর ৫টা ম্যাচে শুরু ব্রাজিলিয়ানদের পিছে পিছে দৌড়াইছে লাল রঙের বৃত্তগুলি খেয়াল কৈরা
৯| ১৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫৫
মাথা ঠান্ডা বলেছেন: যদিও ব্রাজিল সাপোর্ট করিনা । তবুও পোস্ট ভাল লেগেছে।
১৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫৯
চিরতার রস বলেছেন: হুম। থ্যাংকু ভাই
১০| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:০০
কায়সার ইয়াসিন বলেছেন: এক কথায় চমকপ্রদ ...
ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ...।
১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:০৪
চিরতার রস বলেছেন: ব্রাজিল ফর হেক্সা
পারলে ঠেকাও
১১| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:০১
নীড় খুঁজি বলেছেন: রোনালদিনহো : দ্যা আল্টিমেট বস্। ব্রাজিল টিম রে সাপোর্ট করার জন্য এই একজন সব সময় দায়ী থাকবে...
১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:০৬
চিরতার রস বলেছেন: হুম। ফুটবলের কারুশিল্পী রোনালদিনহো
১২| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:২৩
বভেট বলেছেন: ইন শা আল্লাহ এইবার ব্রাজিল হেক্সা মিশনে সফল হবে। গোছানো পোস্টের জন্য ধন্যবাদ।
১৯ শে মে, ২০১৪ দুপুর ২:০৬
চিরতার রস বলেছেন: ব্রাজিল ফর হেক্সা
পারলে ঠেকাও
১৩| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৯
সঞ্জীবনী বলেছেন: ব্রাজিলের নাম দেইখাই পোষ্টে ঢুকে গেলাম।
আহা!!
পইড়া পরাণটা জুড়াইয়া গেল
১৯ শে মে, ২০১৪ দুপুর ২:০৭
চিরতার রস বলেছেন: এখন গোল দেইখা পরান জুড়ানোর পালা
১৪| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৪
আওয়াল রবিq বলেছেন: ইয়েস !! ব্রাজিল <৩ #মিশন_হেক্সা
১৯ শে মে, ২০১৪ দুপুর ২:০৭
চিরতার রস বলেছেন: ব্রাজিল ফর হেক্সা
পারলে ঠেকাও
১৫| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৮
কায়সার ইয়াসিন বলেছেন: Click This Link
১৯ শে মে, ২০১৪ দুপুর ২:০৮
চিরতার রস বলেছেন: ফডু এতো পিচ্চি ক্যান ?
১৬| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:২৩
এইচ. ইমরান বলেছেন: আমিও ব্রাজিলের সাপোর্টার। আমি চাই ব্রাজিল কাপ না নিতে পারলে যেন পুর্তগাল কিছু একটা করতে পারে।
রোনাল্ডো কে আমার সবচেয়ে ভাল লাগে।
১৯ শে মে, ২০১৪ দুপুর ২:০৯
চিরতার রস বলেছেন: আপ্নে মিয়া শক্ত সাপোর্টার নাহ
ইজ্জত পাইলাম নাহ
১৭| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:০৩
সময়ের ডানায় বলেছেন: ফুটবল দল নিয়া তথ্যবহুল পোস্ট। অন্যান্য দেশেরও চাই।
পোস্টে প্লাস++++
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:২০
চিরতার রস বলেছেন: থ্যাংকু
বিশ্বকাপ ফুটবলের উপর আরো ফিচার পোস্ট আসতেছে........
১৮| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ওরা প্রচন্ড শক্তিশালী , শুধু ফুটবল না , ফুটবলের পাশাপাশি রেসলিং , দৌড় , কুম্পু ,অভিনয় এগুলাও ভালো পারে !
১৯| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ওরা প্রচন্ড শক্তিশালী , শুধু ফুটবল না , ফুটবলের পাশাপাশি রেসলিং , দৌড় , কুম্পু ,অভিনয় এগুলাও ভালো পারে !
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:২১
চিরতার রস বলেছেন: উল্লেখিত বৈশিষ্ট্যগুলোও ফুটবলের অংশ। গায়ে শক্তি না থাকলে ফুটবল না খেইলা বইয়া বইয়া দাবা খেলাই ভাল
২০| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:২৬
মহামহোপাধ্যায় বলেছেন: কোন আওয়াজ ছাড়া পোস্ট প্রিয়তে
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:২২
চিরতার রস বলেছেন: জোড়ে চিল্লাইলেও কিচু কমুনা
২১| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:১২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কষ্টার্জিত পোস্টে ++++++
এরকম আরও ফিচার চাই।
২০ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৬
চিরতার রস বলেছেন: থ্যাংকু ভাই। হুম আশাকরি আরো ফিচার পোস্ট দিতে পারবো বিশ্বকাপ চলাকালীন।
২২| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: ব্রাজিল টিম শক্তিশালি কিন্তু শিরোপা নিতে পারবে বলে মনে হচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
২০ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৭
চিরতার রস বলেছেন: তাই নাকি? আপনার কাছে কাকে যোগ্য মনে হচ্ছে ?
২৩| ১৯ শে মে, ২০১৪ রাত ৮:৫২
আছিফুর রহমান বলেছেন: সিক্রেটিসরে গ্রেটদের কাতারে না দেইখা কষ্ট পাইলাম, আর বিশ্বকাপ, ঐডা খালি ঘরে তুলবার বাকি। ব্রাজিল ফর এভার, মিশন হেক্সা
২০ শে মে, ২০১৪ বিকাল ৫:৫১
চিরতার রস বলেছেন: ওই তেরি, সক্রেটিসের কথা তো বেমালুম ভুলেই গেছি
তাইতো বলি কি যেন দেইনাই দেইনাই মনে হচ্ছিল
২৪| ১৯ শে মে, ২০১৪ রাত ১০:০৯
একজন ঘূণপোকা বলেছেন:
আমার দলও ব্লাজিল, তাই ডাবল ধইন্যা
২০ শে মে, ২০১৪ বিকাল ৫:৫১
চিরতার রস বলেছেন: আসেন কুলাকুলি করি
২৫| ১৯ শে মে, ২০১৪ রাত ১০:৩২
আসিকউজ্জামান বলেছেন: ব্রাজিলের নাম দেইখাই পোষ্টে ঢুকে গেলাম।
আহা!!
পইড়া পরাণটা জুড়াইয়া গেল
২০ শে মে, ২০১৪ বিকাল ৫:৫২
চিরতার রস বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ দাদা
২৬| ১৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৮
শাহেদ_মানিকগঙ্জ বলেছেন: ব্রাজিল ব্রাজিল ব্রাজিল ব্রাজিল
২০ শে মে, ২০১৪ বিকাল ৫:৫২
চিরতার রস বলেছেন: জিতবো জিতবো জিতবো
২৭| ২০ শে মে, ২০১৪ সকাল ১১:০২
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: এই সেই ট্রফি যেটা ব্রাজিলের ঘরে আবারও যাওয়ার পথে। বাকি দল পারলে ঠেকাও !!!
+++
২০ শে মে, ২০১৪ বিকাল ৫:৫২
চিরতার রস বলেছেন: পারলে ঠেকাও
২৮| ২১ শে মে, ২০১৪ রাত ২:৫২
আছিফুর রহমান বলেছেন: ব্রাজিল কাপ জিতবো এই নিয়া কুন সন্দেহ নাই, তাই শুধু ড্যাঞ্চ হবে ড্যাঞ্চ
২১ শে মে, ২০১৪ সকাল ৯:৫০
চিরতার রস বলেছেন: সাম্বা হবে সাম্বা, বাকিগুলারে ধরাইয়া দিয়া হবে খাম্বা
২৯| ২১ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৮
তরুন বলেছেন: অনেক দিন পর ব্লগে লগইন করলাম.... শুধুই প্রিয় ব্রাজিল -এর এমন সুন্দর গোছানো তথ্য ভান্ডার দেখে। ধন্যবাদ...
২১ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৫
চিরতার রস বলেছেন: শুনে খুবই ভাল লাগলো। অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা
ভাল থাকবেন।
৩০| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
এইবার ব্রাজিল একটা করে খেলা জিতবে আর আমি আপনারে এক কাপ করে চা খাওয়াব।
২৮ শে মে, ২০১৪ সকাল ৯:৪৭
চিরতার রস বলেছেন: মাশাল্লা
দাওয়াত কবুল করলাম
৩১| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৬
খাটাস বলেছেন: পোসটে পিলাস। সাজায়ে রাখলাম। খেলা চলা কালিন কাজে দিবে।
০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৯
চিরতার রস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ খাটাস
৩২| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:২১
ইমিনা বলেছেন:
০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩০
চিরতার রস বলেছেন: আর্জেন্টিনার ভক্ত নাকি?
৩৩| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৪
ধুমধাম বলেছেন: শক্ত সাপোর্টার !
আর কিছু ভাবি না!
০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৭
চিরতার রস বলেছেন:
৩৪| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্টে ৮ম প্লাস। আমি ব্রাজিলের সমর্থক। ব্রাজিল এবার বিশ্বকাপ জিতবে ।
১০ ই জুন, ২০১৪ সকাল ৯:২১
চিরতার রস বলেছেন: আবার জিগায়
৩৫| ১২ ই জুন, ২০১৪ ভোর ৪:৩৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: ব্রাজিল!!!
৩৬| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৬
আকিব আরিয়ান বলেছেন: পোষ্টটা আরও আগে চোখে পড়া উচিত ছিল
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৩৮
মামুন রশিদ বলেছেন: গোছানো সুন্দর পোস্ট ।
তবে এই দল দিয়ে হবে না বাহে, যদিও কাপ সেই মহাদেশেই থাকপে