নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছবির ছেলে

আমি "ছবির ছেলে", ফেনীর কোনো এক নির্জন প্রান্তরে আমার নীড়।

ছবির ছেলে

ছবির ছেলে › বিস্তারিত পোস্টঃ

আসুন, অশ্লীল সব পেইজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই...

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬







কিছুদিন যাবত আম্মু সকালবেলা পত্রিকা নিয়ে বসেন আর তাঁর মুখটা ছোট থেকে ছোটতর হয়। আসলে “ধর্ষণ” শব্দটা যে কোন মায়ের মুখ শুকিয়ে দেয়ার জন্য যথেষ্ট। আর তিনি যদি হোন মেয়ের মা, তাহলে তো কোন কথাই নেই। প্রায় প্রতিদিনই ধর্ষণের শিকার নারীদের তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন সব নাম, বাদ যাচ্ছে না পাঁচ বছরের শিশুও-ভয় পাওয়াটা আসলে খুবই স্বাভাবিক।

কিন্তু কি শুরু হল হঠাৎ করে দেশটাতে? পশুর সংখ্যা এত বেড়ে গেল কেন? ধর্ষণ আগেও যে হত না, তা নয়, কিন্তু ইদানিং যেন খুব মাত্রাছাড়া হয়ে গেছে সব... এই অবস্থার পেছনের প্রত্যক্ষ-পরোক্ষ অনেক কারণ নিয়েই কথা হচ্ছে সমাজে। আমিও আরেকটা কারণ যোগ করতে চাই-ফেইসবুকে ছাতার মত গড়ে উঠা অশ্লীল সব পেইজ... কারণটা হয়তবা পরোক্ষ, কিন্তু অযৌক্তিক নয় মোটেও।

ফেইসবুকে বাংলা ভাষায় ১৮+ এইসব পেইজের সংখ্যা এখন অসংখ্য। বিচিত্র সব নাম-মনে পড়লেই ঘেন্নায় শরীর রি রি করে উঠে-কি নোংরা, কি অশ্লীল, কি ভয়ংকর! নাম থেকেও আরো বেশী অশ্লীল আর ভয়ংকর এসব পেইজের পোস্টগুলো। নোংরা সব ছবি আর জোকস-এসব পেইজের প্রতিদিনের পোস্টের বিষয়বস্তু। পর্ণোগ্রাফি থেকে খুব একটা কম যায়না এগুলো। আর এসব পোস্টে বিভিন্ন মানুষের করা এক-দুইটা মন্তব্য পড়লেই বোঝা যায় কি ভয়ংকর রকম দূষিত হয়ে পড়ছে আমাদের সমাজের কিছু মানুষের মন-মানসিকতা! এসব পেইজের লাইকের সংখ্যা দেখলেই বোঝা যায় কি বিপুল পরিমাণ মানুষের কাছে পৌঁছাচ্ছে এই নোংরা পোস্টগুলো।

মোবাইল ফোনের সহজলভ্যতা আর ফেইসবুকের জনপ্রিয়তার কারণে আমাদের সমাজের বিভিন্ন বয়স, শ্রেণী, পেশার মানুষ এখন ফেইসবুক ব্যবহার করেন। তাদের মধ্যে যে কেউই এখন ইচ্ছা করলেই এইসব অশ্লীল পেইজের এডমিনদের কল্যাণে চোখের সামনে পেয়ে যাবেন নারীদের যৌনউত্তেজক সব ছবি আর নোংরা সব গল্প। তাদের মধ্যে অনেককেই হয়ত উত্তেজিত করে তুলছে এই জিনিসগুলো। এদের মধ্যে কেউ হয়ত উত্তেজনাটাকে দমন করে ফেলছেন, খারাপ দিকটা হয়তবা তেমনভাবে প্রভাবিত করতে পারছে না তাদের। কিন্তু যাদের মধ্যে তীব্র বিবেকবোধ, প্রচন্ড ইচ্ছাশক্তি, ভাল-মন্দ বোঝার ক্ষমতা, আর নারীর প্রতি শ্রদ্ধা আর সম্মান নেই, তারা হয়ে পড়ছেন দূষিত। তাদের কোন একজনের দ্বারাই হয়তবা ধর্ষিত হচ্ছে কোন এক নারী। অতিকল্পনা মনে হতে পারে, কিন্তু এইসব অশ্লীল পেইজে প্রকাশিত ছবিগুলোতে যেভাবে নারীকে ভোগ্যপণ্য হিসেবে প্রকাশ করা হয়, তা যে নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গিকে নেতিবাচকভাবে বদলে দিচ্ছে, তা কিন্তু মোটেও কোন কল্পনা নয়, বরং নির্মম সত্য।

আমি বলছি না ১৮+ জোকস হতে পারবে না, কিন্তু এর নামে নোংরামি আর অশ্লীলতা ছড়িয়ে দিয়ে সমাজে দূষিত আর অসুস্থ মানুষের সংখ্যা বাড়ানোটাকে কোনভাবেই মেনে নেয়া যায় না। ফেইসবুক থেকে এইসব আবর্জনা যত দ্রুত সরানো যায়, ততই আমাদের সমাজের জন্য মঙ্গল।

আমি জানি না আমি কতটুকু সঠিক, হয়তো অনেকেই আমার সাথে একমত হতে পারবেন না। আমি আমার মতামতটা জানালাম। আমার একার পক্ষে রিপোর্ট করে এইসব পেইজ বন্ধ করা সম্ভব না, কিন্তু আমরা অনেকেই যদি একত্রিত হই, তখন কাজটা হয়ত আর অসম্ভব থাকবে না। চেষ্টা করতে দোষ কি? অন্তত নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে পারব যে আমরা চেষ্টা করেছিলাম। বলা যায় না, হয়তবা কোন একসময় সরকারের নজরেও পড়তে পারে বিষয়টি, তখন হয়ত তাঁরাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ততদিন না হয় আমরা সবাই মিলেই কাজ করে গেলাম...

যদি আপনিও মনে করেন ফেইসবুকের এইসব অশ্লীল পেইজগুলো বন্ধ হওয়া উচিত, তাহলে যোগ দিন আমাদের সাথে, বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন। ফেব্রুয়ারি থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করব ইনশাল্লাহ। একটা একটা করে ফেইসবুকের পেইজ নামের এই আবর্জনাগুলোকে ধরব, আর পরিষ্কার করব...নাহলে যে সুস্থ মানুষগুলোও একসময় অসুস্থ হয়ে পড়বে...



বিদ্রঃ পোস্টটি লিখেছেন ছবির মেয়ে ,তার মত আমিও মনে করি ফেইসবুকের এই সব অশ্লীল পেইজগুলো আমাদের সমাজটাকে আরো বেশি দূষিত করে তুলছে।তাই আমি তার সাথে একাত্মতা প্রকাশ করে তার পক্ষ থেকে লেখাটি এখানে প্রকাশ করলাম।আমি জানিনা আমরা কতটুকু করতে পারব,তাই বলে -চেস্টা করেও দেখব না!!!



আপনারা যদি মনে করেন আমাদের সবার এক হয়ে কিছু করার চেস্টা করা উচিৎ,তাহলে আমাদের ফেইসবুকের এই গ্রুপে আসুন, অশ্লীল সব পেইজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই... যোগ দিন।আমার বিশ্বাস আমরা সবাই মিলে মন থেকে চাইলে কিছু না কিছু অবশ্যই করতে পারব...আমাদের এই গ্রুপের উদ্দেশ্য হলো আমরা ফেইসবুকের অশ্লীল ফেইজ গুলো খুজে বের করবো এবং সবাই মিলে একসাথে রিপোর্ট করবো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

সিংহমামা বলেছেন: আসুন, অশ্লীল সব পেইজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই...+++++++

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

না পারভীন বলেছেন: ১৮+ এর ভয়ংকর অবস্থা দেইখা অনেক আগেই ডাস্টবিনে নিক্ষেপ করছি । ব্লগেও ১৮+ সর্বাধিক পঠিত হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.