![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চৈত্র শেষে নতুন দিনের প্রখর অপেক্ষায়...
একদিন শুনলাম নদীটা মরুভূমি হয়ে গেছে,
আর মরুভূমিটা নদী।
কিভাবে কি হল?
ওরা বলল, এরকম তো প্রায়ই হয়, এ দেশেও হয়েছে
পানির উচ্চতা বাড়ে-কমে, বেড়ে বেড়ে নদী হয়
কমে কমে হয় মরুভূমি
এর পরে ঘন্টা তিন ওরা শুধু বলেই গেল
তাপমাত্রা বৃদ্ধি, খরা, আবার পর্বতের তুষার গলে যাওয়া
সায় দিয়ে বলল সকলে, সুবজ-ঘরের প্রভাব মোটেও সুখের নয়
একসময় ক্লান্ত হয়ে ওরা ধরে নিল আমি সব বুঝে গেছি
আসলেই তো সব বুঝে গেছি,বুঝেছি বদলে যাওয়া কঠিন নয়
একদিন খুব ভোরে তাই সাগরপাড়ের গাঙশালিক কে বললাম
এবারে আমাদের পালা।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২০
চৈত্র শেষে বলেছেন: অনেক ধন্যবাদ!
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫০
খেয়া ঘাট বলেছেন: কবিতার মূল ভাবটা বুঝতে পারিনাই। তবে পড়ে কেন যেন খুউব ভালো লেগেছে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪১
চৈত্র শেষে বলেছেন: ভালো লাগলেই ভালো, মূল ভাব না বুঝলেও অসুবিধা নাই! আপনার অনেকগুলো লেখা পড়েছি, কিন্তু কমেন্ট একসেস না পাওয়ায় কোন কমেন্ট করতে পারিনি, অনেক ভালো লেখেন আপনি।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আসলেই তো সব বুঝে গেছি,বুঝেছি বদলে যাওয়া কঠিন নয়
একদিন খুব ভোরে তাই সাগরপাড়ের গাঙশালিক কে বললাম
এবারে আমাদের পালা।
অনেক সুন্দর