![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান, আর মানুষ, সকালের শিশির, সব চেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে।
দুর্মর এই সব স্বপ্নমোড়া শব্দপাখি,
ঘুমে জড়িয়ে আসে চোখ,
তমিস্রার ঝোপে অতন্দ্র জোনাক,
আমি তাকে জাগিয়ে রাখি,
দগ্ধ বর্ণমালারা আগ্নেয়গিরির
জ্বালামুখ হয়ে তৈরি থাক!
যুদ্ধাপরাধীদের ফাঁসি চাইতে চাইতে
একদিন আগুনপাখিরা দিশেহারা হলে
তারা প্রবাহমান বুক পেতে দিয়ে বলবে
-এই পথে যাও অগ্নি, এই পথ মুক্তির!
©somewhere in net ltd.