![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান, আর মানুষ, সকালের শিশির, সব চেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে।
কিছু অবোধ শিশু শাহবাগ প্রজন্ম চত্বরে জড় হয়ে তাদের স্বজন হত্যার সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছে, দাবী জানাচ্ছে হত্যাকারীদের নিষিদ্ধ করা হোক। তারা হৃদয়ে বিস্ফোরক নিয়ে মুখে গাইছে অহিংসার গান, আর সরকার যেন ওদের মাথায় হাত বুলিয়ে গাইছে ঘুম পাড়ানি গান, আর যুগিয়ে যাচ্ছে তাদের আবদারের যাবতীয় বিলাস-ব্যসন, যাতে তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, (গরম পড়ে গেছে সরকারের কাছে আবেদন জানাচ্ছি -শাহবাগীদের গরমে ঘেমে আন্দোলন করতে কষ্ট হচ্ছে যদি প্রজন্ম চত্বরের চারদিকে কিছু ঠান্ডাই মেশিনের ব্যবস্থা করে দিতেন, তবে নির্বাচন পর্যন্ত আমরা টু শব্দটি না করে সারা দেশের অবোধ শিশুদের নিয়া ওইখানেই ঘুমিয়ে থাকতাম) আর ঘাতকরাও এই সুযোগে নিবিঘ্নে চালিয়ে যাচ্ছে একটা দুটো একটা দুটো করে নৃশংস হত্যার মিশন। তাদের ভাবখানা এমন যেন আন্দোলনকারীদের ভয় দেখিয়ে বিষ মারা, নারায়নগঞ্জের ত্বকী হত্যার খবর শোনার পর থেকে আর যেন আস্থা রাখা যাচ্ছে না অহিংসার উপর, তার উপর যোগ হলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর ভাইয়ের হত্যাকান্ড, যাদের আমরা এই শাহবাগে সামনে গিয়ে আমাদের কথা বলবার জন্য এগিয়ে দিয়েছি, যাদের হাতে আমরা মাইক ধরিয়ে দিয়েছি তারা কি বোকা বাক্সে মুখ দেখা যাওয়ার পর মোহাচ্ছন্ন হয়ে পড়েছেন? আমরা যাদের মুখের দিকে তাকিয়ে কান পেতে আছি সঠিক দিক নির্দেশনার জন্য, যাদের মুখের দিকে তাকিয়ে আছে সিলেটের জগৎজ্যোতির স্বজনরা, তাদের মুখের দিকে তাকিয়ে আর্তনাদ করছে ত্বকির শোকাতুরা মা বাবা, ভাতৃহারা আহমেদ ইমতিয়াজ, ২৮ তারিখের পর স্বজন হারা শত সহস্র সংখ্যালঘু জনগণ, ত্বকির মায়ের আর্তনাদ যখন আমাদের সকল মায়ের আর্তনাদ হয়ে এই বাংলার আকাশ বিদীর্ণ করছে, তখন আমাদের সামনে এগিয়ে দেয়ারা কি করছেন, প্রতি সকালেই নতুন প্রত্যাশায় বুক বেঁধে অনলাইন হই, ভাবি এই বুঝি তারা শোনাবেন কোনো প্রত্যাশার কথা কোনো প্রাপ্তির কথা, কিন্তু তা তো হয়ই না, উল্টো দেখতে হয় আমাদের এই সব নবীন ভবিষ্যতেরা একে অন্যের সাথে কামড়া কামড়ি করছেন, তারা হিসেব করছেন কাকে কতবার টেলিভশনে ডাকা হলো, কে কতবার মিডিয়ার সামনে গিয়ে চাপাবাজি করে আসছেন, আর এই অগ্নিগর্ভা সময়ে অগ্নিগর্ভা গণজাগরণকে শাহবাগে বসিয়ে রেখে তারা অনলাইনে জড়িয়ে পড়ছেন পরস্পররের চরিত্র হননে। আমি করজোড়ে তাদের বলতে চাই, আমাদের ক্ষণজন্মা সহযোদ্ধারা দেশের মানুষ আপনাদের কাছে এর চেয়ে একটু অন্যরকম আশা করে, তারা বঙ্গবন্ধুর ছবি বুকের সামনে মেলে রেখে আপনাদের কাছে তাদের স্বপ্ন পূরণে বঙ্গবন্ধুর মতোই বলিষ্ট ভূমিকা প্রত্যাশা করে। আপনাদের ব্লগিংয়ের অতীত নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, আমরা যারা ব্লগারদের নিয়ে গর্ব করছি মানে ক্ষুদে ক্ষুদে ব্লগাররা আপনাদের সবার কাছে আরো দায়িত্ব পূর্ণ আচরণ আশা করি, দয়া করে আমাদের নিরাশ করবেন না। ব্লগার হওয়া সহজ নয় বটে কিন্তু ব্লগার হওয়ার সুবাদে আপনারা যে জায়গায় গিয়ে দাড়িয়েছেন সে জায়গাটি বড়ই পিচ্ছিল, পা হড়কাইলে রক্ষা নাই। আপনাদের ভাষাতেই বলি খুব খিয়াল কইরা কিন্তু, ত্বকীর মায়ের আর্তনাদ বজ্রপাত হয়ে যেতে টাইম লাগবে না কিন্তু, সরকার শাহবাগের আকাশ কইলাম মুড়াইয়া দিতে পারবে না কোনোদিন। ঝগড়া ঝাটি বন্ধ কইরা যে কামে পাঠানো হইছে সেই কামে মন দেন। আপনাদের অসীম ক্ষমতা সম্পর্কে আমি ওয়াকিবহাল, আমি বেকুব বইলাই ভয়ে ভয়ে এমুন সাহসী পোস্ট দিলাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা আজও আপনাদেরকেই জাতির জীবনের ধ্রুবতারা মানি!
২| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩
বাংলার এয়ানা বলেছেন: কাম ই তো করতাছে, মালও কামাইতাছে??
৩| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩
আমিনুর রহমান বলেছেন: চমৎকার লিখেছেন চৈতী।
৪| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩
বলাক০৪ বলেছেন: খুবই দরকারি কথা। ভয় পাইলে চলব না।
৫| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
টানিম বলেছেন: হুম ।
৬| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
টানিম বলেছেন: সময় পেলে দেখে আসবেন । ভাল লাগবে ।
Click This Link
৭| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৩
ইখতামিন বলেছেন:
দারুণ লিখেছেন.
খুব ভালো লাগল.
ব্লগার হওয়া সহজ নয় বটে কিন্তু ব্লগার হওয়ার সুবাদে আপনারা যে জায়গায় গিয়ে দাড়িয়েছেন সে জায়গাটি বড়ই পিচ্ছিল, পা হড়কাইলে রক্ষা নাই। আপনাদের ভাষাতেই বলি খুব খিয়াল কইরা কিন্তু, ত্বকীর মায়ের আর্তনাদ বজ্রপাত হয়ে যেতে টাইম লাগবে না কিন্তু, সরকার শাহবাগের আকাশ কইলাম মুড়াইয়া দিতে পারবে না কোনোদিন।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২১
সোহানী বলেছেন: ঝগড়া ঝাটি বন্ধ কইরা যে কামে পাঠানো হইছে সেই কামে মন দেন..........