নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমৃত্যুর দু:খের তপস্যা এ জীবন-

চৈতী আহমেদ

নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান, আর মানুষ, সকালের শিশির, সব চেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে।

চৈতী আহমেদ › বিস্তারিত পোস্টঃ

মেয়ে, আপনার সাহস আমাকে সংক্রমিত করছে!

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

নাদিয়া শারমিন, আপনাকে একাই উঠে দাঁড়াতে হবে! লক্ষ লক্ষ নপুংশকের পায়ের নীচে ছিটকে পড়া আপনার দুঃসাহস গুলোকে জড়ো করে নিজেরই দু’পায়ে আপনাকে উঠে দাঁড়াতে হবে। কোনো সমবেদনাই যেন আপনাকে স্পর্শ করতে না পারে, প্রত্যাখান করুন ক্যামেরার ফ্রেমের ভেতর বসে যারা আপনাকে আজ সমবেদনা জানাচ্ছে তাদের। সমবেদনার ভেতর আমি শুনতে পাই পরিহাসের সুর কারণ আত্মরক্ষার জন্য আপনাকে নিজের পায়ের উপর ভর করেই দৌঁড়াতে হয়েছে, আপনার সহকর্মীরা তৎক্ষণাৎ আপনার পাশে দাঁড়ায়নি, ’আপনি বাঁচলে বাপের নাম’ প্রবাদ মনে রেখে তারা প্রাণপনে দৌঁড়েছে। শত শত নিরাপত্তা পুলিশ আপনার পাশে দাঁড়ায়নি কারণ লক্ষ লক্ষ নপুংশক হেফাজতি কাপুরুষদের নিরাপত্তার দায়িত্বেই তারা ওখানে ছিলো, আমাদের নিরাপত্তা বাহিনী আজ্ঞাবাহী কর্তব্য পরায়ন এটা আমরা সকলেই জানি! নারী নিজেই নিজেকে ঘরে আটকে রেখে নিজের নিরাপত্তা নিশ্চিত করবে এটা ধর্ম নির্দিষ্ট। আপনি ধর্মনির্দিষ্ট সীমা লঙ্ঘন করেছেন। সাংবাদিক সমাজ আপনার উপর আক্রমণের প্রতিবাদে আজ পর্যন্ত একটা উল্লেখযোগ্য কর্মসূচী ঘোষনা করে উঠতে পারেনি। এখন পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের কোনো প্রতিবাদ, কোনো বক্তব্য আমরা শুনিনি। হয়তো তারা কষছে কোনো সুক্ষ হিসাব। কোনো মামলা হয়েছে কিনা আমার জানা নেই। রাষ্ট্রের কোনো বক্তব্য চোখে পড়নি। নারী সংগঠনগুলোর নেত্রীরা তাদের মেদবহুল নিন্দা গুছিয়ে উঠতে পারেননি এখনো। আপনি বাংলাদেশের একজন নারী সাংবাদিক এটাও আপনার আরেকটি দুর্ভাগ্য, দুর্ভাগ্যের টুটি চেপে ধরে আপনাকে আবার বেঁচে উঠতে হবে। পাকিস্তানের মালালা ইউসুফ জাই ধর্মান্ধ তালেবানিদের দ্বারা গুলি বিদ্ধ হলে সারা বিশ্ব তোলপাড় হয় তাদের মানবাধিকার কর্মীরা তৎপর বলেই। আর বাংলাদেশের একজন নারী লক্ষ লক্ষ ধর্মোম্মাদদের সমাবেশে পদদলিত হলে দলনকারীরা কে কি বীরত্ব সূচক গালী নিয়ে আপনাকে আক্রমন করেছে সেগুলোই ফোকাস হয় যাতে মানুষ বুঝতে পারে সেখানে আপনার কতখানি দায় ছিলো দলিত হওয়ার জন্য। নাদিয়া শারমিন, আপনি আমার বাংলাদেশের মেয়ে, মেয়ে আপনার সাহস আমাকে সংক্রমিত করছে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

শিলা সুলতানা বলেছেন:
নাদিয়া শারমিন, আপনি আমার বাংলাদেশের মেয়ে, মেয়ে আপনার সাহস আমাকে সংক্রমিত করছে।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০১

চৈতী আহমেদ বলেছেন: ধন্যবাদ শিলা সুলতানা। এই সংক্রমণই আপনার নিরাপত্তাবলয়। আর কিছু নয়, আর কেউ নয়।

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১

দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর বলেছেন। বাংলাদেশে নারীদের সংখ্যা ঐ মোল্লাদের চেয়ে বেশি। নারীদেরকেই উঠে দাড়াতে হবে। সন্তান ও ভাইয়েরা সাথে আছে।

+++++++++

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৫

চৈতী আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ দায়িত্ববান নাগরিক। কষ্টটাতো সেখানেই ভাই, সংখ্যায় ভারী হওয়া সত্বেও আমরা প্রত্যেকে এক একটা আলাদা দ্বীপ। কোনো সংযোগ সুত্র নেই!

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

নায়করাজ বলেছেন: একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিনকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ৩১২ কেবিনে তার চিকিৎসা চলছে। ইতোমধ্যে তার মাথায় সিটিস্ক্যান এবং এক্সরে সম্পন্ন হয়েছে। উন্নত চিকি‍ৎসার জন্য তাকে এখানে ভর্তি করা হয়।

শনিবার রাত ৮টা ৩০মিনিটের দিকে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তার মাথার ও শরীরের বিভিন্নস্থান কেটে গেছে বলে তিনি জানান।তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নাদিয়া বাংলানিউজকে জানান, শনিবার বিকেল ৩টা ৩০মিনিটের দিকে পুরানা পল্টন মোড়ে দায়িত্ব পালন করছিলেন। হঠা‍ৎ হেফাজতে ইসলামের একজন কর্মী এসে তাকে ধমকের স্বরে বলেন, “পুরুষদের মধ্যে কেন এসেছেন।”

উত্তরে নাদিয়া বলেন, আমি একুশে টেলিভিশনের সাংবাদিক, দায়িত্ব পালন করতে এখানে এসেছি। একথা বলতে বলতে হেফাজত কর্মী তাকে পেটাতে শুরু করে। পরবর্তীতে আরো ১০ থেকে ১২জন হেফাজতে ইসলামের কর্মী এসে তাকে পেটাতে থাকে। পুরানা পল্টন থেকে দিগন্ত টেলিভিশনের কার্যালয় পর্যন্ত মধ্যবর্তীস্থানে হেফাজতে ইসলামের কর্মীরা তাকে ৫ থেকে ৬ বার মাটিতে ফেলে দেয় এবং বেধড়ক পেটাতে থাকে।

পরবর্তীতে নাদিয়া উঠে বিজয়নগরের দিকে চলে যান। একপর্যায়ে ৫০ থেকে ৬০ জন কর্মী তাকে মারধর শুরু করে। এ সময় তিনি আশপাশের লোকজনের কাছে সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেনি বলে জানান নাদিয়া। পরে তিনি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে তার সহকর্মীরা সাহায্যের জন্য ছুঁটে আসেন। এরপর বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।

কিছুক্ষণ পর হাসপাতালে তার পরিবার, আত্মীয়-স্বজনসহ একুশে টেলিভিশন সহকর্মীরা উপস্থিত হন।

বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)উপাচার্য আ আ ম স আরোফিন সিদ্দিকি তাকে দেখতে যান। এছাড়া ঢাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও তাকে দেখতে যান।

মূল নিউজ এখানে : Click This Link

বাংলাদেশের নারী সমাজ,
এই নিরপরাধ নারীটির জায়গায় আপনিও থাকতে পারেন। থাকতে পারত আপনার কোন বোন। থাকতে পারত আপনার কোন কন্যা। তারা এমন করে নারীদের উপর আক্রমণ করছে যেন তারা কোন নারীর গর্ভে জন্ম নেয়নি।

কেবল নারী হওয়াটাই তাদের দৃষ্টিতে অপরাধ।

অথচ বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানী খাত গার্মেন্টস খাতের চালিকা শক্তি নারী। আপনার উপার্জনের টাকায় খেয়ে আপনারই উপর কোন কারণ ছাড়াই অত্যাচার করবে, এটা কি মেনে নেয়া যায় ?
তাই, এখন ঘরে থাকার সময় নয়, প্রতিবাদে বেরিয়ে আসেন রাজপথে। এই বর্বর অসভ্য শয়তানি শক্তিকে ঠেকান।

সকল প্রকার লিল্লাহ বোর্ডিং এবং মাদ্রাসায় দান সদকা দেয়া সরাসরি বন্ধ করে দিন। আপনার দান সদকা খেয়ে ওরা আপনার উপরেই হামলে পড়বে বার বার, এটা হতে দেয়া যায় না।

একবার সুযোগ পেলে মধ্যযুগীয় তালিবান শাসনের মতো আপনাকে পশুর মতো বেঁধে রাখবে এই মোল্লারা।

আপনাদের পরিণতি কেমন হবে তা পাবেন এখানে : Click This Link)_GoGo(ExtraTorrent)

বাংলাদেশকে কোনক্রমেই তালিবান আফগান বানাতে দেয়া যাবে না। বাংলাদেশ কোন কাঠমোল্লার দেশ না, এই দেশ নারী পুরুষ সবার।

Click This Link

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৮

চৈতী আহমেদ বলেছেন: ওই ভাবে যতবার দেখছি ততবারই শিউরে উঠছি। ধন্যবাদ নায়করাজ আবারো রিপ্লে করার জন্য, ক্ষোভ তীব্রতর করার জন্য এটা দরকার।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৬

রাজা সরকার বলেছেন: দমবদ্ধ দুঃসময়ে অনেক জরুরী বাতাসের জন্য এই লেখাটি আসলে একটি জানালা ।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৯

চৈতী আহমেদ বলেছেন: ধন্যবাদ রাজা সরকার! লেখাটি পড়ার জন্য।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

সাজিদনজরুল বলেছেন: 50-60 joner mar kheye bes-vusha to fit-fat dekhlam. Ekta kore chimti katle to rokter srot boyto. Jondis sangbadik ar sangbadikota.

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১২

চৈতী আহমেদ বলেছেন: আপনার আপনার শুভবোধ আর বিবেক আপনার সহায় হোক। আপনাকেও ধন্যবাদ সাজিদনজরুল।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি আছেন সাহস নিয়ে, আর এরা রাজনীতিতে অন্ধ হয়ে এই জঘণ্য ঘটনাকেও ডিফেন্ড করে View this link

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৫

চৈতী আহমেদ বলেছেন: হুম পড়ে এসেছি, মন্তব্যও দিয়েছি, ধন্যবাদ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আমার সামনে ঐ ঘটনার অন্য রকম প্রতিক্রিয়ার উইন্ডো খুলে দেয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.