![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান, আর মানুষ, সকালের শিশির, সব চেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে।
চমৎকার এই সকালের আগে কেটে গেছে সুন্দর একটা রাত:
সুঁই সুতো নিয়ে বসতেই মনে এলো এক অদ্ভুত বিবমিশা
-কি হবে লিখে তুমি তো আর পড়বে না! আজকাল
তুমিতো আস রাতের বুকে কিছু আবছায়া এঁকে দিতে
বিবসন আবছায়াকে গাঁথা যায় না, লেখা যায় না,
আশ্চর্য পোয়াতি কাল! শুধু আমার করে রাখা যায়।
তলপেটে তোমার মায়াবী স্পর্শগুলো জোড়া দিয়ে দিয়ে
দিনমান ভেঙে ভেঙে গড়ে চলি মনমতো ঈশ্বরের কায়া।
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪১
চৈতী আহমেদ বলেছেন: ধন্যবাদ শাহেদ খান, ভালো থাকবেন।
২| ১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৫০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪১
চৈতী আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয়। শুভকামনা রইলো।
৩| ১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৫১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪২
চৈতী আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয়। শুভকামনা রইলো।
৪| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: বেশ লাগলো কবিতা পড়ে
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪২
চৈতী আহমেদ বলেছেন: ধন্যবাদ মাসুম আহমেদ ১৪, ভালো থাকবেন খুব।
৫| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: তলপেটে তোমার মায়াবী স্পর্শগুলো জোড়া দিয়ে দিয়ে
দিনমান ভেঙে ভেঙে গড়ে চলি মনমতো ঈশ্বরের কায়া।
সুন্দর! সুন্দর!! মুগ্ধ পাঠ!
অনেক বেশী ভালো লাগা রেখে যাচ্ছি!
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৩
চৈতী আহমেদ বলেছেন: শুভকামনা আপনার জন্য।
৬| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনাকে অনুসরন শুরু করলাম!
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৩
চৈতী আহমেদ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন খুব।
৭| ১৩ ই জুন, ২০১৩ রাত ১০:২৭
তুষার আহাসান বলেছেন: ৩নং ভাল লাগা।
৮| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
অনাহূত বলেছেন: মুগ্ধপাঠ
মাত্র কয়েকটা লাইন হলেও কেমন যেনো গেঁথে গ্যাছে।
ভালো থাকুন কবি।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৮
শাহেদ খান বলেছেন: সুন্দর ছন্দময়তায় কড়া আবেগী লেখা !
ভাল লাগল। +