নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমৃত্যুর দু:খের তপস্যা এ জীবন-

চৈতী আহমেদ

নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান, আর মানুষ, সকালের শিশির, সব চেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে।

চৈতী আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অলীক

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০

আজকাল খুব দুরে কোথাও যেতে ইচ্ছে করে!

যে দুরত্ব আমাকে বলবে -দু:খিত! যার ভাবনা

আপনার হৃদয় এবং মস্তিস্ককে নি:সাড় করে রাখে

সেখানে এই মুহুর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না,

অনুগ্রহ করে একটু পরে আবার চেষ্টা করুন!



বিস্মৃতি! ভরিয়ে তোলো অপেক্ষার অতল এই

গহ্বর, গহীন গভীরে যার শুধু নৈ:সঙ্গের কলতান!



খুব দুর! তুমি হাত ধরো এই ব্যাথিত সময়ের!



যত দুরে তুমি যাবে নিয়ে, আমি চলে যাবো

তুমি শুধু বলো, কতদুরে গেলে আমি কোনোদিন

আর হবোনা তার? কতদুরে গেলে আমার হৃদয়ের

নাগাল পাবে না অতল অপেক্ষার জাগতিক ঈথার?

৩০/০৭/২০১৩



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: আজকাল খুব দুরে কোথাও যেতে ইচ্ছে করে!
যে দুরত্ব আমাকে বলবে -দু:খিত! যার ভাবনা
আপনার হৃদয় এবং মস্তিস্ককে নি:সাড় করে রাখে
সেখানে এই মুহুর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না,
অনুগ্রহ করে একটু পরে আবার চেষ্টা করুন!


অদ্ভুত সুন্দর একটা কবিতা! আমার ভালো লেগেছে! এই কবিতায় আরও কিছু মুগ্ধতা থাকার কথা, নেই কেন কে জানে!

শুভকামনা!

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

চৈতী আহমেদ বলেছেন: আপনার মুগ্ধতা এসে জানিয়ে গেলো সুন্দর কখনো একা পড়ে থাকে না, অনেক ধন্যবাদ ৎঁৎঁৎঁ ।
কি জানি আমিও তাই ভাবছি, হয়তো কোথাও খুত রয়ে গেছে তাই মুগ্ধদের টেনে আনতে পারেনি। :(

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতা পড়ে ভালো লাগলো

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

চৈতী আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ কবি। ভালো থাকবেন।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

ইখতামিন বলেছেন: প্রথম ভালো লাগা.

অনেক দিন পর আপনার ব্লগে আসলাম
মাঝে মনে হয় লেখা ছেড়ে দিয়েছিলেন
ভালো থাকুন :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

চৈতী আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ ইখতামিন। ভালো থাকবেন।
লেখাকে ছাড়ি তেমন দু:সাহস আমার নেই, তবে লেখাই মাঝে মাঝে আমাকে ছেড়ে ফেরার হয়।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

ইখতামিন বলেছেন: বিস্মৃতি! ভরিয়ে তোলো অপেক্ষার অতল এই
গহ্বর, গহীন গভীরে যার শুধু নৈ:সঙ্গের কলতান!

খুব দুর! তুমি হাত ধরো এই ব্যাথিত সময়ের!

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

চৈতী আহমেদ বলেছেন: খুব দুর! তুমি হাত ধরো এই ব্যাথিত সময়ের!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.