নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমৃত্যুর দু:খের তপস্যা এ জীবন-

চৈতী আহমেদ

নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান, আর মানুষ, সকালের শিশির, সব চেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে।

চৈতী আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০

আজ জানালা খুলে দিতেই হুমড়ি খেলো হিম হাওয়া

পশমিনা চাদরের মতো জড়িয়ে ধরে বললো:

আজকের দিনটি শুধুই তোমার;

মুখোমুখি বসো তার!



অনন্ত জীবন পালিয়ে বেড়ানো যায় না!

কোনো আয়োজন নেই, নেই কোন বিয়োজনও;

আবছায়া আলস্য আড়মোড়া ভেঙে বলে- ঐ দেখো

অদৃশ্য হ্যাঙ্গারে ধুলিমাখা অঙ্গিকার গুলো সব,

কি রকম ঝুলে আছে, ভাজ না খোলা শাড়ীর

মতো, ওদেরওতো অনেক কথা জমে আছে!



পুরোনো বইয়ের তাকে খোঁজা হলো কিছু সময়,

ময়ূরের দুর্লভ বর্ণিল পাখনার সাথে জড়িয়ে

যাদের সুবাস; বুকমার্কের মতো রেখেছিলাম

জীবনের পরতে পরতে, সেই সব বিবর্ণ

সুখের ভেতর শুধুই সময়ের জং;

সুবাস হারিয়ে এখন তারা

শুধুই নয়নতারা, শিউলী,

গোলাপের পাপড়ি

আর প্রজাপতিগুলো

কিশোরীর আনমনা দিন;

নিছক কালের ফসিল।



যারা যারা একদিন ঘেসাঘেসি করে

আমাদের হৃদয়ের খুব কাছে ছিলো,

তারা তারা সব -ক্রীতদাস হয়ে

মেটাচ্ছে হাঙ্গর-পৃথিবীর

কর্পোরেট ক্ষুধা!



বন্ধুরা জান কি তোমরা;

আজ সারা দিন শুধুই

তোমাদের দিন!



নীল বিষাদ পালঙ্কে নৈমিত্যিক নি:সঙ্গতা

ককিয়ে কাঁদে ঘুমের ভেতর।

শিশুর সারল্য মাখা তার মুখ,

দেখে মায়া লাগে,

দুরবগাহ সর্ম্পকের মাঝে

ডুব দিয়ে মুঠো ভরা

নীল নীল ক্লান্তি জিতে

কেমন সুখে আছে সে!

আমার কেন তবু

একা-একা লাগে!



টেমস পারে সন্ধ্যার

জনাকীর্ণ অন্ধকারে

অনতিক্রম্য সুদুর;

তোমারও কি

একলা লাগে?



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর কবিতা,ভালো লেগেছে খুব :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

চৈতী আহমেদ বলেছেন: কবিতায় এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ শুকনোপাতা০০৭। শুভেচ্ছা রইলো।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

কুহক' বলেছেন: হুমমমমমম
.....বিষাদ একটা ছোঁয়াচে রোগ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

চৈতী আহমেদ বলেছেন: রোগবালাই দুরে থাকুক। আপনি ভালো থাকুন সব সময়।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: অদৃশ্য হ্যাঙ্গারে ধুলিমাখা অঙ্গিকার গুলো সব,
কি রকম ঝুলে আছে, ভাজ না খোলা শাড়ীর
মতো, ওদেরওতো অনেক কথা জমে আছে!


যারা যারা একদিন ঘেসাঘেসি করে
আমাদের হৃদয়ের খুব কাছে ছিলো,
তারা তারা সব -ক্রীতদাস হয়ে
মেটাচ্ছে হাঙ্গর-পৃথিবীর
কর্পোরেট ক্ষুধা!


অদ্ভুত সুন্দর!


পুরোনো বইয়ের তাকে খোঁজা হলো কিছু সময়,
ময়ূরের দুর্লভ বর্ণিল পাখনার সাথে জড়িয়ে
যাদের সুবাস; বুকমার্কের মতো রেখেছিলাম


অপার মুগ্ধতা আপনার কবিতায়!

কবিতা প্রিয়তে!

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

চৈতী আহমেদ বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে, ধন্যবাদ ৎঁৎঁৎঁ ! শুভেচ্ছা রইলো আপনার জন্য।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০

তাসফিক হোসাইন রেইজা বলেছেন: খুব সুন্দর লিখেছেন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

চৈতী আহমেদ বলেছেন: ধন্যবাদ তাসফিক হোসাইন রেইজা। শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.