![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হতে পারে স্বপ্ন, স্বপ্নের চেয়ে বেশী। যার রুপ আজও অধরা সেইত ছদ্দবেশি।
বেদনার নীলে ছেয়ে গেছে
হরিণী চোখ বিষে,
কাতর-ক্লিষ্ঠ নিস্তব্ধ ভিড়েছে
স্নেহ-তনু জ্বালা জুড়াবো কীসে।
আমার দু-দণ্ড অপেক্ষাক্ষেপ
কখনও আসবেনা জানি,
নীলেতে নীল সমুদ্র ঢেলে
আসবেনা তখনও চোখের পানি।
হাঁপিয়ে উঠেছি কতবার
নাম না জানা ভয়ে,
কী জানি কার ব্যথায়-
সবই গেছে রয়ে সয়ে।
এতটুকুন মুখের প্রতি
কী জানি ছিল ঘাড় ছায়া,
শুভ্র ছাঁদরে ঢেকে দিয়ে, জানিনে-
কি সে এক মিথ্যে মায়া।
©somewhere in net ltd.