![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বুকে অনেক ক্ষত তবুও আমি বিক্ষত নই ভর দুপুরে একলা কত খুঁজে বেড়াই হৃদয়টা কই। জন্ম এবং বেড়ে উঠা চট্টগ্রামে এখন একটি কর্পোরেট হাউসে কামলা দেই ভালবাসি ঘুরে বেড়াতে
ব্লগে একসময় লিখতাম। ধীরে ধীরে ফেসবুকে কিবোর্ড হাঁকানো শুরু করলাম। একটা লম্বা সময় পার করে ফেলেছি অনলাইনে। ফেসবুক ইভেন্টের মাধ্যমে অনেকের জীবন বাঁচিয়ে ফেলতে দেখেছি। দেখেছি টাকা মেরে মৌজও করতে।
একটা সময় আসে, তখন কাউকে বিশ্বাস করা যায় না। ঠিক তেমন একটা সময় আমাদের অনলাইনের ইভেন্টেও গিয়েছে। সাহায্য দিয়ে প্রতারিত হয়েছেন অনেকে। তাই সাহায্য চাওয়ার ইভেন্টগুলোতে তেমন একটা সাড়া আজকাল পাওয়া যায় না। আমি বুঝি। প্রতারিত হতে আমরা কেউই চাই না।
সেই আদিকাল থেকে অনলাইনে লেখালেখি করে আসা বিবাহিত ব্যাচেলর নিকের হাবিবউল্লাহ এর কিডনি নষ্ট ছিল। কোন মতে ডায়ালাইসিস করে চলেছেন এত দিন। আর চলছে না। কিডনিটা এবার পাল্টাতেই হবে। খরচের ২৭ লাখ টাকার মাঝে ১৭ লাখ উনি জমিজিরাত বিক্রি করে যোগাড় করেছেন। আর ১০ লাখ টাকার খুব দরকার।
-(দূর্যোধন দূর্যোধন)
ব্যাংক একাউন্ট -
A/C Title : Habibulla
A/C No : 1191525804
Dutch Bangla Bank Bangladesh Limited
Doniya Branch, Dhaka.
বিকাশ -
Agent No : 01910 859 201 (মফিজ ভাই, রহমান হাবিব ভাইয়ের কাজিন)
Personal No : 01612 858 543 (কেফায়েত, রহমান হাবিব ভাইয়ের ছোটভাই)
Dutch Bangla Mobile A/C No: 01612 858 5439
( বিকাশ পার্সনাল নাম্বারটার লিমিট ক্রস হয়ে যাওয়াতে নতুন তিনটা বিকাশ পার্সনাল একাউন্ট খোলা হয়েছে সেগুলা হলো
01712858543
01611858543
01912312235
কেফায়েত ভাই বলেছেন সবাইকে যাতে বলে দেই টাকা পাঠানোর সময় প্রথমে যাতে সবাই পার্সনাল নাম্বারে ট্রাই করেন, যদি পার্সনালে না যায় তাহলে এজেন্ট নাম্বারে টাকা পাঠাতে। এবং এজেন্ট নাম্বারে টাকা পাঠানোর পর যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে ঐনাম্বারটার লাষ্ট তিনটা ডিজিট আর টাকার এমাউন্টটা যেন হাবীব ভাইয়ের ব্যাক্তিগত নাম্বারে ( +8801912312235) একটা মেসেজ দিয়ে জানিয়ে দেয়।" )
ইভেন্ট লিংক - Click This Link
হয়তো সাহায্য চাওয়ার পোস্ট দেখে লজ্জায় হাবিবউল্লাহর মুখ নিচের দিকে তাকিয়ে থাকে। কিন্তু তার চার বছরের শিশুটির পিতৃহীন হয়ে যাওয়া ঠেকাতে হাবিবউল্লাহ আপনাদের সাহায্যের অপেক্ষায় আছেন।
অর্ধলক্ষাধিক বন্ধু বা অনুসারী (শুভাকাঙখী বলাই ভালো হবে) দের কাছে সম্ভবত আমি কখনোই কিছু চাই নি। কিন্তু আজ আপনাদের সাহায্য কামনা করছি। এই মূহুর্তে আপনারাই আমার ভরসা।
আপনারা কি আমাকে সাহায্য করবেন এই ১০ লাখ টাকা তোলার জন্য?
যেভাবেই হোক, দশ টাকা - বিশ টাকা - একশটাকা.... অর্ধলক্ষাধিক বন্ধু আর শুভাকাঙখীদের প্রতিজনের কাছ থেকে পঞ্চাশ পয়সা পেলেও প্রয়োজনীয় টাকা জুটে যাবে।
আর আমি হাবিবউল্লাহর শিশুটিকে বলতে পারবো -
মামনি, পৃথিবী থেকে বিশ্বাস এখনও হারিয়ে যায় নি। এখনও বাটপারদের ভীড়ে 'মানুষ' টিকে আছে।
সাহায্য করবেন না?
২৯ শে মে, ২০১৫ দুপুর ২:২২
চন্দন বলেছেন: জানি না পোস্ট স্টিকি হবে কিনা, আসুন সবাই মিলে হাবিবুল্লাহর পাশে দাড়াই
২| ২৯ শে মে, ২০১৫ দুপুর ১:৩৬
মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগলো ব্লগে এই পোস্ট এসছে দেখে।
আল্লাহ উনাকে শেফা দান করুন।
২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:২৭
চন্দন বলেছেন: আমরা সবাই মিলে হাবিবের পাশে দাড়ালে ইনশাল্লাহ হাবিব আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে। একজন সিনিয়র ব্লগারের জন্য ব্লগের সবার কাছে সাহায্য কামনা করছি।
৩| ২৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২১
সাহসী সন্তান বলেছেন: ইনশাআল্লাহ চেষ্টা করবো ওনার জন্য কিছু করার!! একজন প্রতিভাবান ব্যক্তিকেতো আর এভাবে ধুকে ধুকে মরতে দিতে পারিনা!!
৩০ শে মে, ২০১৫ রাত ১:১৩
চন্দন বলেছেন: আমরা সবাই মিলে চেস্টা করবো ইনশাল্লাহ
৪| ২৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
তাপস কুমার দে বলেছেন: অামাদের হাবিবুললা ভাই অামাদেরই---সবাই সাহায করবে অাশা করছি
৫| ২৯ শে মে, ২০১৫ রাত ১১:০৩
আরজু পনি বলেছেন:
আশা করি শিগগীরই বিকাশ করবো...
ইনশাহআল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন ।
উনার জন্যে অনেক দোয়া রইল ।
ফেসবুকের একাউন্ট ডিএ্যাকটিভেটেড তাই দূর্যোধনের স্ট্যাটাস দেখিনি ।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্যে।
পোস্টের একটা জায়গায় ইমো দিয়েছেন...এটা না দিলেও পারেন...
০১ লা জুন, ২০১৫ সকাল ১১:৪৩
চন্দন বলেছেন: @আরজুপনি ধন্যবাদ পাশে থাকার জন্য, সবার ছোট ছোট সাহায্য একটি জীবন বাঁচিয়ে দিবে।
৬| ৩০ শে মে, ২০১৫ সকাল ৯:৩৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চেষ্টা করব পাশে থাকার।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পোস্ট ষ্টিকি করার জন্য।
৭| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
মারুফজয় বলেছেন: তাকে বাঁচাতে আমাদের সবাই কেই এগিয়ে আসা উচিত। ঝরে দিতে চাই না একটিও প্রান অকালে
৮| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
চাঁপাডাঙার চান্দু বলেছেন: পোষ্টটার জন্য ধন্যবাদ চন্দন ভাই
৯| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:৪০
নেয়ামূল হক বলেছেন: সবাই এগিয়ে ধন্যবাদ পোস্টের জন্যে
আঠা লাগান হৌক
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৫ দুপুর ১:০১
শতদ্রু একটি নদী... বলেছেন: উনাকে তো অনেকেই চেনেন মনে হয়। একজন চেনা সিনিয়র ব্লগারের পাশে না দাড়াইলে এই লজ্জ্বাটা সবারই হবে। যথাসাধ্য চেস্টা করবো।
পোষ্ট স্টিকি হোক।