নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: চঞল মাহমুদ

যারা বার বার ভূল করে,আমি তাদেরই একজন,স্বপ্নহীন মানুষ হিসেবে বেঁচে আছি.প্রতিটি জীব সৃষ্টির পেছনে প্রকৃতির একটি উদ্দেশ্য থাকে.সব সময় চাই যেন তার ইচ্ছাটা বাস্তবায়ন করতে পারি.আমি স্রষ্টাকে খুঁজিনা.আমি আমাকেই খুঁজিয়া বেড়াই.

মো: চঞল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বালিকা ও বাস্তবতা

৩০ শে জুলাই, ২০১৪ রাত ৮:০২

বালিকা,

তুমি ঘুমের মাঝে ভালবাসার স্বপ্নের জাল বুনো৷

আমি,

নিঃশব্দ রাতে ঘুমহীন বিষাদের প্রহর গুনি৷

বালিকা,

তোমার জীবনে সকাল আসে নতুন সুখের বার্তা নিয়ে৷

আমার কাছে সকাল আসে জীবন যুদ্ধের প্রস্তুতি নিতে৷

বালিকা,

তোমার দিন কাটে ভালবাসার বৃত্তে জড়িয়ে৷

আমার সারাদিন কাটে পরিশ্রমের ঘাম ঝড়িয়ে৷

বালিকা,

তোমার চিন্তা চেতনা আবেগ আর সাজ গোজে তে৷

আমার সকল ভাবনা জীবন আর জীবিকা তে৷

বালিকা,

তুমি আবেগী ছন্দের ভালবাসার প্রলাপ বুলাও৷

আমি বাস্তবতার নিষ্ঠুরতার জীবনমুখী কথা বলি৷

বালিকা,

তোমার ঘোর কাটেনা ভোগ বিলাসের স্বপ্ন থেকে৷

আমি পারিনা জীবনটাকে ওসবে জড়াতে৷

বালিকা,

তোমার বেঁচে থাকা মানে সুখ আর বিত্তে থাকা৷

আমার কাছে বেঁচে থাকা মানে শুধুই বেঁচে থাকা৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.