![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই বন্ধুর কথোপকথন:
১ম বন্ধু: কিরে তুই এখনো Nepal Earthquake এ safe mark করিস নি কেন?
২য় বন্ধু: এটাতো নেপালে যারা আছে তাদের জন্য জুকারবার্গ খুলেছে যেন তারা আত্বীয় স্বজনদের জানাতে পারে ৷ আমরা তো নেপালী না!
১ম বন্ধু: আরে এটাও একটা স্মার্টনেস ৷ আমিতো ফেবুতে ভুমিকম্পের সেলফি দিয়েছি দেখিস নি?
২য় বন্ধু: তোরা ফ্যামিলি সহ যেদিন চাপা পড়বি সেদিন সেলফি তুলিস সেটা দেখবো ৷ আচ্ছা কদিন তো দেখলাম ফিলিস্তিনিদের নিয়ে হ্যাশ ট্যাগ মারলি ৷ এখন নেপালীদের নিয়ে মারবি না?
১ম বন্ধু: আরে ফিলিস্তিনিরা তো মুসলমান আমরা ভাই ভাই ৷ নেপালীরা তো ন্যাড়া মাথার বৌদ্ধ!!
বিধর্মীদের জন্য আবার দয়া কীসের!!!
সত্যিই যখন কেউ মারা যায় তখন দেখি সে আমাদের ধর্মের নাকি বিধর্মী! আমরা মানুষকে ভালবাসি কিন্তু সেটা ধর্মের ভিত্তিতে!! মানুষ হিসেবে কখনো ভালবাসতে পারিনা ৷ ভুলে যাই, "সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই"
পুনশ্চঃ নেপালী মৃতের সংখ্যা ১৫০০, মৃতের সংখ্যা তিনগুন বাড়ার আশংকা ৷
২| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৯
আউলা বলেছেন: গতকাল দেখলাম রাস্তার প্রায় ঘন্টাখানেক দাড়িয়ে থেকে কয়েকজন আমাদের বিল্ডিংটা কত ড্রিগ্রী এ্যাংগেলে হেলে পড়েছে সেটা পর্যবেক্ষণ করছে এবং যখন দেখলো বিল্ডিং হেলে পড়ে নি, তাদের হতাশাগ্রস্ত মুখের দিকে তাকাতে কষ্ট হচ্ছিল!
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১০
নিঃসঙ্গ নীল নিসর্গ বলেছেন: আমার অফিসেও কিছু কাঁঠালপাতা খোরকে দেখলাম অফিসের বাইরে এসে সেলফি তুলতে......এবং আমি নিশ্চিত বেশকিছু কাঁঠাল পাতা খোর ঐটার মধ্যে 'লাইক' মারবে।