নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক গুরুত্বপূর্ন পরিকল্পনার সাক্ষী

বক্সে জমা থাকি , কলমের আগার খসখসে দাগ, ভাঁজ করে পকেটে অবস্থা অতপর ঝুড়িয়ে নিক্ষিপ্ত..... কিন্তু অসংখ্য গুরুত্বপূর্ন লেখালেখির সাক্ষী

"চিরকুট"

বক্সে থাকি , কমলের আগা দিয়ে বুকে দাগ গ্রহন করি, ভাজ হয়ে পকেটে চলে থাকি , একসময় ঝুড়িতে নিক্ষিপ্ত হঈ

"চিরকুট" › বিস্তারিত পোস্টঃ

বিডিআর বিচার ও প্রহসনের নাটক

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

২৫, ২৬ ফেব্রুয়ারী ২০০৯ । হঠাৎ এক বড় ভাইর ফোন পেয়ে টিভির পর্দায় চোখ রেখে তাজ্জব বলে গেলাম। দুইদিনের ধ্বংসজজ্ঞ শেষ হলো। মারা গেলো ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৫৯ জন।

বিদ্রোহ কেন , কিভাবে , কারণ ইত্যাদি নিয়ে আজকের এ লেখা নয় । আজকের এ লেখা তাদের নিয়ে যারা বিডিআর বিদ্রোহের নামে প্রহসনের বিচার চাপিয়ে দেয়া হয়েছে তাদের নিয়ে।



আমরা সকলেই বিডিআর বিদ্রোহের কারণে সেই সময়ের বিডিআর সদস্যদের দোষীর চোখে দেখি



কিন্তু আসলে তাদের দোষ কতটুকু তা খতিয়ে দেখা কি হয়েছে????????????



সরকার যে বিচার করেছে তা কি কতটুকু গ্রহনযোগ্য???????



বিডিআর বিচারে সাজাপ্রাপ্তগন কেন সাজা পেলো আর সাক্ষীদাতাগত কেন সাজা পেলো না বা একপক্ষের চাকরী গেলে অন্য পক্ষের চাকরী কিভাবে থাকলো?????????



রিমান্ডের নামে দিনের পর দিন টিএফআই, জেএফআই সেলে নির্যাতনের খোজ কি কেউ জানে?



৫৭ জন সেনা কর্মকর্তার পাশাপাশি কতজন বিডিআর কে মারা হলো সংখ্যা কি খোজ নিয়েছে?



একই অভিযোগে একাধিক ব্যক্তির একাধিক ধরনের সাজা হয় কিভাবে???



পরিবারের উপার্জনের একমাত্র ব্যক্তি সাজাপ্রাপ্ত হলে তার পরিবারের কি অবস্থা দাড়ায় তা কি কেউ খোঁজ নিয়েছে??????





সংশোধিত আইনে হাজতবাস যেকোন কয়েদীর জন্য ধরা হলে তাদের জন্য কেন ধরা হবে না????



কাদের ইঙ্গিতে আর কাদের মাধ্যমে হয়েছে এর তদন্ত যারা করেছে তারা কি প্রমান পেয়েছে এর প্রকাশ কি জাতির সামনে হয়েছে??????







আরো অনেক প্রশ্ন আছে......................... প্রশ্নগুলো জাতির কাছে রইল।



বিচারের নামে প্রহসনের নাটক............... জাতি কি ক্ষমা করবে?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

মোয়ােজজম হোেসন বলেছেন: সরকারের সাজানো নাটক...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

"চিরকুট" বলেছেন: কেউ কথা বলে না.।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

সাউন্ডবক্স বলেছেন: পুরাটাই ছিল নাটক। সরকার পালটাইলেই গোয়ায় বাশ পরবে। একটু অপেক্ষা করেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

"চিরকুট" বলেছেন: বিডিআরগনও অপেক্ষা করছে কিন্তু মিলবে কি তাদের প্রত্যাশা?

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
more information about BDR mutiny in 3part
Click This Link

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

"চিরকুট" বলেছেন: অনেক তথ্য ........ অজানাকে জানিয়ে দেয়া দরকার

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: সংগঠনটি লুলা করে দিসে :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

"চিরকুট" বলেছেন: আগে বিএসএফ এর জবাবে তারা গুলি করার অর্ডার ছিলো তাই বিএসএফ ভয় পেতো আর এখন অনুমতি লাগে উপরের ............ অনুমতি আসতে আসতে সব কাজ শেষ

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: আজ ৪ টি বছর ধরে ৭৪ টি প্রানের বদলে ৫০০০+ সৈনিক ও তাদের পরিবার যে নিদারুন কষ্ট এ আছে তার খবর কি কেউ রেখেছে???

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

"চিরকুট" বলেছেন: বিচার বানী নিভৃতে কাঁদে.।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

যা বলার বলবো বলেছেন: অসাধারণ পোস্ট।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

"চিরকুট" বলেছেন: অসাধারন কিনা জানিনা কিন্তু যা সত্যি তা বলার চেষ্টা করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.