| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"চিরকুট"
বক্সে থাকি , কমলের আগা দিয়ে বুকে দাগ গ্রহন করি, ভাজ হয়ে পকেটে চলে থাকি , একসময় ঝুড়িতে নিক্ষিপ্ত হঈ
![]()
নিঃসন্দেহে ভাল সংবাদ ওয়েস্টিন হোটেলে চাকরী পেলেন রেশমা ধন্যবাদ ওয়েষ্টিন কর্তৃপক্ষকে। অন্তত একটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তারা করেছে।
রানা প্লাজায় আহত, চাকরী হারা, অসংখ্য নারী পুরুষ রয়েছে এখনো। তাদের কি কোন জীবন জীবিকার ব্যবস্থা কি করা গেছে
তারা কতটুকু সহায়তা পেয়েছেন আমরা জানি না কিন্তু জীবিকা নির্বাহের একমাত্র উপায়টি যখন ধ্বংসস্তুপে পরিণত তখন তাদের দায়িত্ব কে নিবে?
ধ্বংসস্তুপের সময় অনেকেই আওয়াজ তুলেছিলো সহায়তার কিন্তু উদ্ধার পরিবর্তি সময়ে নিহত, আহতদের সহায়তা করতে কতজনই বা এগিয়ে গিয়েছে । কতটুকুই বা দায়িত্ব নিয়েছে সমাজপতিরা, কতজনের ক্ষতিপূরণের ব্যবস্থা করা গেছে এখন পর্যন্ত?
এ জিজ্ঞাসা আজ সরকারের কাছে, সমাজপতিদের কাছে, আপনার আমার সকলের কাছে?
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৮
"চিরকুট" বলেছেন: প্রশ্নগুলো সকলের কিন্তু উত্তর?
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৩
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++ প্রশ্নগুলো আমাদেরও ।
ভালো থাকবেন ।