নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক গুরুত্বপূর্ন পরিকল্পনার সাক্ষী

বক্সে জমা থাকি , কলমের আগার খসখসে দাগ, ভাঁজ করে পকেটে অবস্থা অতপর ঝুড়িয়ে নিক্ষিপ্ত..... কিন্তু অসংখ্য গুরুত্বপূর্ন লেখালেখির সাক্ষী

"চিরকুট"

বক্সে থাকি , কমলের আগা দিয়ে বুকে দাগ গ্রহন করি, ভাজ হয়ে পকেটে চলে থাকি , একসময় ঝুড়িতে নিক্ষিপ্ত হঈ

"চিরকুট" › বিস্তারিত পোস্টঃ

স্টার জলসা আর স্টার প্লাস এখন ডায়গনেষ্টিক সেন্টারেও

২২ শে জুন, ২০১৩ রাত ৮:১৩





সেই সকাল ১১.৩০ টায় ভাগনীর ই.ই.জি করানোর জন্য যেতে হলো পপুলার ডায়গনেষ্টিক সেন্টারে(নার্সদের চাকরী আর অপমানিত না করার জন্য শাখার নামটি উহ্য রাখলাম)। সিরিয়াল বেশী না মাত্র ১০ জনের কিন্তু একজনের জন্য প্রায় ৪৫ মিনিট সময় লাগে আবার বাচ্চাদের ঘুমানো শর্ত তাই সিরিয়াল কম হলেও সময় চলে যায় অনেক।

আমাদের সিরিয়াল ৮ নাম্বারে।একবার ফিরে আসতে চেয়েছিলাম কিন্তু আসা যাওয়ায় সময় চলে যাবে আর এ গরমে রাস্তায় নামার চেয়ে এসির বাতাস খাওয়া ভালো।কিন্তু অপেক্ষার সময় তো আর শেষ হয় না, তাই ওয়েটিং রুমে বসে বসে ইচ্ছা না থাকলেও সময় টেলিভিশনের একই বিজ্ঞাপন আর নিউজ দেখছিলাম একটু পর পর।কোন উপায় নেই অতঃএব অপেক্ষা করা।

সময় তখন ৩.৩০ টা। দুপুর গড়িয়ে গেছে, রোগীর সংখ্যাও ধীরে ধীরে কমে আসলেও একেবারে শেষ হয়ে যায়নি। ওয়েটিং রুমে তখনো রোগীর সংখ্যা কমপক্ষে পাঁচ জন।সময় টেলিভিশনের বিজ্ঞাপন আর কতক্ষন….? তাই ব্যাগে থাকা একটা ম্যাগাজিনের বানান ভুল ধরার কাজে লিপ্ত হলাম আর লাল কালিতে দাঁগ দিচ্ছিলাম। এবং সঙ্গে থাকা প্রিয় লেপুটাকে অপেক্ষার সঙ্গী বানিয়ে সময় কাটাচ্ছিলাম।

এমন সময় সময় টেলিভিশনের আওয়াজ চেঞ্জ হয়ে গেলো। সেখান থেকে আর সময় টিভির পানিতে সময় টিভি ভেজার আওয়াজ পাওয়া গেলো না বরং সেখান থেকে ঠা….ঠা….ঠা.…ঠা…. ৪ বার করে আরো কত রকমের আওয়াজ।…………. চোখ চলে গেলো সেদিকে ।আরে একি সময় টেলিভিশনের বদলে এখন চলছে স্টার জলসা। ……. সামনের দর্শক সাড়িতে উপস্থিত ডায়গনেষ্টিক সেন্টারের ৩ জন নার্স আর আরো দুই জন কর্মচারী আর রোগী ও তার আত্মীয় স্বজনরা তো আছেই।

নার্স সহ দর্শকবৃন্দের চেহারার দিকে তাকিয়ে আমিতো তাজ্জব………. সবাই তম্ময় হয়ে তাকিয়ে আছে স্টার সিরিজের কোন এক চ্যানেলে, যেখানে ক্রন্দনরাতা নারী দুঃখ ভারক্রান্ত হৃদয়ে সুন্দর করে সেজে সংসারের হালহাকিত বর্ননা করছেন।দর্শক মন্ডলীর চেহারায় সুন্দরী সাজুগুজ রমনীর ক্রন্দন দেখে কাঁন্না ভাব চলে আসলো। আমি এক সাইডে থাকায় আর মাঝখানে একটি সুদৃশ্য পিলারের আড়ালে পরায় তেমন মনযোগী হতে পারলাম না টিভির প্রতি, আর টিভি দেখার অভ্যাসটা তো বাদ গেছে অনেক দিনে আগেই।

খুব বেশী অবাক হওয়ার কিছু নাই বিষয়টাতে কারণ এখন ঘর বাড়ী সব জায়গাতেই বিশেষ করে নারী অঙ্গনে স্টার জলসা আর স্টার প্লাসের জয়জয়কার। অতঃএব এখানেও চলতে সমস্যা কি ?

কিন্তু তাই বলে ব্যস্ত ডায়েগনেষ্টিক সেন্টারের ওয়েটিং রুমে বসে নার্সবৃন্দ সমাবেশের সহিত দেখবেন এটা মেনে নিতে পারলাম না। রোগীরা সকাল থেকে অপেক্ষামান আর এদিকে নার্সরা স্টার সিরিজ দেখায় মগ্ন। হয়তো তাদের কর্তব্য পালন শেষ হয়েছে তাই বলে রোগীদের ওয়েটিং রুমে বসে স্টার সিরিজ দেখতে হবে??????????? আবার যেখানে বাচ্চাদের ঘুমানো জরুরী সেখানে সাউন্ড দিয়ে তারা দেখছেন স্টার সিরিজ।

তারা যে নিয়মিত এ কাজে মগ্ন থাকেন তার প্রমান পেলাম আরেকজন কর্তব্যরত কর্মচারীর মুখের কথায়। হয়তো যথাযথ কর্তব্য না করায় তিনি একজন নার্সের উদ্দেশ্য করে বলছেন……… কাজকর্ম নাই শুধু টিভি দেখা?

প্রথমে কিছু না বললেও একজন রোগীর বাবা এবার হলেন একটু গরম……… কি আপা……. বাচ্চাদের ঘুম পড়াবো না নাকি ? টিভির সাউন্ডটা একটু কমান তো………….. কাজ হলো তাতে… বন্ধ হয়ে গেলো টিভি।

বাসা বাড়ীতে এখন থাকি না বলে স্টার জলসা আর স্টার প্লাসের নির্যাতন ভোগ করতে হয় না তেমন কিন্তু এর প্রভাব যে হাসপাতাল, ডায়গনেষ্টিক সেন্টারেও পড়েছে তাই দেখে কিঞ্চিত ভাবিত হলাম……………….







স্টার এর সৌজন্যেঃ





























.............................

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ রাত ৮:২৭

১১স্টার বলেছেন: :-B :-B

২২ শে জুন, ২০১৩ রাত ৯:০০

"চিরকুট" বলেছেন: হাসেন কেন?

২| ২২ শে জুন, ২০১৩ রাত ৮:৪৫

বনসাই বলেছেন: আজকে বিকালেই ধানমন্ডির ডক্টরস ডায়গনেস্টিক সেন্টারে এমন অভিজ্ঞতা হলো, দিব্যি নীচতলার ওয়েটিংরুমে জি বাংলা চলছে, পুরুষ মহিলা কর্মচারীরা দলবেঁধে দেখছেন। মনে হলো, প্রতিদিনই এমনটা হয় সেখানে।

স্কয়ার হাসপাতালের সেভেন্থ ফ্লোরের ওয়েটিং এ আমি ভারতীয় বাংলা চ্যানেল দেখতে দেখেছি নার্সদের। বাসায় যেটা বা যে অংশ মিস করেছেন সেটা তখন পুষিয়ে নিচ্ছিলেন।

২২ শে জুন, ২০১৩ রাত ১০:০২

"চিরকুট" বলেছেন: তাহলে প্রমানিত..

৩| ২২ শে জুন, ২০১৩ রাত ৮:৫০

আর.হক বলেছেন: সব যে স্টারে স্টারে ভরপুর

২২ শে জুন, ২০১৩ রাত ১০:০২

"চিরকুট" বলেছেন: তাইতো মনে হচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.