![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে আমার অসম্ভব মন খারাপ। কালকে রাতে কাদতে কাদতে ঘুমিয়ে পরেছি। আজ সারাদিন এত কাজ করেছি, এত হেসেছি, সবার সাথে এত দুষ্টামি করেছি যে, সবাই ভেবেছি আমি খুব ভাল মুডে আছি। আমি কারও ফোন ধরতে পারছি না। কারও মেসেজের রিপ্লাই দিতে পারছি না। আমি শুধু অফিসের কাজ ছাড়া আর কিছুই ভাবতে চাচ্ছি না। কারন অনেকদিন পর আমার পুরানো একটা রোগ মাথা চাড়া দিয়ে উঠেছে। এর নাম বাবল ডিজিজ। আমার মাথার ভেতরে অবশ হয়ে যাওয়া শুরু হয়েছে। হালকা সাবানের বাবল ঘুরে ফিরে বেড়াচ্ছে। একজন আরেকজনের সাথে ঠোক্কর খাচ্ছে। এটা কেন আমি জানি। আমার মন প্রতিরোধ গড়ে তুলছে। সে কিছুতেই আর কষ্ট পেতে চায় না। প্রয়োজনে পাষান হয়ে যাবে। সবাইকে ভুলে থাকবে দীর্ঘদিন। পালিয়ে বেড়াবে। তবু কষ্ট পাবে না। বার বার রক্তাক্ত হতে কার ভাল লাগে? কতদিন ভাল লাগে?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭
শহুরে কাউয়া বলেছেন:
২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
বেঈমান আমি. বলেছেন: আহারে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮
শহুরে কাউয়া বলেছেন:
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:১২
সুপ্ত আহমেদ বলেছেন: শহুরে কাউয়ার নিকট শহুরে কাউয়া এর মুখ বইয়ের ঠিকানাটা অনেক প্রয়োজন বোধ করছি। যদি মহাশয় দিতেন র্বাধিত থাকিবো
২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৫
শহুরে কাউয়া বলেছেন: বাধিত?! বাবারে
https://www.facebook.com/citycrow
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
অপ্রচলিত বলেছেন: দুঃখের উপশম হোক, আর অতিসত্বর মন ভালো করে ফেলুন। না হলে কিন্তু আপনার ব্লগ বয়কট করা হবে।
অনেক তো মন খারাপ করলেন, এবার একটা সুন্দর হাসির ইমো দিন