নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শহুরে কাউয়া

আমি মনে হয় ভালই তারছিড়া।

শহুরে কাউয়া › বিস্তারিত পোস্টঃ

বাবা দিবষ আর আমার বাবা

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৫

আজকে নাকি বাবা দিবষ। কিন্তু আমার তাতে কি যায় আসে? ৯ বছর বয়েসে আমার বাবা আমার মায়ের সাথে ২২ বছর সংসার জীবন শেষ করে নতুন সংসার শুরু করে। বাবার দায়িত্বহীনতা, মায়ের প্রতি অবিচার, অন্য নারীর প্রতি আসক্তি দেখে আমরা ভাইবোনেরা মায়ের সাথে থাকার সিদ্ধান্ত নিলাম। বাবা আবার সংসার পাতলো। মা হয়ে গেলো একাধারে বাবা ও মা। মায়ের হাতে ভাত খাওয়া, আল্লাদী করা, আঁচলে মুখ মোছা এসব আমাদের ছিলনা। আমরা পেয়েছি এক অতি কঠিন মাকে যে কিনা সন্তানদের কাছে টাইগ্রেস উপাধি পেয়েছিলো। সেই হিসেবে আমরা মাও পাইনি বাবাও পাইনি, পেয়েছি অভিভাবক। দারিদ্রতার কষাঘাত। কিন্তু কঠোর জীবন গঠন। যার ফলশ্রুতিতে আমাদের ভাইবোনদের মধ্যে মমতা জিনিষটা কম। আবেগের বালাই নেই বললেই চলে। আমরা কান্নাকাটি করে ঘরের দরজা লাগিয়ে। ভয়াবহ বিপদেও মাথে গরম করিনা। আমরা সবাই এখন প্রতিষ্ঠিত। কিন্তু পারিবারিক বন্ধন আমাদের নেই। নিজেদের ভেতরেও না।

১৭ বছর পর বাবা আমাকে ফোন করেছিলেন। কৃতকর্মের ক্ষমা চান। আমি অম্লান বদনে তার কাছে ১৭ লাখ টাকা চাইলাম। উনি কারন জানতে চাইলে বলেছিলাম উনি যখন চলে যান আমার বয়স ৯। এখন আমি রেডীমেড প্রতিষ্ঠিত কন্যা। সুতরাং টাকা তো দিতেই হবে। প্রতি বছরের জন্য ১ লাখ করে। এও বলেছিলাম বছর বাড়লে টাকার অংকও বাড়বে। উনি খুব হতাশ হলেন। কি করব? কথায় আছে পৃথীবিতে কোন "ফ্রি লাঞ্চ নেই"।

১ বছর, ৬ মাস পরপর ফোন করেন আমাকে। আর ভাইবোনদের করতে সাহস পাননা বোধহয়। আমি নিরাশক্ত ভঙ্গিতে বলি ভাল আছি। লিখিত ভাবে মাফ করে দিবো যদি টাকা দাও। টাকার পরিমান ক্রমশই বাড়ছে।

নিজের অভিজ্ঞতা থেকে একটা জিনিষ খুব ভালো ভাবে শিখেছি। রক্তের বন্ধন বলে কিছু নেই। মানুসের সম্পর্ক তৈরী করে তার আত্মা। রক্ত না। তাই রক্তের সম্পর্ক বলে কিছু নেই।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

সেলিম আনোয়ার বলেছেন: মরমস্পর্শি।

বাবা বাবাই। টাকা দিয়ে সব কিছু পাওয়া গেলেও বাবা পাওয়া যায না্ ।

১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

শহুরে কাউয়া বলেছেন: বাবা পেলাম কই? বাবা কি জিনিষ সেটাই তো জানি না।

২| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

আয়রন ম্যান বলেছেন: একজন বিবেকবোধ সম্পন্ন বাবা কখনো তার সন্তানদের বিমুখ করতে পারে না।
আমিও একটি মেয়ের বাবা। আমি যেন একজন বাবা হিসাবে যথাযথ দায়িত্ব পালন করতে পারি- আল্লাহর কাছে এই কামনা করি।

১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

শহুরে কাউয়া বলেছেন: আপনার প্রতি শুভকামনা রইলো। মনে রাখবেন স্বামী-স্ত্রী তে যাইহোক। সন্তানটি যেন এর ফল না পায়।

৩| ১৫ ই জুন, ২০১৪ রাত ৮:১১

চাঙ্কু বলেছেন: ১৭ বছর বাবাকে পান নাই কিন্তু এখনতো তাকে পেতে পারেন। আমরা সবাই ভুল করি, কিছু ভুল ছোট যেগুলোকে মাফ করে দেওয়া যায়; আবার কিছু ভুল এত বড় যে সবাই মাফ করতে পারে না কিন্তু গুটি কয়েকজন পারে তাদের অসীম হৃদয়ের কারনে। সম্পর্কের ক্ষেত্রে লিখিত মাফ করে দেওয়া বলে কিছু নাই। আপনি মন থেকে মাপ করতে না পারলে, টাকা পেলে আপনার কি আসলেই মনে আপনি তাকে মাফ করে দিবেন?

১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৪

শহুরে কাউয়া বলেছেন: টাকা টা ভাই কথার কথা। আমি বাবাকে চাই না ফেরত। যে বাবা সন্তানদের এভাবে ফেলে যেতে কুন্ঠা করে না । তাকে আমার এখন আর প্রয়োজন নেই।

৪| ১৫ ই জুন, ২০১৪ রাত ৮:১৬

চড়ুই বলেছেন: আপু আপনার জন্য অনেক খারাপ লাগছে। সান্তনা দেবার মতো ভাষা নেই। হ্যাঁ, তবে এটুকু বলতে পারি আপনি যা আপনার পরিবার থেকে পাননি চেষ্টা করবেন যেন আপনার সন্তান সেটা পাই। আপনার জন্য রইল একরাশ শুভকামনা, ভালো থাকবেন। :)

১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৫

শহুরে কাউয়া বলেছেন: ধন্যবাদ। আমার কোন সন্তান নেই। আমি বিবাহিতও না। ইচ্ছাও নেই। আপনিও ভাল থাকবেন।

৫| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৩

ইখতামিন বলেছেন:
সুন্দর লিখেছেন
তবে শিরোনামের দিবস বানানটা ঠিক করে নিন :)

৬| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

সজিব ইসলাম বলেছেন: আপনার লিখাটা পড়ে খারাপই লাগচে, বাবা কেন আমন হবে? বাবার কাছে সন্তান সেতো পৃথিবির সবচেয়ে আপন। এই বাবা দিবসে একজন বাবা হিসাবে আমিও কস্ট পেয়েচি কারন আমার ৫বছরের ছোট্ট মেয়েটি আমাকে ফোন করে বলে আই লাভ ইউ পাপ্পা আমি বললাম থাঙ্ক ইউ, সাথে সাথে বলল আজ কিন্তু আমার জন্য সাইকেল আনবা, আমি তার আবদারটা রাখতে পারিনাই। তাকে মিথ্যা আস্বাশ দিয়ে রাখছি। সন্তানের আবদার রাখতে না পারা একজন বাবার জন্য অনেক কস্টের।

৭| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: সব বাবা এক নয়, তবে আপনার জীবনে যেটা ঘটেছে তা মনে হয় প্রথম এবং লেখক হুমায়ন আহম্মেদ এর টা ২য়। শুধুই ধিক এ জাতীয় বাবর জন্য।


আমার বাবর জন্য দেয়া করবেন।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৫

শার্লক_ বলেছেন: আমার সাথে অনেক মিল আছে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.