![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুরু হলো প্রানের বইমেলা। আমার কবিতার বই "রুপাকে নিয়ে" এসেছে। ইতিমধ্যে নানান প্রশ্ন আছে বইয়ের নামকরণ ও প্রচ্ছদ নিয়ে। আজকে এই পোষ্ট তাই নিয়ে।
প্রথমত, এই রুপা হিমুর কেউ না। রুপা নামটির প্রতি আমার একটু দূর্বলতা আছে। আমার বোনের নাম লোপা, তার সাথে মিলিয়ে আমার নাম প্রস্তাব করা হয়েছিল রুপা। কিন্তু আমি লোপার মত রুপালি গায়ের রঙের নই। আমি শ্যামলা, প্রায় কালোই। তাই নাম হল ছন্দা। মাথায় রয়ে গেলো রুপা নামটা। রুপাকে নিয়ে ১৪ টি কবিতা আছে। এই রুপা একটি ছেলে বা দুটি ছেলে বা ১৪ টি ছেলের না বলা প্রেম, ভালবাসা। মেয়েটিও এক নয় আবার হতেও পারে। ছেলেটি কখনোই মেয়েটিকে মুখফুটে প্রেমের কথাটা বলতে পারেনা। রুপা পাথর নয়, কিন্তু সে জানেই না বিষয়টা। বুঝতেই পারেনা, নাকি এড়িয়ে যায়? সবটাই পাঠকের উপর ছেড়ে দিলাম।
প্রচ্ছদের পা, রুপার পা? অবশ্যই। কিন্তু পা কেন? রুপা অধরা, অব্যক্ত ভালবাসা। সে হাতের নাগালে তবু ধরাছোঁয়ার বাইরে। রুপাকে যে ভালবাসে তার কাছে রুপা সম্পূর্ণ স্বপ্নের মত। রুপার ভালবাসা, প্রেম, উষ্ণ স্পর্শ, এসব কেমন হতে পারে, সেই ছেলেটি জানে না। তাই রুপা কেবলই নুপুর পরা পা। শুধুই স্বপ্ন।
আমার এটুকুই ব্যাখ্যা। বাকিটা পাঠক-পাঠিকারা কল্পনায় একে নেবেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১
শহুরে কাউয়া বলেছেন: ধইন্যা
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: হুম...
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭
শহুরে কাউয়া বলেছেন: হুমমম..
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭
কলমের কালি শেষ বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৫
শহুরে কাউয়া বলেছেন: ধইন্যা
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: রূপাকে নিয়ে সফলতা পাবে এই বাই মেলায়, প্রত্যাশা আমাদের
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৪
শহুরে কাউয়া বলেছেন: পড়ে জানাবেন ভাই কেমন লাগল
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭
বিজন রয় বলেছেন: অভিনন্দন।
৬| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৪
খায়রুল আহসান বলেছেন: কবিতার বই প্রকাশ করেছেন, এ আনন্দ এখানে ভাগাভাগি করে নিয়েছেন, এজন্য অভিনন্দন ও ধন্যবাদ।
"রুপাকে নিয়ে" আপনার কততম বই? কেমন চলেছে?
সাফল্য কামনায়...
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা।