![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নৈঋত
হঠাৎ এসেছিলে চোখের আলোতে,
হারিয়ে ফেলেছি এক ঝলকে,
তবুও তুমি ছিলে চোখের কোণে,
আগলে রেখেছি বড় যতনে,
ভালোবেসেছি তোমাকে প্রথম,
চোখের আলোতে এসেছ যখন;
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
এটাই কি প্রণয়ের অনুভূতি??
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি।
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান,
তাই ভুলে গেছি যা পিছুটান
ভালোবেসেছি তোমাকে প্রথম,
চোখের আলোতে এসেছ যখন;
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীত।
মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন?
তোমায় ঘিরে যে কত বেদনা...
এসো না তুমি আঁধার ভুলে আলোতে,
জড়িয়ে নিবো মায়ার চাদরে,
ভালোবেসেছি তোমাকে প্রথম,
চোখের আলোতে এসেছ যখন;
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে।
ভালবাসা তো হয়না মনের বিপরীতে
২| ১২ ই জুন, ২০১৩ রাত ৩:৪৬
ভূতাত্মা বলেছেন: অনেক প্রিয় একটা গান, অন্নেক অন্নেক....
১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৩
নৈঋত বলেছেন: বোঝেনা সে বোঝেনা
৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪৬
মনিরা সুলতানা বলেছেন: ভালোবেসেছি তোমাকে প্রথম,
চোখের আলোতে এসেছ যখন ...
বাহ ...
আপনার সুন্দর নাম টা দেখে আপনাকে দেখতে এলাম ...
ক্যামন আছেন আপনি ?
২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
নৈঋত বলেছেন: ভালো আছি আপুমনি
৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৫৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৩ রাত ১:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার একটা গান !