![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নৈঋত
ড্রামা বলতে আমরা সাধারনত বুঝি কিছু ইমোশনাল থিম নিয়ে কিছু রিয়ালিস্টিক ক্যারেক্টারের মেলবন্ধন।ড্রামা ফিল্মগুলোর মধ্যে জেনারেলি একটা কেন্দ্রিয় চরিত্র থাকে। যাকে ঘিরে কাহিনি আবর্তিত হয়। ড্রামা ফিল্মগুলোর অনেক ক্যাটাগরি রয়েছে। যেমনঃক্রাইম,হিস্ট্রিক্যাল ড্রামা, ডকুড্রামা, কমেডি ড্রামা, মেলোড্রামা, রোমান্টিক ড্রামা, ট্রাজেডি।আজ আমি আপনাদের কিছু ক্রাইম ড্রামার সাথে পরিচিত করিয়ে দেচ্ছি।
যে যাই বলেন ভাই আল পাচিনো ক্রাইম/ড্রামা জেনারের বস।তার অ্যাক্টিং দেখে মনে হয় না সে অ্যাক্টর। মনে হয় সে নিজেই সেই ক্যারেক্টারের লোকটা। কখনো গ্যাংস্টার কখনো অপরাধি। কি পারেনা এই লোক।
১.The Shawshank Redemption (1994 )
স্টারিং- টিম রবিন্স, মরগ্যান ফ্রিম্যান
আইএমডিবি রেটিংঃ৯.৩/১০
রোটেন টম্যাটো রেটিংঃ ৮০%
অনেক মুভ্যিপ্রেমিদের পছন্দের তালিকায় এই ফিল্মটি রয়েছে।
প্লটঃ অ্যান্ডি দুফ্রেস্নে (টিম রবিন্স),একজন ব্যাঙ্কার। যিনি তার স্ত্রী ও তার প্রেমিক হত্যার দায়ে শশ্যাঙ্ক এর স্টেট প্রিজনে আটক থাকেন। সেখানে তিনি পরিচিত হন স্মাগ্লার মর্গ্যান ফ্রিম্যানের সাথে। প্রিজন সেল থেকে তাদের পালানোর কাহিনী নিয়ে এই ফিল্মটি।বন্ধুত্ব আর জেল পালানোর কাহিনী হৃদয় ছুয়ে যাবে।
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
২. Heat (1995)
স্টারিংঃ আল পাচিনো, রবার্ট ডি নিরো, জন ভয়েট
আই এমডিবি রেটিংঃ৮.৩/১০
রোটেন টম্যাটো রেটিংঃ ৮৬%
প্লটঃ একদল প্রফেশনাল ব্যাঙ্ক ডাকাত ভুল করে একটি ডাকাতির সমর তাদের ট্রেইল ছেড়ে যায়। এরপর তাদের পিছনে লেগে যায় শিকাগো পুলিশ।এই রকম কাহিনী নিয়েই তৈরি ঘয়েছে Heat।
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
৩.The Town (2010)
স্টারিংঃ বেন অ্যাফ্লেক্ট, রেবেকা হল, জন হ্যাম, জেরেমি রেনার
আই এমডিবি রেটিংঃ ৭.৬/১০
রোটেন টম্যাটো রেটিংঃ
প্লটঃ চাক হোগ্যান্স এর উপন্যাশ 'প্রিন্স অফ থিভস' থেকে নির্মিত হয় The Town। চার ব্যাঙ্ক ডাকাত বন্ধু । তারা একবার ডাকাতির সময় ব্যাঙ্ক ম্যানেজারকে জিম্মি করে। এবং তার কোন ক্ষতি না করেই তাকে ছেড়ে দেয়। এবং বেন এফ্লেক্ট তার পিছু নেয় এবং ঘটনার চক্রে তার প্রেমে পরে যায়।একথাটি সে তার বন্ধুদের কাছে লুকায়।মেয়েটি জেরেমি রেনারকে আইডেন্টিফাই করতে পারে এতে বেন ভাবে রেনার জানতে পারলে মেয়েটিকে খুন করে ফেলবে অথবা মেয়েটি তাদের সবাইকে পুলিশে ধরিয়ে দেবে। এরকম ঘটনার মধ্যে দিয়েই এগিয়ে চলে The Town। জেরেমি রেনারের মৃত্যু আমাকে ব্যাপক দুঃখ দেয় ।
দেখে নিন ট্রেইলার-
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
৪.The Godfather (1972)
স্টারিংঃ মারলোন ব্রান্ডো, আল পাচিনো, জেমস কান
আই এমডিবি রেটিংঃ ৯.৩/১০
রোটেন টম্যাটোঃ১০০%
প্লটঃ ক্রিমিনাল মাস্টার মাইন্ড পুযো'র উপন্যাস অবলম্বনে রচিত 'দ্যা গডফাদার'। এই ফিল্মের প্লট যে কি লিখব বুঝতেই পারছিনা। কোনটা ছেড়ে কোনটা লিখবো।আই'ম সো কনফুসড যারা দেখছেন তারা ত দেখছেনই আর যারা দেখেন নাই দেখে নিতে পারেন The Godfather। আশা করি হতাশ হবেন না।
দেখে নিন ট্রেইলার।
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
৬. The Godfather: Part II (1974)
স্টারিংঃ আল পাচিনো, রবার্ট দ্যুভাল, রবার্ত ডি নিরো
আই এমডিবি রেটিংঃ ৯.০/১০
রোটেন টম্যাটো রেটিংঃ৯৮%
প্লটঃ সাবেক গদফাদার ভিতো করলিওনে'র (আগের সিরিজের মারলোন ব্রান্ডো) ছোট ছেলে মাইকেল করলিওনে (আল পাচিনো)এর গড ফাদার সাম্রাজ্যের কর্ণধার হওয়া আর সাম্রাজ্য বিস্তারের কাহিনী নিয়ে করা হয়েছে The Godfather: Part II।
দেখে নিন ট্রেইলার
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
৭.Pulp Fiction (1994)
স্টারিংঃজন ট্রাভোল্টা,স্যামুয়েল জ্যাক্সন, ব্রুস উইলিস।
আই এমডিবি রেটিংঃ ৯/১০
রোটেন টম্যাটো রেটিংঃ৯৪%
প্লটঃ Pulp Fiction ফিল্মটি আমার নিজেরই দেখা হয়নি তাই সঠিকভাবে কিছু বলতে পারছি না। রেটিং কিন্তু খারাপ না।
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
৮.The Dark Knight (2008)
স্টারিংঃক্রিস্টিয়ান বেল, হিথ লেজার,মাইকেল কেইন।
আই এমডিবি রেটিংঃ৯/১০
রোটেন টমেটোঃ ৯৪%
প্লটঃ ব্যাটম্যান আর জোকারকে নিয়ে কাহিনী। আশা করি সবাই দেখেছেন। না দেখলে দেখে নেবেন ডার্ক নাইট নিয়ে কিচ্ছু বলবো না।
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
৯.The Dark Knight Rises (2012)
স্টারিংঃ ক্রিস্টিয়ান বেল, অ্যান হ্যাথাওয়ে, টম হার্ডি
আই এমডিবি রেটিংঃ৮.৬
রোটেন টম্যাটো রেটিংঃ৮৭%
প্লট: ৮ বছর পর পুরনো শত্রুর আবার ফিরে আসা।সেই স্থান থেকে যেখানে ব্যাটম্যান আর কমিশনার গর্ডন তাকে পুতে রেখে এসেছিল।গোথাম সিটিকে ব্যাটম্যান কিভাবে প্রটেক্ট করে তার ওপর নির্মিত ফিল্ম .The Dark Knight Rises।
দেখে নিন ট্রেইলার
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
১০.Se7en (1995
স্টারিংঃ ব্র্যাড পিট, মরগ্যান ফ্রিম্যান,গিনেথ প্যাল্ট্রো
আই এমডিবি রেটিংঃ৮.৭/১০
রোটেন টম্যাটো রেটিংঃ ৮৫%
প্লটঃদুইজন ডিটেক্টিভ এর সিরিয়াল কিলার ধরার কাহিনী নিয়ে Se7en ফিল্মটির কাহিনী।পর্দায় ব্র্যাড পিট আর মর্গ্যান ফ্রিম্যান এর ডিটেক্টিভগিরি দেবে অন্য মাত্রা।
দেখে নিন ট্রেইলার
টরেন্ট লিঙ্ক
ডিরেক্ট ডাউনলোড
১১.Scarface (1983)
স্টারিংঃআল পাচিনো, স্টিভ বাউয়ের
আই এমডিবি রেটিংঃ৮.৩/১০
রোটেন টম্যাটো রেটিংঃ৮৯%
প্লটঃকিউবান একজন রিফিউজি Mariel Boatlift এর সময় ১৯৮০ তে মায়ামিতে আসে । মুলত ড্রাগ ট্রাফিকিং এর কাহিনী নিয়ে চলতে থাকে সিনেমাটি।
দেখে নিন ট্রেইলার
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
১২.Goodfellas (1990)
স্টারিংঃ রবার্ট ডি নিরো, রে লিওতা, জো পেসি
আই এমডিবি রেটিংঃ ৮.৮/১০
রোটেন টম্যাটো রেটিংঃ ৯৭%
প্লটঃ নিউ ইয়র্ক সিটির সেরা পাঁচ ক্রাইম ফ্যামিলির একটি Lucchese crime family। অপরাধ জগতে তাদের উত্থান পতনের কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই ফিল্মটির প্লট।
দেখে নিন ট্রেইলার
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
১৩.Donnie Brasco (1997)
স্টারিংঃ আল পাচিনো, জনি ডেপ,মাইকেল ম্যাডসেন
আই এমডিবি রেটিংঃ ৭.৮/১০
রোটেন টম্যাটো রেটিংঃ ৮৭%
প্লটঃ সত্য ঘটনা অবলম্বনে বানানো এই ফিল্মটি। নাম ভুমিকায় অভিনয় করেছেন জনি ডেপ। ১৯৭৮ এ নিউ ইয়র্ক সিটি ক্রাইম ফ্যামিলি 'বোনানো পরিবার'কে ইনফিল্ট্রেট করার দ্বায়িত্ব দেয়া হয় এফ বি আই এর আন্ডারকভার এজেন্ট জোসেফ পিস্টন কে।তিনি নিজেকে Donnie Brasco নামে পরিচয় দেন।এবং ক্রিমিনাল বেঞ্জামিন লেফটি (আল পাচিনোর) সাথে তার গভির বন্ধুত্ব হয়।ফিল্মটির এক পর্যায়ে ডনি দ্বিধায় পড়ে যায়। কর্তব্য নাকি বন্ধুত্ব কাকে সে প্রাধান্য দেবে।দেখে নিন ফিল্মটি। আশা করি হতাস হবেন্না। আল পাচিনো আর জনি ডেপ এর ক্যামিস্ট্রি ভালো লাগবে।
দেখে নিন ট্রেইলার
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
১৪.City of God (2002)
স্টারিংঃ আলেক্সান্দ্রে রদ্রিগেয, লেয়াদ্রো ফার্মিনো, ফেলেপ্পে হ্যাগেন্সেন।
আইএমডিবি রেটিংঃ ৮.৭/১০
রোটেন টম্যাটো রেটিংঃ৯০%
প্লটঃফিল্মটি মুলত ব্রাজিলিয়ান। ভাষা পর্তুগিজ আর ব্রাজিলিয়ান পর্তুগিজ। গল্পটি গড়ে উঠেছে দুইজন ব্রাজিলিয়ান ছেলেকে নিয়ে তাদের একজন হয় ফটোগ্রাফার আরেকজন ড্রাগ ডিলার।
দেখে নিন ট্রেইলার
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
১৫.The Place Beyond the Pines (2012)
স্টারিংঃ রায়ান গোসলিং, ব্র্যাডলি কুপার,ক্রেইগ ভ্যান হুক,ইভা মেন্দেস
আই এম ডিবি রেটিংঃ ৭.৫
রোটেন টম্যাটোরেটিংঃ
প্লটঃ একজন মোটর বাইক স্টান্টসম্যান এর ব্যাক ডাকাত হবার কাহিনী নিয়ে করা হয়েছে ফিল্মটি। ফিল্মটির কিছু কিছু অংশ আপনাকে ইমোশনাল করে তুলবে আর কিছু অংশে অজান্তেই আপনি চলে যাবেন ফিল্মের প্লটে।
দেখে নিন ট্রেইলার
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
১৬.L.A. Confidential (1997
স্টারিংঃ কেভিন স্পেসি, রাসেল ক্রো, গাই পিয়ার্স।
আই এমডিবি রেটিংঃ
রোটেন টমেটো রেটিংঃ ৯৯%
প্লটঃ করাপশন,ড্রাগ ডিলিং, খুনাখুনিতে ব্যাপক আক্রান্ত ১৯৫৩ সালের লস এঞ্জেলেস সিটি।এমন অবস্থায় লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সাবেক লেজেন্ডারি পুলিশ অফিসারের ছেলে গাই পিয়ার্স, রাসেল ক্রো এবং কেভিন স্পেসিকে দায়িত্ব দেয় শহরকে অপরাধমুক্ত করার।
দেখে নিন ট্রেইলার
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
১৭.Carlito's Way (1993)
স্টারিংঃ আল পাচিনো, শন পেন, পেনেলোপে মিলার
আই এমডিবি রেটিংঃ৭.৯/১০
রোটেন টম্যাটো রেটিংঃ৭৮%
প্লটঃএকজন পুয়ের্তো-রিকান দাগি আসামি জেল থেকে বের হণ ভালো মানুশ হয়ে বেচে থাকার প্রত্যয়ে। কিন্তু সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতি কি তাকে দেবে ভালো হয়ে বেচে থাকার সুযোগ?
দেখে নিন ট্রেইলার
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
১৮.Dog Day Afternoon (1975)
স্টারিংঃআল পাচিনো, পেনেলোপে অ্যালেন, স্যালি বয়ের।
আই এমডিবি রেটিংঃ ৮.১/১০
রোটেন টম্যাটোঃ৯৭%
প্লটঃপুরো একটি ব্যাংক ডাকাতির ঘটনা নিয়ে করা ফিল্মটি।আল পাচিনো তার প্রেমিকার অপারেশনের খরচ যোগাতে ব্যাঙ্ক ডাকাতি করেন (অনেকটা বাংলা সিনেমার মত ) অনেক নাটকিয়তার পর সিনেমার শেষদিকে পাচিনোর সহকারি স্যাল পুলিশের গুলিতে প্রান হারায় এবং তাকে ২০ বছরের কারাদন্ড দেয়া হয়।
দেখে নিন ট্রেইলার
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
১৯.Gangster Squad (2013)
স্টারিংঃ শন পেন, রায়ান গোস্লিং
আই এমডিবি রেটিংঃ৬.৮/১০
রোটেন টম্যাটো রেটিংঃ৩২%
প্লটঃক্রাইম ড্রামা ও একশনভিত্তিক ফিল্ম Gangster Squad। ফিল্মটির কাহিনির ভিত্তি হচ্ছে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ ও ডিটেক্টিভদের নিয়ে গড়া "গ্যাংস্টারস স্কোয়াড"নিয়ে। ঘটনার পটভুমি ১৯৪৭ সালের লস এঞ্জেলেস সিটি।সেখানকার অপরাধ জগতের মুকুটহীন সম্রাট মিক্কি কোহেন কে ধ্বংস করার জন্যে এক জন অফিসার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুইজন ভেটেরান সার্জেন্টকে নিয়ে গড়া হয় তাদের গ্যাংস্টার স্কোয়াড।
দেখে নিন ট্রেইলার
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
২০. Catch Me If You Can (2002)
স্টারিংঃ লিওনার্দো ডি ক্যাপ্রিও, টম হ্যাঙ্কস
আই এম ডিবি রেটিংঃ
রোটেন টম্যাটো রেটিংঃ
প্লটঃ ফিল্মটির কাহিনী ১৯৬৩র একজন জিনিয়াস ব্যাঙ্ক ফ্রড ফ্র্যাঙ্ক অ্যাবেগনাল কে নিয়ে। যে ১৯ তম জন্মদিনের আগেই প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজ, জর্জিয়ার ডাক্তার এবং লুইজিয়ানায় প্রসিকিউটর ছদ্মবেশ ধরে ব্যাঙ্ক চেক জাল করে হাতিয়ে নেয় মিলিয়ন মিলিয়ন ডলার। ঘটনাচক্রে সে ধরা পড়ে এবং তার ট্যালেন্টকে কাজে লাগিয়ে এফ.বি.আই তাকে তাদের সাথে কাজ লাগায়।
দেখে নিন ট্রেইলারঃ
ডিরেক্ট ডাউনলোড
[link|http://thepiratebay.sx/torrent/3832355/Catch.Me.If.You.Can[ENG][DVDRip]|টরেন্ট লিঙ্ক]
*লিস্টে আরো ফিল্ম অ্যাড হতে পারে। আপনাদের প্রিয় কোন ক্রাইম ড্রামা থাক্লেও জানিয়ে যেতে পারেন
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৭
নৈঋত বলেছেন: ধইন্যা
২| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬
হাসান মাহবুব বলেছেন: গ্যাংস্টারস ওয়ার্ল্ড আবার কবে আইলো! দেখতে হৈব। শিল্ডার্স লিস্ট কি এই জেনারের মাঝে পড়ে? গুডফেলাস দেইখা আমারও গ্যাংস্টার হৈতে ইচ্ছা করসিলো।
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৯
নৈঋত বলেছেন: পড়ে ত। গ্যাংস্টারস ওয়ার্ল্ড দেখে ফেলুন। মজা পাবেন
৩| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫
শাকিল ১৭০৫ বলেছেন: শেষেরটা দেখছি বাকিগুলান দেখতে হইবেক !
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৭
নৈঋত বলেছেন: দেইখে নিয়েন
৪| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মাত্র তিনটা দেখিনাই
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫১
নৈঋত বলেছেন: গুড। দেখে নিয়েন
৫| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৫
কাফের বলেছেন: তিনটা বাদ পরছে
Gangster Squad এর কাহিনী অনেকটা The Untouchables (1987) এর মত।
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫১
নৈঋত বলেছেন: জ্বি
৬| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩১
ইমরুল_কায়েস বলেছেন:
আপনার লিষ্টে Catch Me If You Can নাই দেখে অবাক হলাম। মুভিটি লিষ্টের টপে থাকার কথা!!!! আপনি হয়তো ভুলে গেছেন। Leonardo DiCaprio এবং Tom Hanks এই দুই বসের মুভিটি না দেখে থাকলে জীবনে একটা দারুন কিছু মিস করেছেন।
এখান থেকে ডাউনলোড করে নিন
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৪
নৈঋত বলেছেন: ঠিকি তো ফ্র্যাঙ্ক অ্যাবেগ্নালরে কেম্নে ভুললাম
৭| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১
রহস্যময়ী কন্যা বলেছেন: ক্রিমিনাল হইতে মন চায়
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০
নৈঋত বলেছেন: আমারো
৮| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১
রেজোওয়ানা বলেছেন: ওরে বাবা.....এই পোস্ট তো লোডই হতে চায় না
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৪
নৈঋত বলেছেন: আরেহ.।.।.।.আমার ব্লগে সিলিব্রেটি মানুষের পদধুলি ।
ধইন্যা হয়ে গেলাম
। সালাম আফু। ফু দিয়াযান
এম্নেই লোড হয়ে যাবে
৯| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৫
দি সুফি বলেছেন: Schindler's List ক্রাইম জেনারে পরে না। এটা মূলত হিষ্টোরিক ড্রামা।
Se7en মুভিটা সেইরকম!
আরো কিছু আসতে পারেঃ
The Silence of the Lambs
Léon: The Professional
Gangs of New York
A Clockwork Orange
American Gangster
Public Enemies
J. Edgar
Training Day
3:10 to Yuma
Road to Perdition
Spy Game
The Departed
The Green Mile
Taxi Driver
American Psycho
পোষ্টে ++++ রইল
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৭
নৈঋত বলেছেন: থ্যাঙ্ক ইউ আপডেট হইবে ইনশা আল্লাহ । মুপি নিয়া থিসিস করমুই
১০| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:২৫
মহামহোপাধ্যায় বলেছেন: এই লিস্টের ম্যুভিগুলোর মাঝে প্রায় সবগুলোই চমৎকার লেগেছে। আরো ছয়টা দেখা বাকি। আশা করি দেখে নেব শীঘ্রই। সাথে ডাউনলোড লিঙ্ক দেয়ার জন্য ধন্যবাদ।
সুন্দর সংযোজন।
১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:১১
নৈঋত বলেছেন: ধন্যবাদ
১১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:০৪
আল ইফরান বলেছেন: আপনার মুভি চয়েস ভালো, তবে কেন জানি রায়ান গসলিংরে আমার সহ্যই হয় না, এক্সপেশান একটু কম ।
"মিলারস ক্রসিং" , "পাবলিক এনিমি", ডিপার্টেড সহ আরো কিছু ভালো লাগার মত মুভি আছে।
১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:১২
নৈঋত বলেছেন: আমার কাছে তো ভালোই লাগে
অ্যাড করবো । আপনাকে ধন্যবাদ
১২| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৭
কর্নের পুনর্জন্ম বলেছেন: Schindler's List কে মনে হয় এই লিস্টে না রাখাই ভালো
১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭
নৈঋত বলেছেন: ডান
১৩| ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:০৬
একজন আরমান বলেছেন:
একসময় ভাবতাম বন্ড হবো। পরে সেই ইচ্ছায় ভাটা পড়ে বন্ডের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে।
১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৫
নৈঋত বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: হাহহাহাহহাহাহাহহাহাহহহাহাহ। ভালোত । অবশ্য বাংলাদেশে বন্ডের অভাব ও নাই। কারন্টা নিয়ে একটা লুল ব্যাখ্যা ও দাড় করাইয়া ফেলছি। বললে ব্লগের ০০৭ দের কাছে দৌড়ানিও খাইতে পারি
১৪| ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রিয়তে ....
১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৫
নৈঋত বলেছেন: ঠানকু
১৫| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:২০
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার পোষ্ট +++
বেশিরভাগই দেখেছি। আরো বেশ কিছু ছবি আছে ... আইএমডিপি তে লিষ্ট আছে দেখে নিয়েন। পোষ্টটিতে প্রায়ই আসবো আপডেট দেখার জন্য।
ধন্যবাদ। ভালো থাকবেন।
১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪১
নৈঋত বলেছেন: থাঙ্কু থাঙ্কু
১৬| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০
তওসীফ সাদাত বলেছেন: ভালো লিস্ট !! আরও আরও অনেক মুভি আছে, এ লিস্ট এর বেশ কিছু মুভির থেকে এগিয়ে। নাম কইলাম না। আমি একটা লিস্ট করে দিবো নে !!
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮
নৈঋত বলেছেন: উখে
১৭| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০
েবনিটগ বলেছেন: +
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩
নৈঋত বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: vlo lglo..