নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হাসতে পারি :) :) :)

You either die a hero......or you live long enough to see yourself become the villain

নৈঋত

আমি নৈঋত

নৈঋত › বিস্তারিত পোস্টঃ

টেস্টিং সল্টঃ প্রথম ব্লগার, যার সাথে দেখা হলো সেদিন

২০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৯

ব্লগস্পটে আমার বয়স ১ বছর ৬ মাস। তবে পড়া হয় বেশ আগে থেকে। ব্লগের প্রথম পরিচয় যার হাত ধরে তার নাম বললাম না। কারন আমার পরবর্তি একটা পোস্ট জুড়েই থাকবে "সে"।

যাই হোক আমি অনেকটা পাগলা গোছের। মানুশের সাথে মিশে যাই সহজে। আমার পার্সোনাল সার্কেলে ঢোকা একটু কঠিন হলেও বের হওয়া আরো কঠিন :) . আমার সাথে প্রথম পরিচয় হয় মায়াবতী নীলকন্ঠি। অসম্ভব মায়াবতী । আমি পাগলের মত গড়্গড়িয়ে যা তা বলি সেটা সে সুন্দর করে হজম করে ফেলে। B-) . একদিন তার স্ট্যাটাসে তার সাথে টাঙ্কি মারা সময় হুঙ্কার করে ছুটে এলো টেস্টিং সল্ট B:-) . তার ডায়লগ মায়াবতী শুধুই আমার। /:) চোখ তুলে তাকালেই চোখ খুলে ফেল্বো :-/ . টেস্টিং সল্টের সাথে কিছুক্ষন টুং টাং কেচাক করার পর টেস্টিং সল্ট আমাকে ফলো মারলো আমিও তাকে ফ্রেন্ড রিকু দিলাম সাথে সাথেই এক্সেপ্ট :D .তারপর শুরু হলো আবার আমাদের ঢিসুম ঢিসুম। এ যে আশ্চর্য একজন। পুরাই আমার টাইপ। চ্যাটে কথা হলো। তখন জানলাম আমার স্কুল ফ্রেন্ডের কলেজ ফ্রেন্ড ও। বাসা আমার সেকেন্ড হোম গ্রাউন্ডের পাশেই। বহুক্ষন গ্যাজানোর পর ঠিক করলাম মায়াবতী ঢাকা আসলেই আমরা দুই বান্দর আরেক সুন্দর দেখা করবো।



হরতালে বাসায় বসে থেকে থেকে পায়ে খিল ধরে যাচ্ছিল। X(X( মনে হচ্ছিলো বাইরে গেলে দম ছাড়তে পারতাম।

গত পরশু সকাল ১০ টায় অনলাইনে পেলাম টেস্টিং সল্টকে- দ্বিধা না করেই বললাম। এই আমি তোর এলাকায় আসবো। সন্ধ্যায় ফোন দেয়া মাত্রই ঘর থেকে বের হবি :-B .

লক্ষ্মী বাচ্চাটা- কেনো, কি জন্যে জিজ্ঞেস না করেই বলল -ওকে আসার আধা ঘন্টা আগে জানাইস।

আমিঃতুমি কি পার্লারে যাইবা? তোমারে আধা ঘন্টা আগে বলতে হবে X(

টেস্টিং সল্টঃ না, এমনি। ইফতার করে একটু রিলাক্স হবো না :D



২ টার দিকে টেস্টিং সল্ট আমাকে ফোন দিয়ে বলে। এই কখন আসবি? আমিতো রাস্তায় রাস্তায় ঘুরতেছি X((

আমিঃ আমি না ইফতারের পর আসবো বলছিলাম :-/.

আহারে ভালুবাসা !!!আমি আসার ৫ ঘন্টা আগেই সে রাস্তায় নেমে গেছে :D

আমি ততক্ষনে জুহরের নামাজও পরিনাই :|. তাড়াহুড়া করে নামাজ পড়ে আম্মুকে গিয়া বললাম-আম্মু, বিত্তি আপুর বাসায় যাবো।

আম্মুঃ এই হরতালের দিন কেনো যাবি?

আমিঃ বৃষ্টি আপুকে দেখতে ইচ্ছা করে :((.

আম্মুঃ ভাগ্যভালো বৃষ্টির কোন ভাই নাই X( .

আম্মুর সাথে বেশি কথা না বাড়িয়ে ছুটে গেলাম বেইলি রোডে 'ভালুবাসার টানে কাছে আনে'র মত। যেতে যেতে টেস্টিং সল্ট আমাকে দুইবার ফোন দিয়ে ফেলল। কতক্ষন লাগবে যামুগা কিন্তু :|.

আমি হু হু করে দৌড়ে চলে গেলাম বেইলি রোড। তখন মহাশয়ের দেখা নেই X(. রোজা রমজানের দিন কাওয়ার মত বি এফ সি র চার পাশে চক্কর দিতে লাগলাম। :(( . কিছুক্ষণ পর আমার ফোন গেয়ে উঠল-

As sly as a fox, as strong as an ox

As fast as a hare, as brave as a bear



ফোন ধরতেই অপরপাশ বলছিল ফোনটা রাখ। রাখতেই দেখলাম। একটা ফতুয়া, কালো জিন্স আর কনভার্স পায়ে ভাব দেখাইতে দেখাইতে টেস্টিং সল্ট চলে আসছে :D. ওকে দেখেই দৌড়ে জরিয়ে ধরলাম। যেনো কত বছর ধরে চিনি। কত বছর পর দেখা হল। :). আমার হাতে পোর্টফোলিও ছিল। ফিল্মি স্টাইলে ওগুলো ছুড়ে দিয়েই ওর কাছে দৌড় দিয়েছিলাম।পরে ওটা বাসার গেইটে রেখেই উনার সাথে হাটা ধরলাম। হাটতেই আছি হাটতেই আছি। আমরা এভাবে কথা বলছিলাম যেনো দুজনকে দুজন কত বছর ধরে চিনি। যথেস্ট ফানি, ফ্রেন্ডলি আর অন্যরকম একটা চরিত্র। দুজনে বেশ কিছুক্ষণ রাস্তায় বসে আড্ডা দিলাম।তারপর ইফতারের একটু আগেই দুইজন দৌড় দিলাম পানি আনতে। পানি নিয়ে আমাদের জায়গায় ফিরে আসতে আসতে আজান দিয়ে দেয়। দুইজন একটা এ টি এম বুথের সামনে বসে পানি খেয়ে আবার সেই জায়গায়। বকবক করতে করতে কখন যে রাতের পৌনে দশটা গিয়েছিলো বুঝেই উঠতে পারনি /:). মনে হচ্ছিল এই মাত্র আমাদের বক বক শুরু হল /:) . কি আর করা "যেতে নাহি দেবো তবু যেতে দিতে হয় :(( " দুইজন শান্তিনগর মোড়ে এসে দুইকাপ চা খেলাম। টেস্টিং সল্ট লাইক আদার ফ্লেভার দেয়া চা। চা খেয়ে হাটতে হাটতে টেস্টিং সল্টের বাড়ির কাছে গেছি। তখন তার লেবুর শরবত খাবার শখ চাপছে।:) দুইজন দুই গ্লাস লেবুর শরবত খেলাম। ও তখন বলছিলো বাসায় চিনি, বিটলবন এতো কিছু দেই তবুও শরবত মজা হয় না কেন? আমার রিপ্লাই ছিলো- কারন ওটাতে রাস্তার ধুলা থাকেনা :P

অতপর তাহাকে বিদায় দিয়া আমি আমার প্যাভিলনে ব্যাক করিলাম।



টেস্টিং সল্ট এর সনাক্তকারী বৈশিষ্ট্যঃ এক কথায় মাইন্ড ব্লোয়িং। যতক্ষণ একসাথে ছিলাম। মনেই হয়নি যে এই আমাদের প্রথম দেখা। খুন্সুটি, ঝগড়া ঝাটি, মারামারি, হাসাহাসি কি ছিলোনা !! বহুত স্ট্রং সে। আই লাইক ইট। ও আমাকে একবার বলছিলো টেস্টিং সল্টের দেখা টেস্টিং সল্টের হাগ মানুষ সহজে পায়না। নিজেকে ভাগ্যবতি মনে কর /:) . সেদিন আমরা দুজন গল্পে এতোই মশগুল ছিলাম পানি ছাড়া ইফতারে কিছুই খাইনি। তবুও কোন ক্লান্তি ক্ষুধা আমাদের স্পর্শ করছিলো না। :D

আসলেইরে। তুই অসাম। তুই অন্যরকম। তোকে পেয়ে আমি ধন্য।

আশা করি আজিবন আমরা এমনি থাকব।

"জীবন আধারে পেয়েছি তোমারে

চিরদিন পাশে থেকো বন্ধু

আমার সুখে,আমার দুখে

তুমি ভরসা ওগো বন্ধু "



আমাদের প্রথম সাক্ষাতের কাহিনি নিয়ে টেস্টিং সল্টের ব্লগ :দ

ও হ্যা আমাদের গেট টুগেদারের ছবি দিতে ভুলেই গেছিলাম। এই যে আমাদের গেট টুগেদারের ছবি :P

মন্তব্য ৭২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫১

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
ভাল লাগলো।
লেখাটা একনিঃশ্বাসে পড়লাম

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৬

নৈঋত বলেছেন: থাঙ্কু :)

২| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: ভার্চুয়াল থেকে একচুয়াল :)
ভালো লাগলো । ভালো থাকুন আপনারা :)

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

নৈঋত বলেছেন: ইনশা'আল্লাহ।আমরা একসাথেই থাকবো :)

৩| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ মজা লাগলো পড়ে।
আম্মুঃ ভাগ্যভালো বৃষ্টির কোন ভাই নাই- হাহাহ :)
শুভকামনা ||

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

নৈঋত বলেছেন: থাঙ্কু :)

৪| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৭

তাসজিদ বলেছেন: 8-| 8-| 8-|

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৮

নৈঋত বলেছেন: :) :) :)

৫| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১১

না পারভীন বলেছেন: বাহ , চমতকার সম্পর্কের চমতকার উপস্থাপন । :)

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৮

নৈঋত বলেছেন: ধন্যবাদ :)

৬| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৫

না পারভীন বলেছেন: ব্লগ থেকে আমিও দুটো বন্ধু পেলাম , কিন্তু আমরা ৩ জন ৩ দেশে থাকি , ২ মহাদেশে । জানিনা কখনো দেখা হবে কিনা । :(

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৮

নৈঋত বলেছেন: ইনশা'আল্লাহ দেখা হবে :)

৭| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৯

শুঁটকি মাছ বলেছেন: বড়ই মজাক পেলাম।
আহারে যদি সামনা সামনি দেখতে পাইতাম!!!!!!

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৯

নৈঋত বলেছেন: পড়ে পড়ে মজা নেন :)

৮| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৯

তন্ময় ফেরদৌস বলেছেন: বাহ বাহ

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৯

নৈঋত বলেছেন: থাঙ্কু :)

৯| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৮

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ইস!! আমার যদি এমন বন্ধু থাকতো :( যাই হোক আপনি অনেক ভাগ্যবান।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৯

নৈঋত বলেছেন: ধন্যবাদ। আশা করি ভালো বন্ধু পাবেন :)

১০| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভার্চুয়াল থেকে একচুয়াল B:-) B:-)

শুভ কামনা।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:১১

নৈঋত বলেছেন: থাঙ্কু :)

১১| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৭

টেস্টিং সল্ট বলেছেন: হাতুড়ে ডাক্তার মায়াবতী নীলকন্ঠী ডাক্তারী বই হজম করতে করতে এখন আমাদের হাউকাউ কান্নাকাটি সব হজম করা শুরু করেছে। =p~

তবে হ্যাঁ, মায়াবতী শুধুই আমার। B-))

শুধু মায়াবতীই না তুইও শুধুই আমার। কেউ চোখ তুলে তাকালে খায়ালামু X((

আমার লেইট হইছে সেটাই দেখলি?? আমি যে ঊর্ধ্বশ্বাসে এক ছুটে দৌড়ায়ে আসছি তা দেখলি নারে আর্কিটেক্ট আফা??? :((

বত্ব আমি কিন্তু এক্সট্রা ভাব মারার জন্য কালো সানগ্লাসও লাগাইছিলাম B-)

পরে দেখি যে সানগ্লাস পড়ে আমি আন্ধা হয়ে গেছি, তাই আবার সুবোধ শিশুর মতো চশমা পড়লাম :-B

ভার্চুয়ালি আমি সবার সাথেই আন্তরিক, কিন্তু টেস্টিং সল্টের দেখা, টেস্টিং সল্টের হাগ আসলেই খুব কম মানুষ পায়। এটা গর্ব নয়, এটা আমার দুর্বলতা বলতে পারিস। আমি খুব কম মানুষকে এমন করে কাছে টানতে পারি। কিন্তু যাদেরকে কাছে টানি চেষ্টা করি তাদের নির্ভরতার মানুষটি হতে।

আর আমাকে পেয়ে ধন্য ফন্য হবার কিছু নেই। আমি একটু ইয়ে আছি, আমার মতোন আরেকটা ইয়ে পেয়ে গেলে আমি তাঁকে নিজের একটা অংশ করে নিই। তুই যতটা লাকি, আমিও ততটাই লাকি। :>

লবণ বিশ্লেষণ ভালো হয়েছে। কেমিস্ট্রিতে ভালো নাম্বার পাইতি মুনে লয়?? /:) /:)

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০১

নৈঋত বলেছেন: আইলাপিউ <৩

১২| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩২

টেস্টিং সল্ট বলেছেন:

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০১

নৈঋত বলেছেন: হার্ট হার্ট হার্ট <৩

১৩| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

ম.র.নি বলেছেন: সন্দেহজনক B-))

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০২

নৈঋত বলেছেন: কেন? :-*

১৪| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

টেস্টিং সল্ট বলেছেন: অ্যাঁ ??? @ম র নি ????

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৩

নৈঋত বলেছেন: মরনির সাথে তোমার কি বেবি? :/

১৫| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

দি সুফি বলেছেন: ম.র.নি বলেছেন: সন্দেহজনক B-))

সন্দেহজনক বিষয়টা জানতে মুঞ্চায় B-)) B-))

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৩

নৈঋত বলেছেন: কেন বাই কেন? :-*

১৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৮

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: আমারে চান্স পাইয়া কি পোচানিটাই না দিলা....আমি দুইটারে থুইয়া বনবাসে যামুগা :(( :((

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৪

নৈঋত বলেছেন: চলে যা। আমরা আফনের পিছে পিছেই যাবো :>

১৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৫

টেস্টিং সল্ট বলেছেন: পচানির তুই দেখেছিস কি রে মায়াবতী??? মুহাহাহাহাহহা B-)) B-)) =p~

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৪

নৈঋত বলেছেন: াহহাহাহাহাহাহাহহাহাআহহা

১৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৭

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: :-P :-P :-P

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৫

নৈঋত বলেছেন: জিহবা দেখায় না। অ্যাপথাস আলসার হবে। কবিরাজনি :P

১৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:০০

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভার্চুয়াল থেকে বন্ধুত্বটা বাস্তবে এসেছে জানতে পেরে খুশি হলাম।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৫

নৈঋত বলেছেন: থাঙ্কু :)

২০| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:০২

টেস্টিং সল্ট বলেছেন: @ মায়াবতী,

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৬

নৈঋত বলেছেন: :P :P :P

২১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:১০

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: ভাগ!!!!!!!!!!!! B:-) B:-) B:-)

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৬

নৈঋত বলেছেন: তুমি দোড়াও আমরা পিছেই আছি :P

২২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩০

রসায়ন বলেছেন: ঘটনাটা আনকমন হৈলেও একটা জিনিস আপনার আর আমার কমন পৈরা গেছে ! :)
আর সেটা হৈল ফুনের রিংটোন :D

আমিও Lenka'র Everything at once গানটা রিংটোন দিয়া রাখছি !

গান কমন পড়ছে তাই পিলাচ লন :)

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

নৈঋত বলেছেন: থাঙ্কু থাঙ্কু :#)

২৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৩

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লাগলো । মনের মত বন্ধু পাওয়া , অনেক আনন্দের ব্যাপার । আবার যদি প্রিয় ফ্রেন্ডের সাথে মানসিক দূরত্ব হয় তখন ভীষণ কষ্ট লাগে ।

আপনাদের বন্ধুত্ব এমন আনন্দময় থাকুক সবসময় । :)

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫২

নৈঋত বলেছেন: ধন্যবাদ আপু :)

২৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৮

আফসিন তৃষা বলেছেন: নৈঋত আপু, কষ্ট কষ্ট লাগে। কি গল্প শোনান এইগুলা! আপনাদের বন্ধুত্ব চিরজীবি হোক।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪১

নৈঋত বলেছেন: ধন্যবাদ। মন থেকে চাইলে ভালো বন্ধু পাওয়া কোন ব্যাপার না। নিজের মত কাউকে খুজো। আমরা দুইজনই পাগলা। তাই আমরা মিলছি ভালো :>

২৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৮

টেস্টিং সল্ট বলেছেন: নৈঋত, আফসিন তৃষার আপত্তি না থাকলে তারে ফেইসবুকে অ্যাঁড করে নে। আমাদের পাগলামীর আরো কিছু নমুনা দেখাবার লোভ সামলাতে পারছি না। B-) B-)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪০

নৈঋত বলেছেন: টেস্টিং সল্ট বলেছেন: নৈঋত, আফসিন তৃষার আপত্তি না থাকলে তারে ফেইসবুকে অ্যাঁড করে নে। আমাদের পাগলামীর আরো কিছু নমুনা দেখাবার লোভ সামলাতে পারছি না। B-) B-)

আফরিন তৃষা আফা। আপত্তি না থাকলে আমাদের বান্দ্রামি দেখার দাওয়াত রইলো :>

২৬| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬

আমিনুর রহমান বলেছেন:


জীবন আধারে পেয়েছি তোমারে
চিরদিন পাশে থেকো বন্ধু
আমার সুখে,আমার দুখে
তুমি ভরসা ওগো বন্ধু ....



শুভ কামনা রইল আপনাদের জন্য !

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪১

নৈঋত বলেছেন: থাঙ্কু :)

২৭| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনারা সুখে থাকুন দোয়া রইল

২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৯

নৈঋত বলেছেন: থাঙ্কু :)

২৮| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ওহে নৈঋত, বন্ধু তালিকা আরও বাড়ানোর ইচ্ছা আছে নাকি? এই অধম গল্পকারের বড় সাধ হয়! :( আপনে আইলেন, টেস্টিং সল্ট আপনেরে নিয়া সময় কাঁটাল। বাড়ির ধারে আমারে খবর দিলনা। ওরে আমি মাইরা হুতায়লামু! X(

২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:১২

নৈঋত বলেছেন: আফনের গল্প শুনলাম :)
শুনিয়া প্রীত হইবেন যে আজকেও আমরা ডেট মেরে এসেছি টানা ৮ ঘন্টা :>

২৯| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:২৬

টেস্টিং সল্ট বলেছেন: শাদারে জ্বালাইস না রে বান্ধুপি। সে ছেলে ভালো :)

২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৫

নৈঋত বলেছেন: এখনো জেগে আছিস তুই? :/
জি টকে আয় /:) তোর তক্তা পচাই X(

৩০| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:২৭

টেস্টিং সল্ট বলেছেন: জিম, আমারে মাইরা হুতাইলাইলে আমি সবাইকে বলিয়া দিবো।

=p~ =p~

২৫ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৭

নৈঋত বলেছেন: আমারে বল । আমি কাউরে কমু না ;)

৩১| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৫

ইমরান হক সজীব বলেছেন: :( :((

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৫

নৈঋত বলেছেন: আপনি কান্দেন কেন?

৩২| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৮

অ্যামাটার বলেছেন: হোয়াট আ ডেট্‌ :)

২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:০৯

নৈঋত বলেছেন: আরেহ বাই দেখি মেসি ফ্যান... B-) B-) মি ঠু B-) B-)
ধইন্যা

৩৩| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯

রুপম হাছান বলেছেন: গল্পটা পড়ে যেমনটা ভালো লাগলো মনে হচ্ছে বিভিন্ন বন্ধুদের পাঠানো শুভ কামনাযুক্ত লেখাগুলো তার চেয়ে কোনো অংশে কম নয়। ভেজালের ভিতর থেকে ভালো খুঁজে নেওয়া রীতিমত একটা জটিল কাজ। অথচ কি সহজে একটা জটিল কাজ সহজ করে দিলেন আপনারা। শুভ কামনা রইল আপনাদের জন্য।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭

নৈঋত বলেছেন: :) :) :) থ্যাঙ্ক ইউ

৩৪| ০৯ ই মে, ২০১৪ ভোর ৬:৫২

ট্রিপল এ বলেছেন: আপু,তুমি হচ্ছ টেস্টিং সল্টের বেস্ট ফ্রেন্ড,ওয়ান অফ দ্যা রঙ।সুতরাং তোমাকে আর টেস্টিং সল্ট চিনাই কিভাবে?বলতে গেলে টেস্টিং সল্ট আপুর কারনেই তোমাকে চিনতে পেরেছি,পরে অবশ্য জানলাম আমরা তো একই ক্লাবের সমর্থক B-) B-))

টেস্টিং সল্টের ভালো গুন বলতে গেলে মহাকাব্য হয়ে যাবে,তবুও চোখ বন্ধ করে এইটা তো বলাইই যায় যে,এই মানুষটাকে বিশ্বাস করলে ঠকতে হবে না কখনো,কখনোই না :#> :#>

আমার লাইফে মাত্র দুইবার সুযোগ হয়েছে এই মানুষতার সাথে দেখা করার(তোমার সাথে একবারমাত্র X( ) এই দুইবারেই আমি এতোটুকু বুঝে গেছি,টেস্টিং সল্টের সাথে থাকলে সময়,বিষয়,কোন কিছু নিয়ে মতবাদ-সব কিছু একসাথে মিশে গিয়ে ফ্লো করে কেমন জানি,একটা অদ্ভুত অনুভূতির মতো,যেন পুরোটা সময় গ্র্যাভিটিলেস অবস্থায় ছিলাম!!!!!!!!!!!!!

তোমরা হচ্ছো রঙ,দুই অসাধারন রঙ যারা কিনা একসাথে হয়ে এমন একটা টিম করেছো যেটা একটা হেক্সা জিতে আনতে পারে B-)) B-)) B-) B-)

২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১০

নৈঋত বলেছেন: :)

৩৫| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৫

টেস্টিং সল্ট বলেছেন: :)

২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১১

নৈঋত বলেছেন: B-) B-)

৩৬| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





আসলে ঘটনা কী????? B-) ;) X( X(( |-)

৩৭| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০২

ইমরান হক সজীব বলেছেন: আপনি হারালেন কোথাই :| 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.