নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হাসতে পারি :) :) :)

You either die a hero......or you live long enough to see yourself become the villain

নৈঋত

আমি নৈঋত

নৈঋত › বিস্তারিত পোস্টঃ

ফ্রডের পাল্লায় আমি, টেস্টিং সল্ট, হারানো ছায়া আর মৌরী X(X(X(

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৩

গত শনিবার সন্ধ্যা ৭ টা... আমি, টেস্টিং সল্ট, হারানো ছায়া আর মৌরী বসেছিলাম টি.এস.সিতে... কিছুক্ষন পর একটা রিকশা এসে আমাদের পাশে থামল... একটা সুন্দরি ললনা রিকশা থেকে নেমে ৩২ খানা দন্ত বিকশিত করে এসে আমাদের জিজ্ঞেস করলেন... “আচ্ছা আপু আপনারা তো সিনিয়র তাইনা :D

মেয়ের কথা শুনে আমরা পুরাই স্পিকার হয়ে গেলাম... চেনে না জানেনা এসে জিজ্ঞেস করছে আমরা সিনিয়র কিনা X( ...টেস্টিং সল্ট জিজ্ঞেস করলো তুমি কোন ইয়ারে পড় আপু? সে বলল- আমি ফার্স্ট ইয়ার। তখন টেস্টিং সল্ট বলল-‘হ্যা, আমরা তোমার সিনিয়র, এবং অনেক সিনিয়র। কিন্তু এখানকার স্টুডেন্ট না। তুমি?’ ... মেয়েটা বলল- ‘আমিও না, তো কোথায় পড়েন আপনারা, কোন সাব্জেক্টে? টেস্টিং সল্ট বলল সে কোথায় পড়ে আর বলল সে ইংলিশ লিট্রেচারে পড়ে। মেয়েটা বলল ‘সে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ে এবং ইংলিশ লিট্রেচারেই পড়ে ... এর মধ্যে সে বলল “এখানে বসে আছেন কিভাবে??? :-* এতো ময়লা /:) অবশ্য এটাই বাংলাদেশ X(X(X( “ ভাবটা এমন যেনো সে বুলগেরিয়া থেকে আসছে :-& :-& :-& আমাকে জিজ্ঞেস করলো কই পড়েন, বললাম...আমাদের নাম জিজ্ঞেস করলো। বললাম... আমি নাম জিজ্ঞেস করলাম। কিছুক্ষন ভেবে সে বলল তার নাম সিন্থিয়া B:-) ...আরে মাথারি নিজের নাম এতো চিন্তা করে বলার কি আছে X(X(X( ... এক্টুপর টেস্টিং সল্ট উঠে গিয়ে হারানো ছায়ার পাশে বসলো... মেয়েটা আমাকে বলল আমি একটু আপনাদের পাশে বসি... আমি বললাম- “হ্যা, আসো” সে আমার পাশে বসে কি গ্যাজাচ্ছিলো দুর্ভাগ্যবশত কিছুই আমার মাথায় ল্যান্ড করছিলো না... :((...সে নাকি তার এক ভাই এর জন্যে অপেক্ষা করছিল... ভাই-ফ্রেন্ড আর কি... হি হ্যাজ এ বাইক...ব্লু বাইক... সে এমনভাবে ব্লু বাইকের প্রশংসা করছিল যেনো বাপের জন্মে আমরা রাস্তায় বাইক দেখি নাই... আরে কইন্যা গত ডিসেম্বরে হাঙ্ক নিয়ে এক্সিডেন্ট করে এখনো আমার ডান হাতের কনুইয়ে বিশাল কাটা দাগ হয়ে আছে X((X((X(( তুমি আমারে ব্লু বাইকের গল্প শোনাও :/ :/ :/... জিজ্ঞেস করলাম বাসা কোথায় তোমার? বলল- যাত্রাবাড়ি, না মতিঝিল :| যাত্রাবাড়ি আর মতিঝিল তো কাছেই...” মনে মনে বলছিলাম ‘তুমি আমারে যাত্রাবাড়ি মতিঝিল চেনাও?’ গত আড়াই মাসে থিসিস করা শেষ আমার X( ‘ তারপর বলল ‘তোমাদের ফেইসবুক অ্যাকাউন্ট আছে? আমার আইডি কিন্তু এইটা... আমাকে অ্যাড করবা...” এই বলে সে তার ফোনের ম্যাসেজ অপ্সনে গিয়ে তার এফ বি আইডি টাইপ করলো।তারপর বলল “তোমাদের ফোন নাম্বার দেও X(X(X(” টেস্টিং সল্ট তার বন্ধ থাকা ফোন নাম্বার দিলো আমি দিলাম আমার রিয়াল নাম্বার X((X((X(( সে তো জানেনা আননোন নাম্বারের ফোন আমি আমার বাপরে দিয়া রিসিভ করাই ;););) ’...কিছুক্ষন পড় সে অতি উতসাহি হয়ে বলল আমি কিন্তু মডেলিং ও করি... আমি আর টেস্টিং সল্ট বললাম- “আমরা কিন্তু টিভি দেখিনা”... একটু পর বলল ‘আমি কিন্তু রেডিওতে কাজ করি’ রেডিও টুডে তে’ এটা বলে সে তার ব্যাগের থেকে একটা শর্টপ্যাড বের করলো রেডিও টুডে’র লোগোওয়ালা...আমরা বললাম “আমরা রেডিও ও শুনিনা, ফ্রেন্ডদের প্রোগ্রাম থাকলে শুধু শুনি” টেস্টিং সল্ট বলল- ‘রেডিও টুডের আর যে নিশা কে চিনো? ও কিন্তু আমার ফ্রেন্ড ’ তখন মেয়েটা বলল – না না , আমিতো রেডিও ফুর্তিতে কাজ করি... এই কথা বলে সে তার নোটপ্যাড খুলে RJ দের অটোগ্রাফ দেখাচ্ছিল /:) /:) /:) (আরে ছেমড়ি অটোগ্রাফ কেন ফটোগ্রাফ দেখাইলেওতো RJ চিনমু না /:) /:) /:) )... সবচেয়ে অদ্ভুত ব্যাপার প্যাডের একেক পাতায় মেয়েটার একেক্টা নাম... কোন পাতায় রশ্মি , কোন পাতায় অনামিকা, কোন পাতায় নিলান্তি… একটু পর সে যার জন্যে অপেক্ষা করছিলো সেই নিরীহ চেহারার ব্লু বাইকওয়ালা এসে উপস্থিত হল আর আমরা ওই এলাকা ত্যাগ করলাম...



একটু পর আমার আর টেস্টিং সল্টের মাথায় ফির শিং উঠলো আমরা আবার ওই মেয়ের সামনে গেলাম মেয়েটা বলল- ‘আরে তোমরা যাওনি এখনো???’ আমরা বললাম- “নাহ”... টেস্টিং সল্ট জিজ্ঞেস করলো ‘তুমি জানি কোন সেমিস্টারে পড়?’ সে বলল- ‘ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার... জানো আমি ফাইনাল এক্সামে থার্ড হয়েছিলাম’ টেস্টিং সল্ট জিজ্ঞেস করলো ‘এবার তোমাদের কোন কোন পয়েট-এর লেসন ছিলো??? ’ মেয়েটা অসহায় চেহারা বানিয়ে বলল “জানিনা” আমি বললাম, ‘তুমি না থার্ড হইছিলা???’ সে বলল “আসলে ছোট বেলা থেকেই ইংলিশ মিডিয়ামে পড়েছি তো তাই ইংলিশে কিছু লিখতে দিলেই পারি...” উল্লেখ্য সে নিজেকে হলিক্রস এর স্টুডেন্ট বলে পরিচয় দিয়েছিল ... মনে মনে বলছিলাম—“আম্মাজান, সত্যি কইরা কন আপনি কে মানুষ না জিন (এখানে পরী হইবে) :P নাকি ট্রান্সমাইগ্রেশন অফ সেক্সপিয়ার... :-& :-& :-& নারীরুপে নাজিল হইয়াছেন এই বাংলায় :|| :|| :|| ” টেস্টিং সল্ট সল্ট বলল- এটা কেমন কথা তুমি সিলেবাস জানো না... সে বলল- “আসলে আমাদের তো প্রাইভেট, প্রাইভেট আর পাবলিকের সিলেবাস তো এক না...” টেস্টিংসল্ট প্রতিবাদ করে বলল-”কেন এক হবে না... প্রাইভেট আর পাবলিকের লেসন এক... সিলেবাস ডিফ্রেন্ট হইতে পারে”... যাই হোক আমরা আর কথা বাড়ালাম না... চলে আসার পথ নিলাম... পেছন ঘুরে জিজ্ঞেস করলাম “তোমাদের আই ইউ বি তে ক্লাস কবে কবে”... সে বলল “আই ইউ বি??? আমিতো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ি”...আমি বললাম “ও আচ্ছা ক্লাস কবে কবে??” সে বলল “সে বলল শনিবার আর বুধবার”



আমি জানিনা আইইউবি’র ক্লাস শিডিউল কি??? তবে রুটিন মত তা তো সোম-বুধ আর রবি-মঙ্গল হবার কথা... যাই হোক আমরা সিয়র হলাম তুমি আসলে কি...X(X(X(



আমরা বাড়ি ফেরার পথ ধরলাম... মেয়েটার জন্যে দুঃখ হল...হয়ত খুব বেশিদিন হয়নি এ রাস্তায় নেমেছে... আনাড়ি এখনো... জানিনা কোন মোহে বা কিসের প্রয়োজনে সে আজ এই পথে নেমেছে... একদিন না একদিন তো ধরা সে পড়বে... এই সুন্দর মুখটা কি তখন আর সুন্দর থাকবে??? :| :| :|

মন্তব্য ৬৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩

তাসজিদ বলেছেন: নারী fraud ভয়ানক। :|

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৮

নৈঋত বলেছেন: কি জানি বাবা... তয় অ্যামেচার ফ্রড

২| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬

বটবৃক্ষ~ বলেছেন: াআমি ঠিক বুঝলামনা! এগুলা করে মেয়েটার কি গেইন হলো!!
মানে উদ্দেশ্যটা কি ছিলো একচুয়ালি!!

যাহোক , সে বুঝেনাই যে পরেছে মোঘলের হাতে!! হিহিহি!! ;)

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১০

নৈঋত বলেছেন: আমরাও বুঝি নাই /:)
হেহেহহেহেহেহে ;)

৩| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

বাংলার হাসান বলেছেন: সেরের উপরে যে সোয়া সের তা মনে হয় সে এখনো বুঝার ক্ষমতা অর্জন করতে পারে নাই।

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১২

নৈঋত বলেছেন: ডিফিকাল্টি লেভেলঃ অ্যামেচার

৪| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :||

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৪

নৈঋত বলেছেন: :( :( :(

৫| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:
হে হে! আমারে না জানাইয়া এইখানে অইখানে গেলে তো প্রবলেম হইবেই ;)

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৪

নৈঋত বলেছেন: তুই আর কথা কইস না /:) /:) /:)

৬| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৯

মোমেরমানুষ৭১ বলেছেন: এ সমস্ত ফ্রড মেয়েদের কাজ কি? তারা কি চায়? তারা নারীদের কাছে কেন আসে? পুরুষদের কাছে যায় না?

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৫

নৈঋত বলেছেন: আমাদেরও একই প্রশ্ন :(

৭| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৯

আমিনুর রহমান বলেছেন:




হুম ...

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫০

নৈঋত বলেছেন: হম

৮| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪০

নাজিম-উদ-দৌলা বলেছেন:

আমারে না জানাইয়া টিএসসি আস না? ভাল ভাল!!

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫১

নৈঋত বলেছেন: B-)) B-)) B-))

৯| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪০

আমি তুমি আমরা বলেছেন: লাভটা কি হইল ভাওতাবাজি করে?

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫২

নৈঋত বলেছেন: আল্লাহই জানে -_-

১০| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: /:) খালি ইমোট চোখে পড়লো!

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৫

নৈঋত বলেছেন: আর কিছু দেখলেন না??? B:-) B:-) B:-)

১১| ২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২৯

আমিই মিসিরআলি বলেছেন: ৩য় স্তরের কিছু চাপাবাজ মানুষ থাকেনা,অযথা মিথ্যে বা চাপা মেরে আনন্দ পায় হয়ত তেমনি কিছু ছিল :-*

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১১

নৈঋত বলেছেন: চাপা মারা কিই বা ছিল... আমরা তো এমন না যে ঢাকা শহর চিনি না... চাপা মেরে আনন্দ পাওয়া :-* :-* :-*

এইডা কিছু হইলো???

১২| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৯

এম মশিউর বলেছেন: এমন ফ্রড একখান মেয়ে আমার চাই-ই চাই! তোমরা কেউ কি দিতে পারো ফ্রড মেয়ের ঠিকানা.। ;) =p~

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৩

নৈঋত বলেছেন: ফোন নাম্বার আছে... ফেইসবুক এড্রেস ও আছে ;)
এখন বাকিটা আপনার ইচ্ছা B-))

১৩| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৫

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম । বুঝলাম

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

নৈঋত বলেছেন: গুড

১৪| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

:|| :|| :||

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৫

নৈঋত বলেছেন: :( :( :(

১৫| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৫

শীলা শিপা বলেছেন: কেন এমন করল সেটা বুঝি নাই :||

তবে কাদের হাতে পরছিলো সেটা বুঝলাম ;)

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৭

নৈঋত বলেছেন: শিলাপু সে পড়েছিল বাংলাদেশের সবচেয়ে দুর্মুখ আর মাস্তান চারজনের হাতে ;) ;) ;)

১৬| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫০

মামুন রশিদ বলেছেন: ঞঁ

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮

নৈঋত বলেছেন: হু

১৭| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: ধুর মিয়া কি যে করলেন। হাত থাকতে মুখে এত কিছু যে ক্যান কইলেন। হুদাই শক্তি অপচয়। লাগায়া দিতেন কয়েকটা কানের নিচে। সব ঠিক হইয়া যাইত। X(( X(( X((

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৯

নৈঋত বলেছেন: হাজার হোক মেয়ে মানুষ তো তাই কিছু কই নাই :#)

১৮| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮

হাসান মাহবুব বলেছেন: তার উদ্দেশ্যটা কী ছিল তাই তো বুঝলাম না :||

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২১

নৈঋত বলেছেন: আমরাও বুজে উঠতে পারি নাই :(

১৯| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: B:-) B:-) B:-)

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২২

নৈঋত বলেছেন: B:-) B:-) B:-)

২০| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: হয়ত খুব বেশিদিন হয়নি এ রাস্তায় নেমেছে... আনাড়ি এখনো... জানিনা কোন মোহে বা কিসের প্রয়োজনে সে আজ এই পথে নেমেছে... একদিন না একদিন তো ধরা সে পড়বে.

--- কিসের মোহে পড়ছে ব্যাপারটা বুঝলাম না ! পুরা লেখা পইড়া মনে হইল মেয়েটা চাপাবাজি করছে নিজের পড়াশুনা, প্যাশন ফ্যাশন নিয়া ! কিন্তু আর কিছু ছিল কি এর মাঝে ? আমি বুঝি নাই আধুনিক মাজেজাটা আসে কি যেইটাকে ফ্রড বল্লা :||

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৪

নৈঋত বলেছেন: আপু সে যা বলেছিল সব ইনফো ভুল ঠিকাছে ... সে যেই নাম্বার থেকে আমাদের টেক্সট করেছিল সেটা পরে আর খোলা পাইনি... সে যেই ফেসবুক আইডি আমাদের দিয়েছিল... সেটা আরেকজনের আইডি :( :( :(

২১| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০০

সানড্যান্স বলেছেন: অস্থির পোস্ট!!! স্টিকি করে নাই কেন?

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৮

নৈঋত বলেছেন: কি কয় :O :O :O

২২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: একটু রহস্যময় লাগলো - উদ্যেশ্য ক্লিয়ারলি বুঝা গেল না !

বাট আপনে তো আপনার নাম্বার দিয়ে আসছেন, যেহেতু ফোন নাম্বার চেয়েছে তাহলে ফোন নাম্বার কালেক্ট করাটা হয়ত উদ্যেশ্য ছিল!

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩০

নৈঋত বলেছেন: তার নাম্বার আছে আমাদের কাছে :)

২৩| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১

তানজিব বলেছেন: !

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩২

নৈঋত বলেছেন: :(

২৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৯

টেস্টিং সল্ট বলেছেন: সিলেবাস আর লেসন এক বলি নাই। বলেছি যে অন্তত গল্প কবিতা আলাদা হলেও লেখক একই থাকবে, আই মিন - শেক্সপিয়ার বা ব্রাউনিং এর ভিন্ন ভিন্ন নাটক বা সনেট পড়ানো হলেও তাঁদের লেখা তোমাকে পড়তেই হবে, তা তুমি বাংলাদেশের যেকোন ইউনি তে পড়ো অথবা বাইরের দেশ থেকে সাহিত্যে পড়ো না কেনো।

আর সাহিত্যে ফ্রি হ্যান্ড তুমি তখনই লিখতে পারবে যখন মূল টেক্সটটা সম্পর্কে তোমার খুব পরিষ্কার আইডিয়া থাকবে। লেখকের নামই জানে না, মুন্ডু ফ্রি হ্যান্ড লিখবে সে???

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪

নৈঋত বলেছেন: ভুলে মিস্কেট (ইহা একটি ইচ্ছাকৃত বানান ভুল) হইছে :/ /:)

২৫| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

টেস্টিং সল্ট বলেছেন: সবচাইতে গাধামো করেছে ফোর্থ ইয়ার লিটারেচার স্টুডেন্ট এর সামনে নিজেকে লিটারেচারের স্টুডেন্ট পরিচয় দিয়ে। মুড ছিলো না, না হলে লিটারেচার কাহাকে বলে উদাহরন সহ বুঝিয়ে দিতুম। /:) /:)

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

নৈঋত বলেছেন: /:) /:) /:) হু

২৬| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

নাইট রিডার বলেছেন: বুঝলাম মেয়েটা নিজের ব্যাপারে যা যা বলছিল তা ঠিক ছিল না, এই মিথ্যেগুলো বলে তার কি লাভ হল বুঝতে পারছিনা। ভাবস ধরা ছাড়া আর কিছু পেল কিনা জানিনা। আর ভাব ধরা ফ্রডের তো অভাব নাই।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৬

নৈঋত বলেছেন: আমাদের সাথে ভাব ধরে তার কি উপকার হয়েছিল আল্লাহই জানে /:)

২৭| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৪

অ্যামাটার বলেছেন: ইরাম চাপাবাজি করল ক্যান সেইটাই তো বুঝলাম না। ছিনতাই-টিনতাই বা এরকম কিছু তো করেনি :-/

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

নৈঋত বলেছেন: কে জানে চান্স পেলে হয়তো করতো... :( :( :(

২৮| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৩

টেস্টিং সল্ট বলেছেন: আমাদের দুইটা ফ্রেন্ড হারানো ছায়া আর মৌরী তখন সামান্য দূরে বসে জরুরী আলাপ করছিলো। আমি আর নৈঋত যেভাবে বসে ছিলাম মেয়েটা ভেবেছিলো আমরা ২ জনই। ৪ জন বুঝতে পারে নাই। :| :|

আমার মনে হয় যে ছেলেটির সাথে সে এখানে দেখা করতে এসেছিলো তার কাছে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে হয়তো আমাদের সাথে পরিচয় করিয়ে দিতো। কিন্তু আমরা তাঁকে সুযোগ দিই নি। B:-) B:-)


অথবা মেয়েটি লে*বিয়ান। হাহাহাহাহাহা =p~ =p~ =p~ =p~ =p~

৩১ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:১১

নৈঋত বলেছেন: েহেহহেহেহেহেহেহেহেহেহে =p~ =p~ =p~

২৯| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৯

চটপট ক বলেছেন: . মেয়েটার জন্যে দুঃখ হল...হয়ত খুব বেশিদিন হয়নি এ রাস্তায় নেমেছে... আনাড়ি এখনো... জানিনা কোন মোহে বা কিসের প্রয়োজনে সে আজ এই পথে নেমেছে... একদিন না একদিন তো ধরা সে পড়বে... এই সুন্দর মুখটা কি তখন আর সুন্দর থাকবে???

আমি যা চিন্তা করছি আপনি কি তাই বুঝাতে চেয়েছেন??

টেস্টিং সল্ট বলেছেন: অথবা মেয়েটি লে*বিয়ান। হাহাহাহাহাহা

কি শুনাইলেন আপা?????!!!!!!!!!

৩১ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:১১

নৈঋত বলেছেন: িহিহিহিইহিহিহিহিহি =p~ =p~ =p~

৩০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

শীলা শিপা বলেছেন: :-* :|| কি বললা এটা আপু?? বুঝলাম না তো!!!! :-* :-/

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

নৈঋত বলেছেন: আমরাও বুঝে উঠতে পারি নাইরে বুইন -_- |-)

৩১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

রাশেদ অনি বলেছেন: কেউ কেউ ভাবেই সুখ, ভাবেই শান্তি মনে করে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

নৈঋত বলেছেন: |-) |-) |-)

৩২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আর,জে নিশারে পোস্ট দিলাম পড়ে দেখার জন্য =p~ =p~ =p~ =p~

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

নৈঋত বলেছেন: হহাআহাহহাহাহা =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.