![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নৈঋত
আগের পোস্ট এখানে----
২১. The Silence of the Lambs (1991)
স্টারিংঃ এন্থনি হপকিন্স, ক্যাসি লেমন্স, লরেন্স. এ বনি,জুডি ফস্টার, স্কট গ্লেন
আই এম ডি বি রেটিংঃ ৮.৭/১০
রোটেন টম্যাটো রেটিংঃ ৯৪%/১০০
প্লটঃ অনেকে এই ফিল্মিটিকে সর্বকালের সেরা ক্রাইম থ্রিলার বলে থাকেন... ছবির কাহিনী হল তরুনী এফবিআই এজেন্ট স্টারলিং একটি সাইকো কেসের জন্য শরণাপন্ন হয় ডক্টর হ্যানিবাল লেক্টরের যিনি কিনা একজন বিখ্যাত মানসিক ডাক্তার এবং মানুষখেকো...তার সাহায্য নিয়ে শেষ পর্যন্ত সে কেসটিতে সফল হয়... কিন্তু পালিয়ে যায় হ্যানিবাল...
ডিরেক্ট ডাউনলোডঃ
টরেন্ট লিঙ্কঃ
দেখে নিন ফিল্মটির ট্রেইলারঃ
-----------------------------------------------------------------
২২.Hannibal (2001)
স্টারিংঃ এন্থনি হপকিন্স, জুলিয়ান ম্যুর, গ্যারি অল্ডম্যান
আই এম ডিবি রেটিংঃ ৬.৬/১০
রোটেন টমেটো রেটিংঃ
প্লট ঃ এই ফিল্মটি মুলত The Silence of the Lambs এর সিক্যুয়েল।আগের ছবির ফ্যান হয়ে যারা এই ফিল্মটি দেখতে বসবেন তারা হতাশ ই হতে পারেন ফিল্মটি দেখে...তবে যারা ভায়োলেন্স পছন্দ করেন তাদের ভালো লাগতে কারন এই মুভিতে বেশ কিছু নৃশংস দৃশ্য আছে...
The Silence of the Lambs এ এজেন্ট স্টার্লিংকে সাহায্য করার পর হ্যানিবাল পালিয়ে ইতালি চলে আসে এবং সেখানে একটি মিউজিয়ামের কিউরেটর হিসেবে কাজ শুরু করে... তাকে ধরবার জন্যে তারই এক ভিক্টিম Verger স্টার্লিংকে দিয়ে ফাদ পাতে... কিছু করাপ্টেড পুলিশ Verger কে জানিয়ে দেয় সে কোথায় আছে... Verger এর কারনে ইউনাইটেড স্টেটে ফিরতে বাধ্য হয় হ্যানিবাল এবং শুরু হয় তাদের ইঁদুর দৌড়।।
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক
টরেন্ট লিঙ্ক
দেখে নিন ট্রেইলারঃ
--------------------------------------------------------------------
২৩. Red Dragon (2002)
স্টারিংঃ এন্থনি হপকিন্স, এডওয়ার্ড নর্টন, রায়ালফ ফিনেস, এমিলি ওয়াটসন
আই এম ডিবি রেটিংঃ ৭.২/১০
রোটেন টম্যাটো রেটিংঃ
প্লটঃ এটা সাইল্যান্স অফ দ্যা ল্যাম্বস এর প্রিক্যুয়েল। যে এজেন্ট হ্যানিবাল লেক্টরকে এরেস্ট করেন, সেই এজেন্ট এর দায়িত্ব পরে আরেকটি সাইকোলজিক্যাল কেস। তাকে খুজে বের করতে বিফল হয়ে শেষ পর্যন্ত সে হ্যানিবাল লেক্টরেরই সাহায্য নেয়। এবং মুখোমুখি বিপজ্জনক পরিস্থিতির। এই ছবিটা হ্যানিবাল এর চেয়ে ভালো। এই ছবিতে এজেন্ট এর ভূমিকায় অভিনয় করেছেন এডওয়ার্ড নর্টন।
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
দেখে নিন ট্রেইলারঃ
--------------------------------------------------------
২৪. Hannibal Rising (2007)
স্টারিংঃ গ্যাস্পার্ড উলিল, রাইস ইফান্স, লি গং।
আই এম ডিবি রেটিংঃ ৬.১/১০
রোটেন টম্যাটো রেটিংঃ
প্লটঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকায় বাবা-মা হারায় হ্যানিবাল... মা- বাবা হারা হ্যানিবাল প্যারিসে পালিত হতে থাকে আন্টি মিরাশাকি শিকিবু’র কাছে...উঠতি বয়সে ভর্তি হয় সেখানকার মেডিক্যাল স্কুলে... ছোট্টবেলা থেকে মনের ভেতর পুষে রাখে নাৎসিদের হাতে নৃশংসভাবে খুন হওয়া ছোট্টবেলার খেলার সাথি ছোট বোনের খুনের বদলা নেয়ার অভিপ্রায়...এই গল্প হচ্ছে হ্যানিবালের উত্থানের গল্প... প্রিক্যুয়েল অফ অল হ্যানিবাল ফিল্ম...
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
দেখে নিন ট্রেইলারঃ
--------------------------------------------------------
২৫. Snatch. (2000)
স্টারিংঃ জ্যাসন স্ট্যাথাম, ব্যাড পিট, বেনিসিও দেল তোরো, এলিসিয়া উইট
আই এম ডিবি রেটিংঃ ৮.৩/১০
রোটেন টম্যাটো রেটিংঃ
প্লটঃ গাই রিচির লেখা ও ডিরেকশনের ফিল্ম... গাই রিচি মানেই যেনো সিরিয়াস কাহিনীতে একটু কমেডি এনে তাকে ভিন্ন স্বাদ দেয়া... একটি মহামুল্যবান হীরক খন্ডকে ঘিরে গড়ে উঠেছে ফিল্মটির কাহিনী... একজন বক্সিং প্রমোটার, জুয়াড়ি, রাশান গ্যাংস্টার, চোর ডাকাতের কাহিনী ‘স্ন্যাচ’... সিরিয়াস একটি ঘটনার সাথে কমেডির অসাধারন মিশ্রণ, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি সবই জটিল... সিনেমা দেখে মজা না পাইলে ডাউনলোড অথবা ডিভিডি’র মুল্য আমার থেকে চাহিয়া নেবেন
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
দেখে নিন ট্রেইলারঃ
-----------------------------------------------------------
২৬. Lock, Stock and Two Smoking Barrels (1998)
স্টারিংঃজ্যাসন স্ট্যাথাম, জ্যাসন ফ্লেমিং, ডেক্সটার ফ্লেচার, নিক মোরান, স্টিভেন ম্যাকিন্টোশ
আই এম ডিবি রেটিংঃ ৮.২/১০
রোটেন টমেটোঃ
প্লটঃ চার বন্ধু লোভে পড়ে তাদের জমানো টাকা তুলে দেয় জুয়াড়ি এডির হাতে... লাভ তো হয়ই না বরঞ্চ তারা হাফ মিলিয়ন ডলার ঋণী হয় এক মাফিয়া ডনের কাছে এই টাকা জোগাড় করার কাহিনী নিয়েই এই ম্যুভি... এই মুভিতে কে যে কার হাতে মরে এই রহস্য ১০ সেকেন্ডের মধ্যে খুজে বের করতে পারলে গাই রিচি নিঃসন্দেহে আপনাকে একটা লেবেঞ্চুস দেবেন
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
দেখে নিন ট্রেইলারঃ
-----------------------------------------------------------
২৭. Léon: The Professional
স্টারিংঃ জ্যা রেনো, গ্যারি ওল্ডম্যান , নাটালি পোর্টম্যান
আই এম ডিবি রেটিংঃ ৮.৬/১০
রোটেন টম্যাটো রেটিংঃ
প্লটঃ একজন প্রফেশনাল খুনি লিওঁ মা-বাবা হারা ১২ বছর বয়সী মাথিলদা কে বাঁচায় এবং তার বাবা-মা’র হত্যার প্রতিশোধ ন্তে সাহায্য করে...
ফিল্মটির দুটি অসাধারন ট্যাগলাইনঃ Revenge is a tough game, even for a Professional...
You can't stop what you can't see.
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
দেখে নিন ট্রেইলারঃ
-------------------------------------------------------------
২৮.Inside Man (2006)
স্টারিংঃ জুডি ফস্টার, ডেঞ্জেল ওয়াশিংটন, ক্লাইভ ওয়েন,
আইএমডিবি রেটিংঃ
রোটেন টমেটো রেটিংঃ
প্লটঃ আমেরিকার মেধাবী পরিচালক স্পাইক লি তার ‘ইনসাইড ম্যান’ ছবিতে ৯/১১ ট্র্যাজেডিকে একটু ভিন্নভাবে তুলে ধরেছেন। ছবিতে সরাসরি তিনি এই ব্যাপারে কিছু উল্লেখ না করলেও তিনি খুব ভিন্নভাবে ৯/১১-কে তার ছবিতে উপস্থাপন করেছেন।তিনি ৯/১১ পরবর্তী সময়ে আমেরিকানদের যে বিড়ম্বনা, দুর্ভোগ এবং ভোগান্তির শিকার হতে হয়েছিল তা এই ছবিতে ফুটিয়ে তুলেছেন।‘ইনসাইড ম্যান’ ছবিতে দেখানো হয়েছে কিভাবে একজন পাগড়ি পরা শিখকে আমেরিকান পুলিশরা ৯/১১ পরবর্তী সময় হয়রানি করেছেন।
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
দেখে নিন ট্রেইলারঃ
-------------------------------------------------------
২৯. Training Day (2001)
স্টারিংঃ ডেঞ্জেল ওয়াশিংটন, ইথান হউক, স্কট গ্লেন।
আইএমডিবি রেতিংঃ ৭.৬/১০
রোটেন টমেটো রেটিংঃ ৭১%
প্লটঃ আলোঞ্জো হ্যারিস (ডেনজেল ওয়াশিংটন) লস এঞ্জেলেস পুলিশ বিভাগের দুর্নীতিগ্রস্ত গোয়েন্দা পুলিশ। হ্যারিস এলএপিডি-র মাদক বিভাগে কাজ করে। জ্যাক হয়েট (ইথান হক) গোয়েন্দা বিভাগে নতুন। তাকেও মাদক বিভাগের হয়ে কাজ করতে হবে। এজন্যই তার প্রশিক্ষণের জন্য হ্যারিসকে নিয়োগ করা হয়। হ্যারিস হয়েটকে নিয়ে গাড়িতে ঘুরে বেড়ায়। গাড়িই অফিস। আর তাদের কাজ লস এঞ্জেলেসের মদ্যপায়ীদের মাঝে, বিশৃঙ্খল এলাকাগুলোতে। পুরো সিনেমা এক দিনের কাহিনী নিয়ে।
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
দেখে নিন ট্রেইলারঃ
----------------------------------------------------------
৩১.A Clockwork Orange (1971)
স্টারিংঃ ম্যাল্কম ম্যাকডাওয়েল, প্যাট্রিক ম্যাগি, মিশেল বেটস
আইএমডিবি রেটিংঃ ৮.৪/১০
রোটেন টম্যাটো রেটিংঃ ৮৯%
প্লটঃ স্ট্যানলি কুব্রিকের মুভ্যি। অ্যালেক্স আধুনিক ব্রিটেনের একজন আল্ট্রাভায়োলেন্ট যুবক... ধর্ষন ও খুনের অপরাধে গ্রেফতার হন... কারাগারের পুনর্বাসন কেন্দ্রে একটি পরীক্ষামূলক প্রোগ্রামে তাকে নেয়া হয় যা তাকে অপরাধের প্রতি ঘৃণাবোধ জন্মাতে সাহায্য করবে... এরপরই আসে আসল টুইস্ট ...
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
দেখে নিন ট্রেইলারঃ
--------------------------------------------------------
৩২. Once Upon a Time in America (1984)
স্টারিংঃ রবার্ট ডি নিরো, জেমস উডস, এলিজাবেথ ম্যাকগোভার্ন
আইএমডিবি রেটিংঃ ৮.৪/১০
রোটেন টমেটো রেটিংঃ
প্লটঃ ৩০ বছর পর একজন ইহুদি গ্যাংস্টার ফিরে আসে লোয়ার ম্যানহাটনে... ভুতের সাথে তার মোকাবিলা হয় এবং তিনি পুরো জীবন নিয়ে অনুশোচনার কাহিনী Once Upon a Time in America ...
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
দেখে নিন ট্রেইলারঃ
----------------------------------------------------------
৩৩. A Prophet (2009)
স্টারিংঃ তাহার রাহিম, নীল এরস্ট্রাপ, এদেল বেন্সেরিফ।
আইএমডিবি রেটিংঃ ৭.৯/১০
রোটেন টমেটো রেটিংঃ
প্লটঃ ১৯ বছর বয়সী অ্যারাবিয়ান যুবক মালিক আল জেবেনা কে পাঠানো হয় ফ্রেঞ্চ কারাগারে... সেখানে থেকে তার মাফিয়া কিং হয়ে ওঠার গল্প A Prophet ...
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
দেখে নিন ট্রেইলারঃ
----------------------------------------------------------
৩৪. Animal Kingdom (2010)
স্টারিংঃ জেমস ফেচেভিল, গাই পিএরস, জোয়েল এডগারটন
আইএমডিবি রেটিংঃ ৭.৩/১০
রোটেন টম্যাটো রেটিংঃ
প্লটঃ মুভ্যিটা অনেক ভালো লেগেছে আমার কাছে... এই মুভ্যির স্পেসিফিক রিভিউ দিতে গেলে পুরো কাহিনী লিখতে হবে যেটা ইচ্ছে হচ্ছে না... পরে রিভিউ দিবো...ক্রাইম ড্রামা ফ্যানরা দেখতে পারেন এই ফিল্ম। নিরাশ হবেন না ...
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
দেখে নিন ট্রেইলারঃ
-------------------------------------------------------------
৩৫. La Haine (1995)
স্টারিংঃ ভিন্সেন্ট ক্যাসেল, হুবার্ট কোন্দে, সাইদ তাঘমাওই
আইএমডিবি রেটিংঃ ৮/১০
রোটেন টম্যাটো রেটিংঃ
প্লটঃ ভিঞ্জ একজন ইহুদি, সাইদ একজন আরব, হুবার্ট একজন নিগ্রো বক্সার... তারা বাস করে ফ্রেঞ্চ সাব-আরবান ‘ঘেটো’...যেখানে বর্নবাদি আচরন বেশ প্রকট ছিল... এক দাঙ্গায় পুলিশ নির্দয়ভাবে পেটায় সাইদকে... এক পুলিশের বন্দুক হারিয়ে গেলে খুজে পায় ভিঞ্জ ... এবং সেই বন্দুক নিয়ে পুলিশদের হুমকি দেয় হাসপাতালে সাইদের কিছু হলে সে কাউকে বাঁচিয়ে রাখবে না... এই ফিল্মটি বেস্ট ফ্রেন্ডশিপ ফিল্ম এর তালিকাতেও আসতে পারে...
ডিরেক্ট ডাউনলোড
টরেন্ট লিঙ্ক
দেখে নিন ট্রেইলারঃ
চলবে... ... ... ...
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২
নৈঋত বলেছেন: ৩৫ নাম্বারটা অবশ্যই দেখবেন
২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭
অপু তানভীর বলেছেন: একটাও দেখি নাইক্কা!!!! আমি ভালা পুলা তো কিরমিনাল হইতে মন চায় না!!
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪
নৈঋত বলেছেন: আমার তো ক্রিমিনাল হইতে মুঞ্চায়
ওয়ান্স আপন এ টাইম আই হ্যাড এ ড্রিম টু বি এ টপ মোস্ট ক্রিমিনাল
৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পোস্ট স্টিকি করা হউক!!!!!
এতো মুভি একসাথে!!!!!
৬ টা দেখছি মাত্র
এখন দেখি আর কোনগুলি নামানো যায়......
ঈদের অনেক শুভেচ্ছা রইল আপু ....
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫
নৈঋত বলেছেন: ঈদের শুভেচ্ছা ... বাড়িতে এসো দাওয়াত রইলো
৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩
ফেরারি ভালোবাসা (রাজ) বলেছেন: অসাধারন লিখছিস মিথি। ২/৩ টা মুভি দেখা বাকি আছে। তোরে এত্তোওওওওওওও গুলা :*
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬
নৈঋত বলেছেন: থাঙ্কু বদ্দা
৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫
ফেরারি ভালোবাসা (রাজ) বলেছেন: অসাধারন লিখছিস মিথি। ২/৩ টা মুভি দেখা বাকি আছে। তোরে এত্তোওওওওওওও গুলা :> :> :> :> :> :> :>
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৭
নৈঋত বলেছেন: থাঙ্কু বদ্দা )
৬| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: Red Dragon যে The Silence of the Lambs এর প্রিকুয়েল সেটা তো জানা ছিলনা! Red Dragon দেখিও নাই মাই!
আহা Snatch!! অস্থির একটা মুভি ছিল
এই পোস্ট মারাত্মক কিছু মুভির কালেকশন!
থ্যাংকস তোকে!
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮
নৈঋত বলেছেন: হ্যা... রেড ড্রাগন দেখে নিস
৭| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত পোষ্ট!!! চমৎকার সব মুভির কালেকশন। অনেক ভালো লাগল। প্রিয়তে নিলাম।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯
নৈঋত বলেছেন: ধন্যবাদ ভাইয়া ... এই সিরিজের আরেকটা পোস্ট আসবে শীঘ্রই
৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৩
আমিই মিসিরআলি বলেছেন: ৩য় প্লাস এবং প্রিয়তে ++++++++++
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০
নৈঋত বলেছেন: ধন্যবাদ
৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩২
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: শেষের দুইটা এখনও দেখা হয়নাই। বাকি গুলো প্রায় সবই ভাল মুভি।
The Silence of the Lambs আর A Clockwork Orange তো মাস্টারপিস
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২
নৈঋত বলেছেন: দেখে নেবেন সময় করে ...
১০| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২
Inferno বলেছেন: বেশিরভাগ মুভিই দেখা। আপনার পছন্দ মারাত্নক। অপেক্ষা করছি পরের পর্বের জন্য....
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১০
নৈঋত বলেছেন: ধন্যবাদ ... ফ্রি হয়ে পোস্ট দেবো
১১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩
নুর ফ্য়জুর রেজা বলেছেন: +++++
তবে আমার পছন্দের ভিলেন হচ্ছে (যাকে দেখে ভিলেন হতে ইচ্ছা করে আর কি!) দ্যা ওয়ান এন্ড অনলি "জোকার"। আমাকে যদি ভিলেন হোয়ার সুযোগ দেয় তবে আমি নিঃসন্দেহে "জোকার" হব। এছাড়া শার্লক হোমসের ভিলেন মরিয়ার্টিও আমার পছন্দের।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১২
নৈঋত বলেছেন: পছন্দ ভালো
১২| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১১
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম! দেখুম্নে
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩২
নৈঋত বলেছেন:
১৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৮
আমিনুর রহমান বলেছেন:
থ্যাঙ্কু। প্রিয়তে এবং অবশ্যই প্লাস।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৬
নৈঋত বলেছেন:
১৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
Excellent suggestions! I will try to watch 1 by 1, at least some!
ঈদের আগাম শুভেচ্ছা....!!
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০০
নৈঋত বলেছেন: ধন্যবাদ
১৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৩
ম.র.নি বলেছেন: ঘুরেফিরে সবাই একই ছবির কথা বলে।নতুন কিছু নাই।ইটস ট্টু, ইউভ গট গুড টেস্ট।আমি আপনাকে দুইটা টভি সিরিজের নাম দেই, ইউ মাস্ট ট্টাই দেম.
Breaking Bad -IMDb Ratings: 9.5/10
Suits - IMDb Ratings: 8.8/10
ইউ ওয়েলকাম
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৫
নৈঋত বলেছেন: থ্যাঙ্কস. ব্রেকিং ব্যাড দেখি... স্যুটস ডাউনলোড করা আছে। সময়ের অভাবে দেখা হচ্ছেনা
১৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৪
বোকা সোকা বলেছেন: কোন কথা নাই সোজা প্রিয়তে। পরে সময় করে নামিয়ে দেখব। থ্যাঙ্কু
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৩
নৈঋত বলেছেন: ওয়েলকাম
১৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮
অশ্রু কারিগড় বলেছেন: বেশিরভাগই দেখা, তারপর ও ভাল লাগল ।
ঈদের আগাম শুভেচ্ছা রইল ।
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৩
নৈঋত বলেছেন: ধন্যবাদ
১৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা কালেকশন!
তাহলে প্রিজন ব্রেক সিরিয়াল টা আপনে ভালা পাইবেন!
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮
নৈঋত বলেছেন: হাহাহহাহাহহাহাহাহহাহাহহাহা... ... জেল এস্কেইপ সিরিজও লেখা হয়েছে
১৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৬
বশর সিদ্দিকী বলেছেন: Snatch. (2000) এর অসাধারন ডায়লাগ গুলা এখনো কানে বাজে। আমি এখনো সেগুলো ভুলি নাই।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১
নৈঋত বলেছেন: Léon: The Professional এর ডায়লগগুলাও জোস
২০| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৮
আম্মানসুরা বলেছেন: চমৎকার পোষ্ট। প্রিয় তে না নিয়ে উপাই নাই। প্রিয়তে
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১
নৈঋত বলেছেন: থ্যাঙ্কু
২১| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪
এম ই জাভেদ বলেছেন: আমি একটাও দেখতে পারিনাই ক্যান !! এই ঈদে দেখতে বসে যাব । এখন বলেন আপনার সবচেয়ে ভাল লেগেছে কোন মুভি টা - সেইটা দিয়ে শুরু করতে চাই।
প্রিয় তে নিয়ে নিলাম।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪
নৈঋত বলেছেন: La Haine, Lock, Stock and Two Smoking Barrels, Snatch. এগুলো সিম্পল মুভ্যি। এগুলো দিয়ে শুরু করতে পারেন
২২| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: রেখে দিলাম প্রিয়তে। দেখব।
ধন্যবাদ।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১১
নৈঋত বলেছেন:
ধন্যবাদ
২৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:১৬
বশর সিদ্দিকী বলেছেন: Léon: The Professional দেখব এই ইদে। ভাবছি আপনার এই লিস্টে সব মুভিগুলাই দেখে ফেলব এবার ইদে।
১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২
নৈঋত বলেছেন: বেস্ট অফ লাক
২৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৫
তওসীফ সাদাত বলেছেন: হুম !! আসলে ক্রাইম ড্রামা না বলে, থ্রিলার বলা যায় !! তাহলে মানায় বেশি ! থ্রিলার আর ক্রাইম বললেই হয়।
আর থ্রিলার এবং ক্রাইম এর মিক্সিং মুভি গুলোর মধ্যে, হপকিন্স এর গুলোই প্রথম দিকে থাকবে !!
১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫
নৈঋত বলেছেন: হপকিন্স তো বস.... তবে আমার পোস্টটা এসেছে ক্লাসিফিকেশন অফ ড্রামা থেকে . . .
২৫| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪
তওসীফ সাদাত বলেছেন: হুম !! তাইলে আমি আরও বেশ কিছু মুভির নাম বলতে পারবো। আমার ড্রামা বেশ ভালো লাগে।
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১
নৈঋত বলেছেন: উখে
২৬| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩
েবনিটগ বলেছেন:
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪
নৈঋত বলেছেন: কি হল?
২৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২১
সমুদ্র কন্যা বলেছেন: ভাবছিলাম একটাও দেখি নাই, পরে দেখি যে না, দুইটা দেখছি
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২১
নৈঋত বলেছেন: সময় করে দেখে নেবেন
২৮| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩২
প্রিন্স মাহমু দ বলেছেন: চমৎকার পোস্ট । অনেক অনেক ধন্যবাদ
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
নৈঋত বলেছেন:
থাঙ্কু ভাইগ্না
২৯| ১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:২৮
নতুন বলেছেন: হুম...
লিওন... ড: হেনিবেল হইতে মুন্চায়...
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
নৈঋত বলেছেন: ভুয় পাইছি :'(
৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭
গৃহ বন্দিনী বলেছেন: লিস্টের ২/ ১ টা দেখেছি । বুকমার্ক করে রাখলাম সময়মত ডাউনলোড করব ।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯
এহসান সাবির বলেছেন: ৩৩, ৩৫ দেখি নাই এখনো... অন্যগুলো চমৎকার সব মুভি।