নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হাসতে পারি :) :) :)

You either die a hero......or you live long enough to see yourself become the villain

নৈঋত

আমি নৈঋত

নৈঋত › বিস্তারিত পোস্টঃ

কাজের মেয়ের সঙ্গে রুমির অবৈধ সম্পর্ক! :-* :-* :-* :-*

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৯

তারকাখ্যাতি জিনিসটা এখন সস্তা... যে কেওই চাইতে না চাইতে তারকা বনে যায় -_-...এদের ভালো নাম কামানোর চেয়ে স্ক্যান্ডালে আগ্রহ বেশি ... দরকার নেই এমন স্টারের... তোমার স্টারডমের খ্যাতা পুড়ি.. আগেও তো অনেক সুপারস্টার তারকারা ছিলেন... এন্ড্রু কিশোর, খালিদ হাসান মিলু এদের নিয়ে তো কেও এতো স্ক্যান্ডাল তুলতে পারেনি X(



কণ্ঠশিল্পী আরফিন রুমিকে স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেফতার হওয়া ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রুমির ভাই ইয়াসিন রনিকেও নির্যাতনে সহযোগিতা করার অভিযোগে জেলহাজতে পাঠানো হয়। গতকাল দুপুরে আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত রুমি ও রনিকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



গ্রেপ্তারের পর পরই ফেইসবুকে রুমির সাথে একটি মেয়ের অন্তরঙ্গ ছবি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসান খান নামের এক ব্যক্তি ওই ছবিটি ফেসবুকে পোষ্ট করে। ( বি. দ্র: প্রকাশ অযোগ্য হওয়ায় ছবিটি এখানে দেওয়া হলো না।) হাসান খান নামে ফেইসবুক ব্যবহারকারী দাবি করেন, “আরেফিন রুমির সাথে ছবির ওই মেয়েটি রুমির বাসার কাজের মেয়ে। আর ছবিটি তুলেছেন রুমির প্রথম স্ত্রী।”. তিনি আরো বলেন, ওই ছবি নিয়ে মামলা করে রুমির প্রথম স্ত্রী অনন্যা।



মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, নির্যাতনের অভিযোগ এনে রুমির প্রথম স্ত্রী অনন্যা শুক্রবার রাতে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় শারিরিক নির্যাতনসহ বেশ কিছু অনৈতিক অভিযোগ এনেছেন প্রথম স্ত্রী। তিনি বলেন, শুধু একাধিক মেয়েই নয় বাসার কাজের মেয়ের সঙ্গেও অনৈতিক সম্পর্ক গড়েছিলেন রুমি। এমনকি বাসার কাজের মেয়ের সঙ্গে রুমির একটি অশ্লীল ছবিও এরই মধ্যে ফেসবুকে প্রকাশ হয়েছে। ওই ছবি নিয়ে এরই মধ্যে মিডিয়াঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। ছবিটি আপত্তিকর বলে আপলোড করা হলো না X(



মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন জানান, যৌতুকসহ বিভিন্ন অজুহাত এনে দীর্ঘদিন ধরে অনন্যাকে নির্যাতন করে আসছিলেন রুমি। মাঝেমধ্যে তিনি কোনো কারণ ছাড়াই স্ত্রীকে পিটিয়ে বাসা থেকে বের করে দিতেন। এ ছাড়া প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই আরেকটি বিয়ে করেন। শুক্রবার রাতেও তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এসবের পরিপ্রেক্ষিতে ওই দিন রাতে মামলা করেন অনন্যা। পরে ভোরে মোহাম্মদপুরের বাসা থেকে রুমি ও তার ভাই রনিকে গ্রেফতার করা হয়।



মাত্র দুই থেকে তিন বছরের ক্যারিয়ারে ক্রমাগত নোংরামি আর অসভ্যতার বিকৃত উদাহরণই শুধু তৈরি করেছেন আরফিন রুমি। রুমির একসময়ের ঘনিষ্ঠ সহশিল্পী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘এতটা নোংরা মনের আর অহংকারী শিল্পী কমই দেখেছি। অহংকার আর অসদাচরণের তার আজকের এই পরিণতি হয়েছে। ভয় হয়, আবারও কোনো প্রলোভন দেখিয়ে সে তার প্রথম স্ত্রীকে বশ করে ফেলে কি না।’ এদিকে রুমির ঘনিষ্ঠ অডিও প্রকাশক মারফত প্রথম স্ত্রী অনন্যাকে চাপ ও ভয়ভীতি দেখানো হয়েছে বলে তার প্রথম স্ত্রীর পরিবারের সদস্যরা জানান। এ ঘটনায় আপসের ব্যাপারে আরফিন রুমির প্রথম স্ত্রী অনন্যা একাধিক সাংবাদিকদের বলেন, ‘একটা শর্তেই রুমির সাথে আপস করতে পারি, তা হলো, তাকে তার দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসাকে ডিভোর্স দিতে হবে।’



এদিকে তার দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসা এবার রুমির সাথে আমেরিকা থেকে দেশে এসে ঈদের আগে এই পরিস্থিতি দেখে হতবাক। তাই তার দ্বিতীয় স্ত্রী দ্রুত বাংলাদেশ ছাড়ার পরিকল্পনা নিচ্ছেন বলে শোনা যাচ্ছে।



গেল ঈদে রুমি আমেরিকা থাকাকালীন তার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর মোস্তফা কামাল রাজ ও সিডি চয়েজ নিজ উদ্যোগে রুমির সলো অ্যালবামের বিশাল লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করে, অবশ্য সেখানে ঠাঁই হয়নি তার প্রথম স্ত্রীর। অবাক আর বিস্ময়ে ক্রমশ যেন হতবাক হতে থাকেন রুমির প্রথম স্ত্রী-সন্তানসহ পরিবারের সকলে। আর এত কিছুর প্রকৃত ফলাফল দিয়েছে যেন মূলত দেশের অগণিত শ্রোতা। রুমির সলো অ্যালবাম বাজারে সুপার ফ্লপ হয়। শুধু তাই নয়, দুর্ব্যবহার ও অসভ্যতা করার দায়ে আয়োজকরা রুমিকে মারধর করে এক মঞ্চ থেকে বের করে দেন। সে খবরও একাধিক মিডিয়ায় প্রকাশ পায়।



কার্টেসিঃ দ্যা বাংলাদেশ হেরাল্ড

মন্তব্য ৫৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩২

খেয়া ঘাট বলেছেন: পুরাটাই ভজঘট অবস্থা।

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৫

নৈঋত বলেছেন: ই হলো সিলিব্রিটি ... আর আমরা তার ফ্যান |-)

২| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৪

নষ্ট ছেলে বলেছেন: এগুলো সেলিব্রেটিদের দৈনন্দিন জীবনের অংশ!
প্রভা, নোভা, অরুন চৌধুরী, চৈতী, নির্ঝরদের লম্পট চরিত্র প্রকাশ হওয়ার পরও কি মিডিয়া তাদের বর্জন করেছে? কোন শাস্তি হয়েছে? না হলে মিডিয়া তাদের এই অনৈতিক কাজকে এক প্রকার প্রশ্রয় দিয়েছে বলা যায়।

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৯

নৈঋত বলেছেন: ডিজি-টাল মিডিয়া :-<

৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: সব কিছু মিলাইয়া মনে হল এই লোকটা একটা বজ্জাত লোক!

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০

নৈঋত বলেছেন: বজ্জাতের বাপ :-<

৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮

এক্সপেরিয়া বলেছেন: মামলার আগে ধরে একটা রামধোলাই দেয়া উচিত ছিল.....

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২১

নৈঋত বলেছেন: দেয় নাই কেন X(

৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩২

ডরোথী সুমী বলেছেন: যে দুই বউ পাশে নিয়ে গর্বিত ভঙ্গিতে ছবি তুলে পত্রিকায় দিতে পারে, সে আর যাই হোক সুস্থ না। ও মানসিক প্রতিবন্ধী।

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৫

নৈঋত বলেছেন: ডরোথী সুমী বলেছেন: যে দুই বউ পাশে নিয়ে গর্বিত ভঙ্গিতে ছবি তুলে পত্রিকায় দিতে পারে, সে আর যাই হোক সুস্থ না। ও মানসিক প্রতিবন্ধী।

সহমত আপু :) :) :)

৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৫

মাহবু১৫৪ বলেছেন: ২য় বিয়ে করার পরই সন্দেহ হয়েছিল। কারণ ২য় বিয়ে নাকি ১ম স্ত্রীর সম্মতি নিয়েই হয়েছে!! এটা রুমির দাবী ছিল। :-* :-*

দ্রুত সেলিব্রেটি হওয়ার কুফল। এসব আগাছা গুলোকে ডিম্ব থেরাপী দিয়ে জেল হাজতেই রাখা হোক। X(

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৯

নৈঋত বলেছেন: মাহবু১৫৪ বলেছেন: ২য় বিয়ে করার পরই সন্দেহ হয়েছিল। কারণ ২য় বিয়ে নাকি ১ম স্ত্রীর সম্মতি নিয়েই হয়েছে!! এটা রুমির দাবী ছিল। :-* :-*

দ্রুত সেলিব্রেটি হওয়ার কুফল। এসব আগাছা গুলোকে ডিম্ব থেরাপী দিয়ে জেল হাজতেই রাখা হোক। X(



সহমত ভাইয়া X(

এগুলো সমাজের আগাছা ... ভেতরে থাকাই ভালো X(

৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩

সাদা রং- বলেছেন: ওরে গণধোলাই দেওয়া দরকার ঈদের আগে।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৫

নৈঋত বলেছেন: গরুর দড়িতে বেঁধে পেটানো হোক :<

৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৮

রসায়ন বলেছেন: এই ফাউল পোলায় আমার নামটার অপমান করলো ।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৬

নৈঋত বলেছেন: আমার বইনের নামও আরেফিন :'(

৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: x( এগুলো মানসিক রোগী!

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪

নৈঋত বলেছেন: হ্যাঁ

১০| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৪

ইমরাজ কবির মুন বলেছেন:
দুর্ব্যবহার ও অসভ্যতা করার দায়ে আয়োজকরা রুমিকে মারধর করে এক মঞ্চ থেকে বের করে দেন। জোস !!

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪

নৈঋত বলেছেন: :) :) :)

১১| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৮

জাহাজি৮৪ বলেছেন: আশা করি এই ঈদে আমি আমার অহংকার ও কোরবানি দিতে পারবো। ( ইফ এনি )

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫

নৈঋত বলেছেন: o.O

১২| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এই ছাগলের গান কে শুনে?
আর সুপারস্টার কেমনে হইলো?
আর দ্বিতীয় স্ত্রী কোন কারনে আসলো?

ছাগলটারে শাহবাগ বাঁশ সহযোগে লটকান হোক।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০২

নৈঋত বলেছেন: আস্ক অনন্যা -_- প্রথম স্ত্রী ... :/ অন্যায়কারী আর প্রশ্রয়দানকারি সমান অপরাধি -_-

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪০

আমি সাজিদ বলেছেন: একটা ফুটফুটে বাচ্চা আর সুন্দরী বৌ থাকতে আবার বিয়ে করা সাইকোর কাজ।তখন থেকেই এই লোককে অপছন্দ।

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৯

নৈঋত বলেছেন: ঠিক বলেছেন

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৮

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: প্রভা আর রুমির একসাথে বিয়া হইলে মানাইত ভালো।

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১

নৈঋত বলেছেন: জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: প্রভা আর রুমির একসাথে বিয়া হইলে মানাইত ভালো।

=p~ =p~ =p~

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২

হাসান মাহবুব বলেছেন: বিবাহ পড়িয়ে দেয়া হউক।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১০

নৈঋত বলেছেন: সে তো তাই চায় :/ :/ :/ বিয়া করবো ভুরি ভুরি

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: গতকাল ফেসবুকে আর একটা লিঙ্ক দেখলাম ঐ নিউজ নাকি মিথ্যা এবং ছবিটা ফটোশপে এডিট করা।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১১

নৈঋত বলেছেন: কি জানি আপু... ছবিটা ফটোশপড লাগে নাই :(

যাই হোক অন্যায়কারি তার প্রাপ্য সাজা পাক

১৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯

সালমাহ্যাপী বলেছেন: হে হে এই পোলার পেছনের ছাগইলের লেইঞ্জা মার্কা চুল কাটিয়া দেয়া হৌক :P

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৩

নৈঋত বলেছেন: সালমাহ্যাপী বলেছেন: হে হে এই পোলার পেছনের ছাগইলের লেইঞ্জা মার্কা চুল কাটিয়া দেয়া হৌক :P

হাহহাহাহহাহাহাহাহহাহাহহা

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

শহুরে আগন্তুক বলেছেন: এই গাধা বঙ্গোপসাগরে ডুইবা যাক /:)

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১০

নৈঋত বলেছেন: শহুরে আগন্তুক বলেছেন: এই গাধা বঙ্গোপসাগরে ডুইবা যাক /:)

১৯| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০১

স্বপ্নসমুদ্র বলেছেন: কিন্তুক অরে নিয়া তো মেয়েরাই বেশি লাফালাফি করছিল।

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১০

নৈঋত বলেছেন: সবাই না :/

২০| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২২

টেস্টিং সল্ট বলেছেন: ওরে বয়কট করা উচিত !!

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪

নৈঋত বলেছেন: আমাদের পিসি থেকে ওর সব গান উড়ায়ে দেয়া হইছে X((

২১| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১২

শুঁটকি মাছ বলেছেন: ছোটোলোকের বাচ্চা একটা!লাত্তি মারতে মঞ্চায়!!!! X(

১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৮

নৈঋত বলেছেন: শুঁটকি মাছ বলেছেন: ছোটোলোকের বাচ্চা একটা!লাত্তি মারতে মঞ্চায়!!!! X(

২২| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: হাসান খান নামে ফেইসবুক ব্যবহারকারী দাবি করেন, “আরেফিন রুমির সাথে ছবির ওই মেয়েটি রুমির বাসার কাজের মেয়ে। আর ছবিটি তুলেছেন রুমির প্রথম স্ত্রী।”. তিনি আরো বলেন, ওই ছবি নিয়ে মামলা করে রুমির প্রথম স্ত্রী অনন্যা।

হাসান সাহেব্র দাবিটা মোটেই গ্রহনযোগ্য লাগে নাই - স্ত্রী ছবি তুলবে কাজের মাইয়া লগে ভালোবাসায় লিপ্ত অবস্থা - কেম্বায় ?




১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২০

নৈঋত বলেছেন: কি জানি ... তবে মামলা কোন ভিত্তিতে হয়েছে এটা পুলিশ ভালো বলতে পারে

২৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মিডিয়া জায়গাটাইতো নোংরা, সেখানকার মানুষগুলো তো আর এর চেয়ে ভাল হবে না... :| :|

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৯

নৈঋত বলেছেন: :( :( :(

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৪

সমুদ্র কন্যা বলেছেন: বদমাইশ দেখতেইতো কেমন! ছাল ছিলে বিট লবণ আর শুকনা মরিচ মাখায়া দেয়া হোক। X(( X(( X((

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২০

নৈঋত বলেছেন: সমুদ্র কন্যা বলেছেন: বদমাইশ দেখতেইতো কেমন! ছাল ছিলে বিট লবণ আর শুকনা মরিচ মাখায়া দেয়া হোক। X(( X(( X((

=p~ =p~ =p~

২৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৩

রসায়ন বলেছেন: আরেফিন রুমি(খাঃপু) কে বাইন্ধা পিটানো হোক ।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৭

নৈঋত বলেছেন: =p~ =p~

২৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ওর শাস্তি একটাই



বিয়ে বিয়ে বিয়ে বিয়ে বিয়ে !
এতবেশী বিয়ে দেয়া হোক যে দুর্বল হয়ে মারা যাবে ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৮

নৈঋত বলেছেন: খারাপ মানুষ তাড়াতাড়ি মরে না |-) |-)

২৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জেনুইন ফাউল
পিউর লম্পট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.