নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হাসতে পারি :) :) :)

You either die a hero......or you live long enough to see yourself become the villain

নৈঋত

আমি নৈঋত

নৈঋত › বিস্তারিত পোস্টঃ

ঈদে পুরান ঢাকার রান্না B-) B-) B-)

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০

আজ রাত পোহালেই কাল ঈদ-উল-আযহা ...ধর্মপ্রান মুসলমানেরা এই দিনে নিজের সামর্থ অনুযায়ি পশু কোরবানি করে থাকেন ... ঈদ-উল-ফিতরে ঘোরাঘুরি বেশি হলেও ঈদ-উল-আযহায় বেশি হয় খাওয়াদাওয়া :D :D :D . . .



পুরান ঢাকার খাবার মানেই লোভনীয় আবেদন. . .পুরান ঢাকায় জন্ম, বর্তমান আবাস হওয়ায় এখানকার খাবার কালচারেই অভ্যস্ত আমরা... মুলতঃ পুরান ঢাকার খাবারগুলো মুঘল স্টাইলের ... আগামিকাল ঈদেরদিনের জন্যে কয়েকটি পুরান ঢাকার রেসিপি দিলাম ... আর হ্যা, সুযোগ পেলে অবশ্যই সংযোজন হবে :) :) :)





স্পেশাল নান রুটিঃ



ময়দা- ৪ কাপ

ইস্ট- ১ চা চামচ

বেকিং পাওডার- ১/২ চা চামচ

গুড়া দুধ- ১/২ কাপ

তেল- ২ টেবিল চামচ

লবন- ১ টেবিল চামচ

ডিম- একটি

প্রনালিঃ

• ইস্ট কুসুম গরম পানিতে গুলে নিন...

• ময়দা, বেকিং পাওডার, গুড়াদুধ, লবন একসাথে মিশিয়ে নিন...

• ইস্ট ফেনিয়ে উঠলে ইস্ট, তেল, ডিম ময়দায় দিয়ে ডো তৈরি করুন...

• সুতি ভেজা কাপড় নিয়ে তাতে ডো পেচিয়ে রাখুন...

• যদি আপনার ওভেন থাকে তাহলে পাত্রটিকে ঢেকে ওভেনের ভেতর রাখুন... ওভেন চালু করতে হবে না... শুধুমাত্র বদ্ধ ও গরম অবস্থার জন্যে এটা করতে হবে...

• যদি ওভেন না থাকে তাহলে ডাবল বার্নার গ্যাসের চুলার মাঝখানে পাত্রটিকে মুখ ঢেকে চুলার বার্নার জ্বালিয়ে হাল্কা তাপে রাখুন... এ ব্যবস্থাও যদি না থাকে তাহলে একটি বড় পাত্রে হাল্কা গরম পানি নিয়ে তাতে পাত্রটির মুখ ঢেকে ডুবিয়ে রাখুন...

• ৩০ মিনিট পর পাত্র নামিয়ে... রুটি বানানোর জন্যে ময়দা ভাগ করে নিন...

• মোটা করে রুটি বেলুন...

• ওভেন থাকলে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করে বেকিং শিটে রুটি নিয়ে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করুন...

• ওভেন না থাকলে প্যানে বা তাওয়ায় রুটির মতো সেঁকে তুলুন...



• হয়ে গেলো স্পেশাল নান...

• রুটি হয়ে আসলে ঘি আর রসুন কুচি দিতে পারেন...হয়ে গেলো গার্লিক নান 

• ঘি আর রসুনের বদলে বাটার ছড়িয়ে দিলে হয়ে গেলো বাটার নান :D



--------------------------------------------------------------

সুতি কাবাবঃ



সুতি কাবাব বিশেষ করে রমজান মাসে চকবাজারের ইফতার বাজারের অন্যতম আকর্ষন... তবে ঈদ-উল-আযহা’য় ও এর ব্যাপক রান্না হয় 



উপকরনঃ

হাড় ছাড়া গরুর মাংসের কিমা – ১ কিলো

গরুর চর্বি – ১০০ গ্রাম

লবন- পরিমানমত

পেপে বাটা- ২ চা চামচ

গরমমশলা (হালকা টেলে গুড়া করা)- ১ চা চামচ

গিরা গুড়া- ১ চা চামচ

ধনিয়া গুড়া- ১ চা চামচ

আদা-রসুন বাটা – ২ চা চামচ

শুকনা মরিচ গুড়া- ২ চা চামচ

পেয়াজ বাটা- ৩ চা চামচ

ধনিয়া পাতা- ১ আটি

পুদিনা পাতা- ১ আটি

কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ

শুকনা মরিচ বাটা- ১ চা চামচ



প্রণালি-

• চর্বি থেতলে নিন।

• মাংশ, চর্বি ও সব মশলা একসাথে ভালোভাবে মেখে রেখে দিন ১ ঘন্টা।

• শিকের মধ্যে জড়িয়ে দিয়ে সুতা পেচিয়ে নিন।

• এর পর শিকটিকে নিয়ে কয়লায় শিক ঘুরিয়ে ঘুরিয়ে ঝলসে নিন... গ্যাসের চুলায় করতে চাইলে চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে শিক ঘুরিয়ে ঘুরিয়ে ঝলসে নিন...

• অর্ধেক রান্না হলে ঘি ব্রাশ করে দিতে পারেন... এতে স্বাদ কিছুটা বাড়বে ...

• রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন... :D



------------------------------------------------------------



তন্দুরি চিকেনঃ



তন্দুরি চিকেন নাম শুনলে অনেকে মনে করেন অনেক ঝামেলার ব্যাপার... অনেক ইনগ্রেডিয়েন্ট লাগবে ব্লা ব্লা ব্লা... কিন্তু তন্দুরি চিকেন বানানো কোন ঝামেলার ব্যাপার না... দেখে নিন রেসিপি—



উপকরনঃ



মুরগি- ৬ পিস

জর্দা রঙ- ২ চিমটি

শুকনা মরিচ বাটা/গুড়া- ২ টে চামচ

আদা বাটা- ১ টেবিল

রসুন বাটা- ১ টেবিল

গরম মশলা গুড়া- ১ চা চামচ

জিরা গুড়া- ১ চা চামচ

পেপে বাটা- ২ টেবিল চামচ

চিনাবাদাম বাটা- ১ টেবিল চামচ

তেল- ১/২ কাপ



প্রনালিঃ

• মুরগি ধুয়ে পরিষ্কার করে নিন...

• ধারালো ছুরি বা বটি দিয়ে মুরগির গায়ে একটু পোচ দিয়ে নিন...

• এবার জর্দা রঙ মাখান... ৫ মিনিট পর বাকি সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখুন...

• আধা ঘন্টা পর মাংস চুলায় দিন... মাঝারি আঁচে রান্না করুন...

• মাংশ অল্প একটু শক্ত থাকতে নামান...

• এবার মাংশ তুলে চুলা জ্বালিয়ে একটু একটু করে ঝলসে নিন...

• হয়ে গেল তন্দুরি চিকেন :D :D :D

• হাঁড়িতে রয়ে যাওয়া অবশিষ্ট অংশ গ্রেভি হিসেবে খেতে পারেন...



গত রবিবার তন্দুরি চিকেন রেঁধে খাইয়েছিলাম টেস্টিং সল্ট কে :D স্বাদের কথা তাকেই জিজ্ঞেস করে নিতে পারেন ;)

------------------------------------------------------------



কাচ্চি বিরিয়ানিঃ



উপকরনঃ

খাশি বা গরুর সলিড মাংশ- ১ কিলো

বাশমতি চাল- ১/২ কিলো

ঘি- ১ কাপ

আলু মাঝারি- ৪-৫ টি

পেয়াজ বেরেস্তা- ১ কাপ

দারচিনি- ৫-৬ টি

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১/২ টেবিল চামচ

এলাচ- ৫-৬ টি

গরম মশলা গুড়া- ১ টেবিল চামচ

জায়ফল-জয়ত্রি হালকা টেলে গুড়া- ১ চা চামচ

জিরা- ১/২ চা চামচ

টক দই- দেড় কাপ

এলাচ- ৫-৬ টি

গুড়া দুধ- দেড় কাপ

আমু বোখারা- ৮-৯ টি

গোলাপজল- ১ টেবিল চামচ

লবন- পরিমানমত

লবঙ্গ- ৫-৬ টি

জর্দা রঙ- সামান্য

পেয়াজ কুচি- ১ কাপ

কাচা মরিচ- ১০ টি



প্রনালিঃ

• মাংশ ধুয়ে পানি ঝরিয়ে নিন... হাঁড়িতে মাংসের সাথে আদা রসুন বাটা, লবন, চিনি, টকদই, লবঙ্গ এলাচ, অর্ধেক গরম মশলা,অর্ধেক ঘি দিয়ে মেখে রাখুন...

• আলু জর্দা রঙ মেখে রাখুন... একটু জর্দা রঙ আলাদা করে গুলিয়ে রাখুন...

• আলু হালকা তেলে ভেজে তুলুন...

• হাঁড়িতে তেল গরম করে এলাচ ও অর্ধেক্টা গরম মশলা দিন...গোলাপজল সব মশলা দিয়ে কসিয়ে মাংস দিন...মাংস রান্না হয়ে এলে নামান...

• এবার অল্প তেলে পেয়াজ ও বাকি গরম মশলা ভেজে ধোয়া চাল দিয়ে নাড়ুন...

• কিছুখন পর একটু কুসুম গরম পানি দিন... চাল মোটামুটি রান্না হয়ে এলে ৩ ভাগের ১ ভাগ চাল হাঁড়িতে তুলে মাংস, আলু, বেরেস্তা জর্দা রঙের পানি ছিটিয়ে দিন... এভাবে দু’তিনটি লেয়ার তৈরি করুন... ওপরে অল্প গোলাপ জল ছড়িয়ে দিন...

• হয়ে গেলো পুরান ঢাকা স্টাইলের কাচ্চি বিরিয়ানি



-------------------------------------------------------------



শাহি বোরহানি



উপকরণ:



টকদই- ৩ কেজি

মিষ্টিদই- ১ কেজি

মালাই (দুধের সর)- দেড় কাপ

পেস্তা বাদাম বাটা- ৪ টেবিল চামচ

পোস্তদানা বাটা- ১ টেবিল চামচ

সরিষা গুঁড়া- ২ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো

বিট লবণ- ১ টেবিল চামচ

পুদিনাপাতা বাটা- ২ টেবিলচামচ

কাঁচামরিচ বাটা- ২ চা চামচ

সাদা গোলমরিচ গুঁড়া- দেড় চা চামচ

জিরা (টালা গুঁড়া)-দেড় চামচ

ধনে (টালা গুঁড়া) দেড় চামচ

টকদই (টক বুঝে)- আন্দাজ মত

পানি (দইয়ের ঘনত্ব বুঝে)- আন্দাজ মত



প্রণালি:

*দুই কাপ পানির সঙ্গে সব মসলা মিশিয়ে ছেঁকে নিতে হবে...

* পাতলা কাপড় দিয়ে দই ছেঁকে নিতে হবে ...

*সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।



-------------------------------------------------------

শাহি টুকরা



উপকরণঃ



পাউরুটি- ১টি ৭০০

দুধ- ১ লিটার

চিনি- ২০০ গ্রাম

কর্ন ফ্লাওয়ার- ১ চা চামচ

গরম মশলা- পরিমাণমতো

পেস্তা বাদাম টুকরা পরিমাণমতো,

কাজু বাদাম পরিমাণমতো,

কিশমিশ-পরিমানমত

ঘি ও তেল – ভাজার জন্যে



প্রণালিঃ

*পাউরুটি স্লাইস করে তিন কোনা করে কেটে নিতে হবে।

*এরপর তেল ও ঘি গরম হলে রুটির টুকরাগুলো ভালো করে ভাজতে হবে। *দুধ ও চিনি, কর্ন ফ্লাওয়ার একটি পাত্রে গরম করে নিয়ে গরম মশলা দিয়ে ঘন করে নিতে হবে।

*একটি পাত্রে ভাজা রুটির টুকরাগুলো সুন্দর করে সাজিয়ে দুধ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে।

*এর ওপরে কিশমিশ বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।



-------------------------------------------------------------



সবাইকে ঈদ মুবারক :) :) :)

মন্তব্য ৫৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

টেস্টিং সল্ট বলেছেন: তোরে গদাম সহকারে মাইনাচ !! X(( X(( X((

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০২

নৈঋত বলেছেন: মাইনাচ কেন :-*

২| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯

তওসীফ সাদাত বলেছেন: খালি রান্না দেখুম ই ? পড়ি নাই !! পইড়া কি হবে ? খাওয়াইলে নাহয় একটা কথা আছিল !! :( :(

টেস্টিং সল্ট এর সাথে একমত :( :( মাইনাস !! পুরাই মাইনাস !! :(

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

নৈঋত বলেছেন: :(( :(( :(( ক্যান ভাই

৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯

rudlefuz বলেছেন: খাওয়ান... :)

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭

নৈঋত বলেছেন: রেঁধে খান :P

৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

এম ই জাভেদ বলেছেন: আহারে কবে পুরান ঢাকার রেসিপি খাইছি ভুইল্লা গেছি। গত রোজায় ২ বার ট্রাই করেও জ্যামের কারনে পুরান ঢাকার ইফতারি কিনতে পারি নাই। আফা আফনের বাসার ঠিকানা টা যেন কি ? ঢাকা শহরে এখন কিন্তু কোন জ্যাম নাই। !:#P

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

নৈঋত বলেছেন: আমার বাসার সামনে জ্যাম আছে ;)

৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪

স্বপ্নসমুদ্র বলেছেন: বেচারি এত কষ্ট কইরা রেসিপি দিল আর ব্যাকতে মাইনাস দিলো। দুঃখজনক!! ভাল্লাগছে...... রেসিপি পড়ি নাই।

হুদাই আত্মারে কষ্ট দিয়া কি লাভ...?? :((:((:((

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪

নৈঋত বলেছেন: :(( :(( :(( সবাই মাইনাচ দেয়

৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: X(( X(( X(( X((


ডাবল না না ট্রিপল মাইনাচ!!!

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫

নৈঋত বলেছেন: :( :( :( আই কিচ্চি ????

৭| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬

আনন্দক্ষন বলেছেন: ধন্যবাদ

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮

নৈঋত বলেছেন: :) :) :)

৮| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০

আমি সাজিদ বলেছেন: খালি রেসিপিই দিবেন ? দাওয়াত দিলেন না ?

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮

নৈঋত বলেছেন: চলে আইসেন :D :D :D

৯| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১২

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: এই রাতের বেলা দিলেন তো ক্ষুধা বাড়াই :(

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮

নৈঋত বলেছেন: B-)) B-)) B-))

১০| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২২

শহুরে আগন্তুক বলেছেন: কাল কখন আসছি আপনার বাসায় দাওয়াতে ? :!> :#>

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯

নৈঋত বলেছেন: যখন খুশি ;) ;)

১১| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: দাওয়াত. বিহীন এই ধরনের পোষ্ট এ মাইনাস দেয়ার নিয়ম!

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯

নৈঋত বলেছেন: :( :( :(

১২| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮

শহুরে আগন্তুক বলেছেন: ওকে । বিকেলে :!>

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৪

নৈঋত বলেছেন: চলে আইসেন B-) B-) B-)

১৩| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৮

অচেনা কথা বলেছেন: মাইনাস.... তবে প্রিয়তে।

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১

নৈঋত বলেছেন: :(( :(( :((

১৪| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৯

সুমন কর বলেছেন: দাওয়াত কৈ? /:)

সুন্দর পোস্ট।

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১

নৈঋত বলেছেন: চলে আসেন :)

ধন্যবাদ :)

১৫| ১৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯

এম ই জাভেদ বলেছেন: শহুরে আগুন্তুক ভাই, আপনি মনে হয় আফার ঠিকানা জানেন, আমারে সাথে নিয়া যাইয়েন - কিপ্টা আপু টা দাওয়াত দাওয়াত দেওয়ার ভয়ে বলে কিনা উনার বাসার সামনে জ্যাম আছে !!!! হে মাবুদ পবিত্র ঈদের দিনেও যাদের দিল নরম হয়না তাদের তুমি সুমতি দান কর, আমিন।

১৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪১

নৈঋত বলেছেন: :D :D :D

১৬| ১৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪০

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: পুষ্টিকর পুষ্ট, কিন্তু রিপোর্টেড X(( X(( X((

১৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬

নৈঋত বলেছেন: :-* :-* :-* কেন?

১৭| ১৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৪

মাহবু১৫৪ বলেছেন: দারূণ পোস্ট

আমি গত কয়েকদিন ধরে চিন্তা করছিলাম বিরিয়ানি রান্না করবো কিন্তু সময় আর সুযোগের অভাবে সাথে আলসেমীর অভাবে করতে পারছি না। /:) /:)

এই পোস্টটা আমার অনেক কাজে দিবে।

প্রিয়তে রাখলাম

ঈদ মুবারাক

১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৯

নৈঋত বলেছেন: ঈদ মুবারক :)

১৮| ১৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৬

মাহবু১৫৪ বলেছেন: একতা কথা বলতে ভুলে গিয়েছিলাম ।

জর্দা রঙ কিংবা কোণ প্রকার রঙ না দিয়ে যদি দই দিয়ে করেন তবে বেশ মজাদার হবে। :)

১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১

নৈঋত বলেছেন: রঙ পছন্দ না করলে ব্যাবহার করবেন না. তখন কালার ভালো আসে না :(

১৯| ১৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৯

নুর ফ্য়জুর রেজা বলেছেন: হুম বুঝলাম, কিন্তু রাঁধার কেউ নাই। তাই আপাতত....... X( :|


..... প্রিয়তে নিয়ে রাখলাম। #:-S

১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৯

নৈঋত বলেছেন: ধন্যবাদ :)

২০| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫

বশর সিদ্দিকী বলেছেন: প্রথম কথা হইলো খিদা বারানোর জন্য আপনারে কইস্যা মাইনাচ

এর পরের কথা হইলো আম্মারে কইছিলাম মাংসের নতুন কোন আইটেম করতে আম্মা খুব সুন্দর কইরা কইল " বাবা একটা বিয়া কর তারপর শাশুরির কাছে গিয়া এই আবদার কর" :#> :#>

এখন আম্মা আর আমি নেহারি পাকানোর চেস্টা করতেছি। নেহারির ভালো কোন রেসিপি থাকলে একটা বইলেন। খুব উপকার হইবেক।

১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩

নৈঋত বলেছেন: ও হ্যা। এটা দেয়া যায় ... পুরান ঢাকায় নেহারি মানে পায়া ;)

২১| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭

অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক চমৎকার আপু , প্রিয়তে নিলাম ।

১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩

নৈঋত বলেছেন: :D :D :D ধন্যবাদ আপু

২২| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪

অপু তানভীর বলেছেন: এমুন লোভ দেখানোর মানে কি /:) /:) /:) ???

দাওয়াত কবে দিবেন সেইটা আগে কন!!

১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৬

নৈঋত বলেছেন: ঢাকায় আসেন আগে :#) :#) :#)

২৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭

মামুন রশিদ বলেছেন: পুরান ঢাকার খাবার অতুলনীয় । বিশেষ করে মাংসের বিভিন্ন আইটেম রান্নায় ঢাকাইয়াদের জুড়ি নাই ।

চমৎকার রেসিপি পোস্ট । বাসায় এখনই শেয়ার করবো ।

১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২০

নৈঋত বলেছেন: থাঙ্কু :)

২৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: লোভ জাগলো । খেতে পারলাম না। তাই মাইনাচ। :)

১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩

নৈঋত বলেছেন: :( :( :(

২৫| ১৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৭

যাফর বলেছেন: সবাই মাইনাস দেয়, তয় আই হেলাস কেন্নে দেই কনছেন দেহি। তয় রান্তাম জানিনা, কিন্তু বউ এর লাইগা প্রিয়তে রাইখা দিলাম আন্নের রেসিপি।

১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৪

নৈঋত বলেছেন: :) :) :)

২৬| ১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫১

টুম্পা মনি বলেছেন: বাহ দারুণ তো! আমি কয়েকটা ট্রাই দিব ভাবতেছি। :D :D :D

ঈদ মোবারক আপু।

১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৫

নৈঋত বলেছেন: :) :) :) ঈদ মোবারক আপু :)

২৭| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
রেসিপি তো কেবল দিয়েই গেলি! কোনদিন তো ডেকে খাওয়ালি না! :((

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৩

নৈঋত বলেছেন: থাবর দিয়া উলটাইয়ালামু X( বরাত ভাইএর বাসায় কি খাইচস :/ /:)

২৮| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রতিটা আইটেমই তো জোস!
তবে তন্দুরী চিকেন যে রান্না করা যায় তা জানা ছিল না।
কারন আমি যখন শখ করে বানাই তখন সাধারনত তা কয়লার আগুনেই করি। মশলার যা যা বলেছেন তার সবই ঠিক আছে তবে ম্যারিনেট করার জন্য সেখানে টক দই লাগে। :)

যাই হোক, আশা করি ঈদ ভালো কেটেছে। জলদি কোন উপলক্ষ সৃষ্টি করুন। আমাদেরকে এই সব মজার মজার খাবারের ছবি না দেখিয়ে বাস্তবে খাওয়ানোর ব্যবস্থা করুন। :) ;)

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৯

নৈঋত বলেছেন: এটাতে টক দই লাগবেনা ভাইয়া । গ্যাসের আগুনে পুড়িয়েও করতে পারেন। স্বাদের পরিবর্তন হয় না... টেস্টিং সল্ট কে রেঁধে খাইয়েছিলাম B-)

২৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: রেসিপি দিয়া কাম নাই, রান্না কইরা একদিন বাসায় দাওয়াত দেন ! :#) :#)

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৬

নৈঋত বলেছেন: চইলা আইসেন ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.