নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হাসতে পারি :) :) :)

You either die a hero......or you live long enough to see yourself become the villain

নৈঋত

আমি নৈঋত

নৈঋত › বিস্তারিত পোস্টঃ

ভুমিকম্পে করনীয়.।.।।। Earthquake manual for cool dudes and normal people -_-

২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৫

ভুমিকম্পের মত একটা ন্যাচারাল ডিজাস্টার ও আজকালকার "খুল ডুড" প্রজন্মের কাছে হাস্যরস হয়ে দাড়িয়েছে... দিনকে দিন ভুমিকম্পের মাত্রা বাড়তেছে আর ঘন ঘন ভুমিকম্প হচ্ছে এটা নিয়েও কারো মাথা ব্যাথা নাই ... ভুমিকম্প এলে একটা স্ট্যাটাস বেশি দেয়া যাবে, একটা গ্রুপ সেলফি দেয়া যাবে... ওহ এখন তো আবার ভিড্যু ম্যাসেজের যুগ... কিছু অতি উৎসাহী জন্তা আবার ভুমিকম্পের ভিড্যু ও আপলোড করেছেন...
আগে কোন দূর্যোগে আমাদের ব্যাকডেটেড খ্যাত বাংলাদেশ বেতার থেকে মুহুর্তে মুহুর্তে দুর্যোগের বিশেষ বুলেটিন আসত আর এখন আমাদের "খুউল" রেডিও স্টেশনগুলো থেকে বার্তা আসে...
হ্যাল্লো লিসেনারজ,
আপনারা শুনছেন রেডিও ভক্সদ, 420.0 এফ এম এ ... you know guys কিছুক্ষন আগে আমরা আর্থ কুয়েক ফিল করেছি...I was so scared তো, কেমন লাগল বন্ধুরা...তোমাদের অনুভুতি জানিয়ে আমাদের এস এম এস করো 420 নাম্বারে... -_-

আসি কাজের কথায়...

ভুমিকম্প এমন একটা দুর্যোগ যেটার পূর্বাভাস পাবার মত সায়েন্টিফিক ডিভাইস এখনো আবিষ্কার হয়নি...তাই ভুমিকম্পের সময় জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনাই আমাদের প্রথম চ্যালেঞ্জ... USGS earthquake map জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৯... ছবিতে দেয়া আছে ...


ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের রাজধানী কাঠমুন্ডু থেকে ৭৭ কিলোমিটার উত্তর পশ্চিমে। এটি খুবই বড় রকমের ভূমিকম্প। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে এটির সংগঠিত হয়েছে !!!!
ভুমিকম্পের কারনে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে ...


আল্লাহ তাদের সহায় হউন...

যেই প্রতিবন্ধী প্রজন্ম ভুমিকম্প হলেই নিজের প্রতিবন্ধকতা প্রকাশ করতে উন্মুখ ভুমিকম্প হলে তাদের অন্যে করনীয় ---

১) প্রথমে ভুমিকম্প টের পাওয়ার সাথে সাথে একটু ভয়ে অস্থির হয়ে যান।
২) এর পর আপনার মোবাইলে বা পিসিতে তারাতারি ফেসবুকে লগিন করুন।
৩) তার পর স্টেটাস দিন, "OMG!!!! Earthquake :O " অথবা "ও মা গো!!! ভুমিকম্প"
৪) এর পর মোবাইল পকেটে ঢুকিয়ে, পিসি অফ করে খিচ্চা নিরাপদ স্তানে দৌড় দিন।
৫) নিরাপর স্থানে আসার পর কোন বিল্ডিং ও মানুষ জনকে পিছনে রেখে একটা সেলফি তুলুল।
৬) সেলফিটা "ভুমিকম্প সেলফি" লিখে ফেসবুকে আপলোড দিন।

ব্যাস, হয়ে গেল "খুল পোলাপাইঞ্জ" দের জন্যে ভুমিকম্পের সময় করনীয় কাজ

আর যারা আসলেই প্রাকৃতিক দূর্যোগ মনে করে ভুমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাচতে চান তাদের জন্যে করনীয়...
১: নিজেকে এবং পরিবারকে রক্ষা করুন
ভূমিকম্পের স্থায়িত্ব কয়েক সেকেণ্ড হতে সর্বোচ্চ মিনিটখানেক। এই সময়ে ঘরে অবস্থান করলে টেবিল বা ডেস্কের নিচে সপরিবারে অবস্থান নিন। আপনার মাথায় কোনকিছুর আঘাত পাওয়া থেকে রক্ষা পাবেন।

২: গ্যাস, তেল বা ইলেক্ট্রিক চুলা দ্রুত বন্ধ করুন
ভূমিকম্পের সময় আগুন লেগে ক্ষয়-ক্ষতির পরিমান অনেক বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে যত দ্রুত সম্ভব রান্না ঘরের গ্যাস, তেল বা ইলেক্ট্রিক চুলা বন্ধ করুন। মনে রাখবেন যত ছোট ভূমিকম্পই হোক না কেন চুলা অবশ্যই বন্ধ করতে হবে।

৩: তাড়াহুড়ো করে বাইরে বেড় হবেন না
ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে বাইরে বেড় হতে গেলে ভীড়ে চাপা পড়ে বা উপর হতে মাথায় কিছু পড়ে আহত হতে পারেন। এই জন্য তাড়াহুড়ো না করে ধীর স্থিরভাবে আশপাশ পর্যবেক্ষণ করে তারপর বাইরে বেড় হবার চেষ্টা করুন।

৪: দরজা খোলার ব্যবস্থা করুন
দালানে বসবাসকারীদের প্রধান সমস্যা হয় ভূমিকম্পের সময় দরজা আটকে বন্দী হয়ে যাওয়া। এইজন্য বাইরে যাবার দরজাটি খোলার ব্যবস্থা করুন।

৫: মাথা রক্ষা করুন
ভূমিকম্পের সময় বহুতল ভবন হতে বাইরে বেড় হবার সময় অনেকেই উপর হতে কোন কিছু পড়ে মাথায় আঘাত পেয়ে থাকেন। এটা এড়াতে বাইরে বেড় হবার সময় মাথার উপর শক্ত বোর্ড বা ট্রে জাতীয় কিছু ধরে রাখুন। এতে করে উপর থেকে কিছু পড়লেও আপনার মাথায় আঘাত লাগবে না। বিছানায় শুয়ে থাকা অবস্থায় ভূমিকম্প হলে বালিশটি মাথার নীচ হতে মাথার ওপরে আনুন।

৬: সিনেমা হল বা ডিপার্টমেণ্টাল স্টোরের মত পাবলিক প্লেসে করনীয়
সিনেমা হল, অডিটোরিয়াম, ডিপার্টমেণ্টাল স্টোর, রেল স্টেশন বা এয়ারপোর্টের মত পাবলিক প্লেসে থাকলে সেখানে কর্তব্যরত নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবকদের পরামর্শ অনুসরন করুন।

৭: গাড়ি বামদিকে পার্ক করুন
ভূমিকম্পের সময় আপনি যদি গাড়ি চালানো অবস্থায় থাকেন তাহলে ধীরে ধীরে আপনার গাড়িটি রাস্তার বামপাশে পার্ক করুন। কোন অবস্থাতেই ভূমিকম্পের সময় গাড়ি চালাবেন না।

৮: পাহাড়ী রাস্তায় ভূমিধ্বস এবং গড়িয়ে পড়া পাথর খেয়াল করুন
ভূমিকম্পের সময় আপনার গাড়িটি পাহাড়ী এলাকায় থাকলে ভূমিধ্বস এবং গড়িয়ে পড়া পাথরের আঘাত এড়াতে নিরাপদ স্থানে গাড়িটি পার্ক করুন।

৯: উপদ্রুত এলাকা ত্যাগ করতে হাটুন
ভূমিকম্প উপদ্রুত এলাকা হতে নিরাপদ এলাকায় সরে যাবার জন্য গাড়ি ব্যবহার করার চেয়ে পায়ে হাটা অনেক নিরাপদ।

১০: গুজবে বিভ্রান্ত হবেন না
ভূমিকম্পের সময় গুজব বা ভুল তথ্যের কারনে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে অনেকে বিপদ ডেকে আনেন। এজন্য সঠিক তথ্য পেতে রেডিও/টিভির বুলেটিন শুনুন...

যন্ত্রণা সহ্য করে তথ্য দেবার জন্যে ধন্যবাদ Palash​ ভাইয়াকে...

Sajal​ আর AmarGadget.com এর পোস্ট ইনক্লুডেড :)

মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লিখেছেন।

আজকেও রাস্তায় মানুষ নেমে ঢল লেগে গেছিল। সবাই খুব চমকে গেছে।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১২

খায়রুল আহসান বলেছেন: প্রথম অংশের রসাত্মক রম্য আর দ্বিতীয়াংশের প্রয়োজনীয় তথ্য- দুটোই কুব ভাল লেগেছে।
উপকারী পোস্টে চতুর্থ ভাল লাগা + রেখে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.