![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে দেখলাম এই জিনিস, এই রকমই হয়তে পারে
ক্রিং ক্রিং ক্রিং
শাম্মী মোবাইলে তাকিয়ে দেখলো, দেশ থেকে মায়ের কল।
হ্যা মা, এত ভোরে কল দিছো ক্যান?
- ভোর কই? ১২টা বাজে।
তোমাদের ১২টা আমাদের ভোর ৭টা। বলো কি বলবে?
- তুই নাকি ১৪ তারিখ আজাইদ্দারে সবার সামনে চুমা খাইবি?
উহঃ মা কতদিন কইছি, এসব কথা ফোনে বলবা না। দাড়াও ভাইবারে কল দিতাছি।
হ্যা এবার বল, কে কইছে তোমারে এইসব? আমরা চুমা খামু না। ঢাকার পোলা মাইয়াগো কইছি খাইতে।
- কস কি এই সব? তর বইনে যাইবো প্রকাশ্যে চুমা খাইতে? ২দিন হইছে জার্মান গেছো এর মধ্যেই মাথা আউলাইয়া গেছে।
মা অয় যাইবো ক্যান? অরে ১৪ তারিখ ঘর থাইকা বাইরাইতে দিবা না। অন্যরা যাইবো। এইটা একটা ইসু। দরকার আছে।
- ক্যান? এতদিন ধর্মের বিরুদ্ধে লেখছো। নিষেধ করলে কইছো ইউরোপ যাইতে লাগবো। ইউরোপ তো গেলি অহন কিসের দরকার?
মা আইছি যত সহজে, এইখানে স্হায়ী ভাবে থাকা তার চেয়ে হাজার কঠিন। আইতে পারি নাই অহনি প্রতি সপ্তায় কয়, হক গুড নিউজ আছে। দেশে ৩ মাস ধরে ব্লগারের উপর কোনো হামলা নাই। তোমার আর বেশি দিন এদেশে কষ্ট করে থাকতে হবে না।
- কস কি? অরা কি বলদ? তুই কি ফেরত আসার জন্যে অগো দেশে গেছিস?
সেই জন্যই তো এসব করছি। দেশে আমার বিরুদ্ধে 'ফাসি চাই' টাইপ মিছিল হওয়া লাগবে।
- তর দুলাভাই তো রোজ আসে। তারে নেওনের কি করলি?
মা তারে আমি আগেই কইছি মুসলিম ধর্মের বিরুদ্ধে লিখতে। কিন্তু আমি রোজ তার ফেসবুকে ঢুকে দেখি কিছু নাই। আগে নাইলে বিশ্বাস করে নাই। অহন তো বিশ্বাস করবো না কি?
- হ্যায় ভয় পায়। কয়, 'আমি ধর্মের বিরুদ্ধে লেইখা দোজখে যাইতে পারবো না।' তুই তারে নিয়া যা।
মা গতকালই এক অফিসার ডাইকা কয়, আমরা নাকি নাস্তিক না। জার্মান আসতেই নাকি নাস্তিক সাজছি। তুমি নামাজ পরো কিনা তাও জিগাইছে। এর মধ্যে দুলাভাইরে নিয়া কিছু করতে গেলে ধরা খাবো।
দেশে খুব তারাতারি একজন ব্লগারের উপর হামলা হওয়া দরকার।
- এমরাইন্নারে ক।
কইছিলাম। ইমরান ভাই কয়, তোমরা বার্লিন বইসা তুষারপাত দেখবা আর আমি তোমগো ডকুমেন্ট সাপ্লাই দিবো?'
চিন্তা কইরো মা, চুমাচুমিতে কাজ হইবো।আর না হইলে শেখ হাসিনার বিরুদ্ধে লিখুম। তাইলেই ছাত্রলীগের পোলাপান আমার পুতুল পোড়াইবে।
ঠিক আছে মা ফোন রাখলাম।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০
বিজন রয় বলেছেন: ব্লগার শাম্মি আপার কাল্পনিক আলাপ