![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The Man of No Complain! - http://nhnero.info
আমার এখনো মনে পড়ে মা। আমার যখন সর্দি লাগতো , তুমি নাকটা ঝেড়ে দিতে। আমাকে বাদাম ভেঙ্গে খাওয়াতে। আমাকে ল্যাংটো করে পুরো গায়ে সাবান মাখিয়ে গোসল করিয়ে দিতে।
মাঝে মাঝে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যেত। আমার খাওয়ার খবর থাকতো না। তুমি তখন পুরো পাড়াময় আমাকে খুঁজে ফিরতে।
আমার মাথা আঁচড়িয়ে , গায়ে পাউডার মাখিয়ে আমাকে স্কুলে পাঠাতে তুমি -ই।
তারপর.........
তারপর একদিন আমাকে হোষ্টেলে পাঠিয়ে দিলে। আমাকে পর করে দিলে। আমি তোমার কোলটা হারালাম। আজো আমার ইচ্ছে হলেই তোমার মুখখানা দেখতে পারি না।
আমার খুব ইচ্ছে করে মা তোমার হাতের রান্না খেতে। আমি খাওয়ার কথা ভুলে যাব, তুমি আমাকে ডেকে ফিরবে। আমি বসে বসে ভাত খাব আর তুমি পাশে বসে পাখার বাতাস করবে। তোমার কোলে মাথা দিয়ে শুয়ে একটু গল্প করার ইচ্ছেটাও আমার পূরণ হয় না। এক গ্লাস দুধ মুখের সামনে এনে কেউ বলে না “দুধটা খেয়ে নে তো বাবা ”।
সেদিন ভোরবেলা এমনি এমনি ফোন করি নি মা। আমার চোখ দু ’টো তখনো ভেজা ছিল , তোমাকে বুঝতে দেই নি। স্বপ্নে তোমাকে দেখে আমি কেঁদেকেটে বালিশ ভিজিয়ে ফেলেছিলাম , সেটা আমি তোমাকে বলি নি মা .....।
©somewhere in net ltd.