![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The Man of No Complain! - http://nhnero.info
জমিদারির অর্ধেক সম্পত্তি নাকি একাই উড়িয়েছিলেন আমার ছোটদাদু। তার ছিল উদ্ভট আর বিচিত্র সব শখ। কুকুরের লড়াই খেলাতেন। খুব নিষ্ঠুর ছিল সে খেলা। কুকুর দু’ টোর পায়ে ক্ষুর বেঁধে দিতেন। কুকুরগুলো লড়াই করতে যেয়ে ক্ষত বিক্ষত হয়ে যেত। সারা গা বেয়ে ঝরঝর করে রক্ত ঝরতো। বিভৎস সে দৃশ্য দেখে দাওয়ায় বসে উল্লাস করতেন ছোটদাদু। আর সে খেলায় অংশগ্রহন করা ছিল সবার জন্য বাধ্যতামূলক। কেউ যদি ভুলেও দেখতে না আসতো তার কপালে খুব খারাবী ঘটতো।
সেবার দাদুর আবার খেলার ভূত চাপলো। কিন্তু আশেপাশে যুৎসই কোন স্বাস্থ্যবান কুকুর পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজে শেষমেস পরাণ পাল নামে এক কিশোরের পালিত কুকুরের খোঁজ মিলল। অনেক স্বাস্থ্যবান এবং মোটা। পরাণ পাল সেটাকে পালতো এবং খুব ভালবাসতো। ছেলেটার অনেক আকুতি আর কান্নাকাটিকে অগ্রাহ্য করে কুকুরটাকে নিয়ে এসে খেলানো হল।
খেলায় মারা গেল কুকুরটা। সেটা কোন ঘটনা নয়। খেলা শেষে সবাই দেখলো পরাণ পাল গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। খুব কষ্ট পেল সাধারন মানুষ সে ঘটনায়। কিন্তু দাদু নির্বিকার! ছেলেটার পরিবারকে এক ফোঁটা ক্ষতিপূরণও দিলেন না..........
পরদিন সকালে অদ্ভূত একটা ঘটনা ঘটলো। সূর্য থেকে তখনো কুসুম-লাল রংটা যায় নি। পরাণ পালের কুকুরটাকে আমাদের তালুকবাড়ির মেইন গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। থরথর করে কাঁপছে। ক্ষুরে কাটা ক্ষতগুলো থেকে সারা গা বেয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। অথচ কুকুরটাকে আগের দিন মাটিতে পুঁতে ফেলা হয়েছিল! ছোটদাদু মাত্র ঘুম থেকে উঠেই সে দৃশ্য দেখে সবার চোখের সামনে চিৎকার দিতে দিতে পাগলের মত দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেল।
সেদিন দাদুকে পাওয়া গেল একটা নাপিত ঘরের সামনে। নাপিতের ক্ষুর দিয়ে গোটা শরীর কেটে ফেলেছে। সেবার দাদুকে অনেক কষ্টে বাঁচানো গেলেও ক্ষুর দেখলেই দাদু অপ্রকৃতিস্থ হয়ে যেতেন। ক্ষুরটা নিয়ে নিজের শরীরে কাটতে যেতেন। শেষে এমন অবস্থা হল যে দাদুর সামনে কোন ধারালো জিনিস পড়লেই তিনি সেটা দিয়ে শরীরে ক্ষত করতে চাইতেন।
না পেরে দাদুকে শেকল দিয়ে বাঁধন দেয়া হল। রাখা হল দরবার ঘরের কাছে বড় ঘরটাতে।
কিন্তু তাতেও শেষ রক্ষা হল না..........
একদিন সকালে তালাবদ্ধ ঘরটা খুলে দেখা গেল দাদু মরে পড়ে আছে। গোটা শরীর ক্ষুরের ঘায়ে ফালি ফালি। তখনো দাদুর হাতেই ধরা আছে একটা ক্ষুর।
আর.....................
গোটা ঘর কুকুরের লোমে ভর্তি.....................!!!
©somewhere in net ltd.