![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The Man of No Complain! - http://nhnero.info
বিয়ে পাগল জুরান সরদারের কথা বলেছিলাম। বলেছিলাম যে তার ছিল বউ পেটানোর রোগ এবং তার তেইশটা বউ এর মধ্যে বাইশটা বউ-ই পিটুনির চোটে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।
অত:পর একদিন জুরান সরদারের সেই বউ পেটানোর রোগ সারিলো তেইশ নাম্বার বউ এর কাছে এসে।
জুরান এর এই তেইশ নাম্বার বউ এর বয়স অনেক কম, হুষ্ট-পুষ্ট গড়ন, একদম যৈবতী কন্যা। গায়ে গতরে জোর ও বেশ ভালোই।
একদিন জুরান মনের ভুলেই হোক আর পুরান অভ্যাসের বশেই হোক এই যৈবতী কন্যাকে পিটাইতে গেলো।
কিন্তু জুরান ভুল করে ভুলিয়া গিয়াছিল যে তার যথেষ্ট বয়স হইয়াছে, গায়ে অত জোর নাই আর তার এই তেজী বউখানা তার চেয়ে গায়ে অনেক বেশি জোর রাখে।
বউ তার স্বামী ভক্তির কারণে প্রথমে কিছু মার খাইলো বটে। কিন্তু যখনই তার সহ্যের সীমা ছাড়িয়া গেল সে পটাং করিয়া ঘুরিয়া উঠিয়া ধরিয়া ফেলিলো জুরানকে। কাত করিয়া মাটিতে ফেলিয়া দিল। এরপর চুলের মুঠি ধরিয়া এমন প্যাদান প্যাদাইলো যে জুরান মরার আগ পর্যন্ত তাহা আর ভুলিলো না এবং বউ পেটানোর কথা আর কোনদিন মুখেও আনে নাই।
জুরানের এই শেষ বউটা পিটানি খেয়ে পালায় নাই। জুরান মরার পরে থাকার ভিটে নাই বলে চলিয়া গিয়াছিল।
২| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩
রঙিন মানব বলেছেন:
৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১
আরণ্যক রাখাল বলেছেন: এমন করে প্রতিবাদ করতে পারলে, নারীনির্যাতন বলে কিছু থাকত না|
গুরুচন্ডালী আছে, ঠিক করে নিন|
৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৬
বাংলার ফেসবুক বলেছেন: একদিন জুরান মনের ভুলেই হোক আর পুরান অভ্যাসের বশেই হোক এই যৈবতী কন্যাকে পিটাইতে গেলো।
কিন্তু জুরান ভুল করে ভুলিয়া গিয়াছিল যে তার যথেষ্ট বয়স হইয়াছে, গায়ে অত জোর নাই আর তার এই তেজী বউখানা তার চেয়ে গায়ে অনেক বেশি জোর রাখে।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
পুরোটা সাধু ভাষায় হলে আরও ভাল লাগতো।