![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাফ্রানি রঙ ,তার উপরে সাদার পরশ, হিমেল হাওয়ার স্পষ্ট প্রমাণ
পাশা-পাশি হেঁটে যাওয়া
মাথার উপর নীল আকাশের নীরবতা
তার মাঝে এক হঠাৎ ওড়া বকের সারি
কাব্য করে বলেছিলে," নীলের গায়ে সাদার আঁছড়"।
স্বপ্ন তিথি!
এই ছবি কি মিথ্যে বলে?-দেয়া- নেয়ার ইতিকথা।
অমাবশ্যা, ঝিঝির ডাক-ই সঙ্গী কেবল,মনে পড়ে?
বাঁশের ঢেরা,বিনা-বাধায় নিশা-চরের অনুপ্রবেশ
বৃষ্টিভেঁজা শেয়াল কিংবা সজারুদের উপস্থিতি
ভয়ের মাঝে ভাবের প্রকাশ
আষ্টে-পৃষ্টে জড়িয়েছিলে- মনে আছে ?
স্বপ্ন তিথি!
ছবিও কি মিথ্যে বলে?
©somewhere in net ltd.