নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যোগ বিয়োগ

পারভেজ রশীদ মঙ্গল

সত্যানুসন্ধানী

পারভেজ রশীদ মঙ্গল › বিস্তারিত পোস্টঃ

আমাকে ক্রস ফায়ারে মেরে ফেলুন

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০



ইদানীং শুধু লবনাক্ত কথা বলতে ইচ্ছে হয়
সমাপ্তি দূরে থাক শুরু করাই মুশকিল, ইচ্ছা আর প্রতিজ্ঞা নিরন্তর আপোষহীন
আফসোস উভয়ের মধ্যে আজ রেললাইনের সমান্তরাল ফাঁক ।
আমাকে ক্রসফায়ারে মেরে ফেলুন তবু
আমার শিশুর গুঁড়োদুধে ম্যালামাইন দেবেন না।

ইদানীং কেবল লবনাক্ত কথা বলতে ইচ্ছে হয়,
ভাবছি ডাক্তারের কাছে যাবো কি না -
গেলে নানাজাতের টেস্ট হবে – ব্লাড ,ইউরিন ,কফ কিংবা লালা
টেস্ট হলে নিশ্চত হব রোগটা কি ?
নিশ্চিত হওয়ার আরো বিপদ- টেনশন বাড়ে ,উত্তেজনা বাড়ে
নিম্নচাপ উচ্চ চাপে রুপ নেয়
ঊচ্চ চাপ নিম্নচাপে,
তারচে’ বরং না যাওয়াই শ্রেয়,
কোনো কোনো ডাক্তার বড়ই নির্দয়
সোজাসাপ্টা বলে দেয়- দুরারোগ্য রোগের খবর।

দাদা গত একশত দশে, নানা গত একশত পাঁচে
শোনা নয় বাস্তবে দেখেছি
অথচ তাদেরই ছেলেমেয়ে, আমারই মা-বাবা , সত্তরের আগেই গতায়ু
বিনাদোষে আমাকে এতিম করে গেছে ।
অমর তো কেউ নয়,যতই বিরাট হোক সিনা
আমিতো সন্দেহ করি , ষাটের কোটায় যাবো কি না।
কারণ-
যে জলে জীবন বাঁচে সেজলে দূষণ
যে বায়ু সতেজ রাখে সেখানে কার্বন
যে খাবার সবল করে সেথায় কার্বাইড
দোহাই আমাকে ক্রসফায়ারে মেরে ফেলুন
আমাকে রোজ রোজ তিলে তিলে মারবেন না।
ছোট শিশুদের মারবেন না – ওদের জন্য ডাইনীরও মায়া লাগে।
কিশোরদের মারবেন না
কিশোরীদের মারবেন না – ওরাইতো ভবিষ্যত।
যুবক মারবেন না
যুবতী মারবেন না – ওরাইতো বর্তমান ।
একঅমাত্র আমিই অতীত
আমাকে মেরে ফেলুন, যে মাধ্যমেই আপনারা স্বাচ্ছন্দবোধ করেন
তবে দ্রুততম মাধ্যমই আমার শেষ ইচ্ছা।

আর
না মারলে
একটা সার্বজনীন সিদ্ধান্ত নিন
হয় অক্ষত ফুস ফুস থাকবে, না হয় বাতাসে কার্বন থাকবে
হয় নিখুত হৃদপিন্ড থাকবে , না হয় ব্যানসন রথম্যান থাকবে
হয় অমলিন কিডনী থাকবে ,না হয় খাবারে ফরমালিন থাকবে।
একটা সিদ্ধান্তেতো আসতেই হবে
আসতেই হবে
আসতেই হবে
আ-স-তে-ই হ-বে।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.