নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যোগ বিয়োগ

পারভেজ রশীদ মঙ্গল

সত্যানুসন্ধানী

পারভেজ রশীদ মঙ্গল › বিস্তারিত পোস্টঃ

আমি তো যাবোই না

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩


গেলে তো ফিরে আসবো ? আমি তো যাবোই না।
এই মাঠভরা সবুজ চাদর আর নীলে ভরা আকাশ রেখে কেউ কি যেতে পারে?
আমি তো যাবোই-না।
এই নবান্ন, এই হেমন্ত, এই শীত আর বর্ষা রেখে বলতো- কে যায়?
যারা যায়- তাদের
আশা নেই
বাসা নেই
ভালবাসা নেই
একবাক্যে
প্রেম-প্রীতি,সুখ-দুখ কোনোকিছু নেই
নেই বলেই তারা যেতে চায়
নেই বলেই তারা পেতে চায়
কিন্তু আমি ? এত লব্ধ জিনিস রেখে কোথা যাবো?
গেলে তো ফিরে আসার প্রশ্ন?
আমিতো যাবোই না।
জীবনানন্দ চলে গিয়ে , কার্তিকের কাক হয়ে ফিরে আসুক
আমিতো যাবোই না
গেলেতো ? ফেরার প্রশ্ন।
এ ক্ষেত্রে পদার্থ বিজ্ঞানই আমার এই প্রতীতির মূল।
অবস্থার পরিবর্তন চলে যাওয়া নয়
বীজ থেকে বৃক্ষ হয়
বৃক্ষ থেকে বীজ হয়
এভাবেই অনাগত কাল
বীজ
বৃক্ষ।
বৃক্ষ
বীজ--------------- ।
আমি তো যাবোই না একবার বাপ,একবার ছেলে একবার নাতি তার পর?
এভাবেই - এভাবেই- এভাবেই
আমি তো যাবইনা ,গেলে না হয় ফিরে আসার কথা।
আমি তো যাবোই না
পারভেজ রশীদ মঙ্গল
=============
গেলে তো ফিরে আসবো ? আমি তো যাবোই না।
এই মাঠভরা সবুজ চাদর আর নীলে ভরা আকাশ রেখে কেউ কি যেতে পারে?
আমি তো যাবোই-না।
এই নবান্ন, এই হেমন্ত, এই শীত আর বর্ষা রেখে বলতো- কে যায়?
যারা যায়- তাদের
আশা নেই
বাসা নেই
ভালবাসা নেই
একবাক্যে
প্রেম-প্রীতি,সুখ-দুখ কোনোকিছু নেই
নেই বলেই তারা যেতে চায়
নেই বলেই তারা পেতে চায়
কিন্তু আমি ? এত লব্ধ জিনিস রেখে কোথা যাবো?
গেলে তো ফিরে আসার প্রশ্ন?
আমিতো যাবোই না।
জীবনানন্দ চলে গিয়ে , কার্তিকের কাক হয়ে ফিরে আসুক
আমিতো যাবোই না
গেলেতো ? ফেরার প্রশ্ন।
এ ক্ষেত্রে পদার্থ বিজ্ঞানই আমার এই প্রতীতির মূল।
অবস্থার পরিবর্তন চলে যাওয়া নয়
বীজ থেকে বৃক্ষ হয়
বৃক্ষ থেকে বীজ হয়
এভাবেই অনাগত কাল
বীজ
বৃক্ষ।
বৃক্ষ
বীজ--------------- ।
আমি তো যাবোই না একবার বাপ,একবার ছেলে একবার নাতি তার পর?
এভাবেই - এভাবেই- এভাবেই
আমি তো যাবইনা ,গেলে না হয় ফিরে আসার কথা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.