![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কান কথাতে কান দিয়ো না
রাগের কথায় শান দিয়ো না
লোভের ফাঁদে মান দিয়ো না
নরম সুতোয় টান দিয়ো না
রাজনীতিতে জান দিয়ো না
শুকনো মুখে পান দিয়ো না
পরের ধনে মন দিয়ো না
গরীব ছাড়া ঋণ দিয়ো না
খোঁচা কথার পিন দিয়ো না
কাটা ঘায়ে নুন দিয়ো না
তুচ্ছ কথায় খুন দিয়ো না
চোখ বুঁজে কেউ লাফ দিয়ো না
মুনাফিককে মাফ দিয়ো না
নির্দোষীকে জেল দিয়ো না
পাশ যদি হয় ফেল দিয়ো না
লাজের মাথায় লাথ দিয়ো না
ঘোষের টাকায় হাত দিয়ো না ।
©somewhere in net ltd.