![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[ক]
বিয়ের এগারো বছরান্তে নিসন্তান দম্পতির
কোল আলোকিত করে
যে নবজাতক এলো
সেও একটি মৃত্যু সঙ্গে নিয়ে এসেছে
অতএব জন্ম কী শুধু খুশি হওয়ার বিষয়?
শিশুর কান্নার সাথে তাই -
আমারও কাঁদতে ইচ্ছে হয়।
[খ]
মানুষ আর সাপে আমি কোনো তফাৎ দেখিনা
বিস্তর বিষয়ে সর্প সহনীয়
ওদের বিষের থলি সীমাবদ্ধ বিষের আধার
কিন্তু মানুষের?
মাঝে মাঝে ইটভাটার চিমনীকেও পরাজিত করে।
সাপের বিষ আশীতে
মানুষের বিষ হাঁসিতে।
[গ]
মিথ্যাকে তো যায়না কভু
সংখ্যা দিয়ে মাপা
অল্প হোক আর অধিকই হোক
ভিতর থাকে ফাঁপা।
[ঘ]
দোষ নিয়ো না
আমি শত হাত দূরে থাকবো
যদি জানি , তোমার প্রিয় পাখি ময়না
কেননা
আমি বাবুই স্বভাব নিয়ে বেঁচে থাকতে চাই।
[ঙ]
আমি যে জন্য উদ্গ্রীব থাকি ,সে বৃষ্টি নয় - খরা
কারণ খাঁটী হওয়ার মোক্ষ্মম পথ
পুঁড়ে পুঁড়ে ছাঁই বা অঙ্গার।
©somewhere in net ltd.