![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত যত বাড়তে থাকে ভোর ততই কাছে আসতে থাকে
শীত এলে বসন্তও আসি আসি করে
অমাবশ্যার আগমন পূর্ণিমাকেই প্রণতি জানায়
প্রতিটি অনুপস্থিতি কোনো না কোনো সরব উপস্থিতিকে ধারণ করে থাকে
এগুলো আমার নয়; রথী-মহারথীদের কথা
আমি শুধু বিশ্বাস করি
প্রতিটি "নেই" এর মধ্যে কোনো না কোনো "আছে" লুকিয়ে আছে।
তাই তুমি কাছে নেই বলে
আমি অশ্রুসিক্ত নই
আমি আশাহতও নই - কেননা আমার যতকিছু "নেই" আছে , তারা তোমাকেই ধারণ করে আছে।
©somewhere in net ltd.