![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেফালী !
প্রতিশ্রুতি ভঙ্গ করে তুই কি আমায় ক্ষ্যাপালি?
সুমারে!
আমার ঘুমকে হারাম করে তুই আরামে ঘুমারে।
কল্পনা!
স্মৃতির ঝুড়ি মস্তবড় একেবারেই অল্প না।
কবিতা !
যেমনটি মোর প্রাণটা চাহে তুই কি মেয়ে হবি তা?
রুমিগো!
তোমার কথায় যায় যে সরে পায়ের তলার ভুমিগো।
সামিনা!
সবাই তোমায় বাসুক ভালো কেবল মাত্র আমিনা।
বীনারে!
দিনতো অনেক চলে গেছে ,মনে আছে কী নারে?
পলিগো!
নদীর স্বভাব রপ্ত কর আমি এবার চলি গো ।
©somewhere in net ltd.