![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন সকলের মাঝে থাকি খুব একা একা লাগে
প্রচন্ড কোলাহল
মিছিলের সুর
মাইকের আওয়াজ
অনলবর্ষী বক্তৃতা
এসবের মধ্যেও পিন-পতন নীরবতা
আমাকে ফিরিয়ে আনে আর ক্রমাগত আগলাতে থাকে
যেমন ফিরিয়ে আনে চরের রাখাল
পাছে যদি খেয়ে ফেলে , নিজের মেষের পাল
পরের ফসল।
সকলের মাঝে থাকলে
আমি তোমাকে বার বার হারিয়ে ফেলি
আর একটু বাইরে গেলেই -
আমরা অনায়াসে দুজন হয়ে যাই
আর দুজন হয়ে গেলেই
আমরা পরস্পরে মিশে -এক হয়ে যাই
মিশে গেলে আর আমি থাকি না
শুধু তুমিই থাকো
তাই আমি তোমাকেই চাই।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২
বিদ্রোহী কন্ঠস্বর বলেছেন: বাহ্ ভালোই তো!!