![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাইবো না আর –
হাতের বাঁধন শক্ত করো
বেণীর বাঁধন আলগা করো
শিশির ধুয়া ফুলদানীতে কাজল চোখের মায়া পড়ুক,
বলবো না আর
ছায়া-হরিণ কেউ দেখেনা
মায়া মৃগের চরণ সেবায় সবুঝ সবুঝ কলা পাতা
আকাশ ভেঙ্গে বৃষ্টি আসুক হৃদয় মেলে ধরবো ছাতা ।
এগুলো খুব ভাবের ব্যাপার , রবী নজরুল ওদের মানায়
এই আমি এক মাটির ঘটী
তাল পুকুরের তলার খবর ক্যামনে জানায় ?
আমি শুধু জানান দেবো -
চৈত্রমাসে সর্ষে খেতের রুপ দেখেছি
আমি কেন তোমার বাড়ির টবের বাগান দেখতে যাবো ?
আমি কী আর ভদ্র লোকের সভ্য পোলা
ফ্রিজে রাখা ফর্মালিনের বাজার খাবো ?
আমি তো ভাই ঢোবা-নালার চিংড়ি বুঝি
পদ্মা নদীর ইলিশ ? সে তো নামটা কবেই ভুলে গেছি
রপ্তানিতে বাড়ছে না কি পার ক্যাপিটা
ধন্য আমি – আমার ঘরের সালাদ দিয়ে
পরের মুখের রুচি বাড়াই ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার খুব চমৎকার .ধন্যবাদ ভাই-এগিয়ে যান ।