![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন একটি শব্দ বলুন-যা থাকলে কোনো কিছু জয়ের জন্য যুদ্ধ নিরর্থক
হাসি
এমন একটি শব্দ বলুন-যা না থাকলে জীবনটা ক্রমাগত চুপসে যায়
আশা
এমন একটি শব্দ বলুন-যার পেলবতা শিমুল তুলার চেয়ে নরম
স্নেহ
এমন একটি শব্দ বলুন-যার মিষ্টতা কোনোরুপ ফুলে-ফলে খুঁজে পাওয়া ভার।
ধৈর্য
এমন একটি শব্দ বলুন-যার বিদ্ধ-গুন কিরিচের চেয়ে ক্ষুরধার
ঘৃনা
এমন একটি শব্দ বলুন-যা থাকলে অনায়াসে আত্নবিশ্বাস নির্বাসনে যায়
নিন্দা
এমন একটি শব্দ বলুন-যা্র দাহগুণ ইটভাটাকে হার মানায়।
রাগ
এমন একটি শব্দ বলুন-যা থাকলে সফলতার সিঁড়িগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে
ভয়।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
প্রামানিক বলেছেন: চমৎকার কথা। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ, খুব ভালো লাগল...