| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এই যে মশাই  একটু  থামুন ,লাগবে কিছু ?
হাওয়ার মিঠাই ,বাদাম ভাজা
ঝালমুড়ি ও ঘুটা আছে।
কী হল ভাই,  এমন করে তাকিয়ে আছেন ?
মনটা কি আজ বেজায় খারাপ
ভদ্র লোকের একই দশা
ঘরের ব্যাপার পরকে বলা
ভীষণ রকম লজ্জা করেন।
দোহাই দাদা, রাগ না করে চানাচুরের ঠোঙাটা নিন
আজকে আমি দাম নেবো না
একটু যদি শুনতে দিতেন মনের কথা
                                        তবুও নীরব?
সত্যি দাদা প্রমান দিলেন, "বিজ্ঞজনে সবকিছুকে জঠিল ভাবে"
আপনাকে তো রোজই দেখি
পার্কে আসেন
বাদাম চিবোন, ফর্সামত লম্বা চুলের মেমসাহেবও
একা এলেন ,ভাবী বুঝি ব্যস্ত বেশি?
এ কী জনাব ! চোখের কোণে টলোমলো পানির ফূটা !
আপনারাতো অশ্রু বলেন
তাহলে কী নীলাম্বরী ঐ পরী-মেম
হবু-ভাবীর প্রতীক ছিলেন
আজ-রাতে তার গায়ে হলুদ??
দুঃখ করে লাভ কী বলেন জীবনটাতো অল্প সবার
ভাবুন সাহেব,রাস্তা অনেক
এই জীবনে সুখী  হবার।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৫  রাত ৮:৩২
আম আদমি বলেছেন: দারুণ লিখেছেন।