| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তুই গেলে কী আসবে আবার ?
আসিস যদি সঙ্গে আনিস লঙিভিটি 
আর না পারিস, কম করেও হাজার বছর।
এই পৃথিবী মায়ার জায়গা
এমনটি আর কোথায় পাবো
পেলেও তা এর মত কী সবুজ হবে?
যতই বাঁচি ততই বাঁচার ইচ্ছে জাগে।
শুনেছিতো  বেহেশতখানা
ফলে-ফুলে সুশোভিত
আরো কত আরাম আয়েশ-সেথায় কী আর পারবো যেতে
আমার যে নেই পরহেজগারি।
আমি যে এক মাটির মানুষ
মাটির বুকেই স্বর্গ আমার।
দিনের পরে দিন চলে যায় ,যায় না তবু মাটির মায়া
মাটির মাঝেই সন্ধি-বিচ্ছেদ
মাটিই আমার কন্যা -জায়া।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৩৩
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে