![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করছি কী আর বড়াই
আমার দাদার মাথা ছিল
গরম লোহার কড়াই
মেঘলা দিনে সূর্য বিনে
ভেজা কাপড় যত
দাদুর মাথার হিটার দিয়ে
শুকিয়ে নেওয়া হত।
শুনবি আরো?দাদুর দাঁতে
করতো গুঁড়ো লোহার পাতে
এক চিবোনোয় পানি হতো
মহিষ ,খাসির ঠ্যাং
আমার দাদার সামনে তো তুই
তুচ্ছ কুণো ব্যাঙ।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১
শায়মা বলেছেন: অনেক মজার ছড়া।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫২
আজমান আন্দালিব বলেছেন:
হাহাহা...মজার ছড়া!
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
প্রামানিক বলেছেন: এক চিবোনোয় পানি হতো
মহিষ ,খাসির ঠ্যাং
আমার দাদার সামনে তো তুই
তুচ্ছ কুণো ব্যাঙ।
দাদা তো দেখি মহা খাদোক। ধন্যবাদ